ETV Bharat / state

Deganga Murder case : নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য দেগঙ্গায়, খুন বলে সন্দেহ পরিবারের

সাতসকালে কলেজের পিছন থেকে পাওয়া গেল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ । তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করল মৃতের পরিবার (Deganga Murder case)। এই নিয়ে উত্তেজনা দেগঙ্গায় ।

Deganga Crime News
নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য দেগঙ্গায়, খুন বলে সন্দেহ পরিবারের
author img

By

Published : Mar 7, 2022, 9:25 PM IST

দেগঙ্গা, 7 মার্চ : সাতসকালে কলেজের পিছন থেকে মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ (Deganga Murder Case)। মৃত যুবকের নাম রাহুল মণ্ডল ৷ বয়স 21 বছর । এই ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের গলায় ও মুখে গভীর ক্ষত চিহ্ন রয়েছে । তা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে । তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ ।

জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি দেগঙ্গার দক্ষিণ কাউকে পাড়ায় । রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি । তাঁর খোঁজে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনও সন্ধান মেলেনি ওই যুবকের । তারই মধ্যে সোমবার সকালে বাড়ির অদূরে বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় সহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের পিছনে যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায় ।

আরও পড়ুন: Murder Attempt in Bhangar : ভাঙড়ে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা

এলাকার লোকজন তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে । তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ । এদিকে এই খবর চাউর হতেই ভিড় বাড়তে থাকে ঘটনাস্থলে । ছড়ায় উত্তেজনা । পরে পুলিশ ভিড় সরিয়ে মৃত যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে । সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত জেলা হাসপাতালে ।

রাহুল মণ্ডলের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

এবিষয়ে মৃত যুবকের বন্ধু সামিউদ্দিন জমাদার বলেন, "শনিবার বাদুড়িয়া রাস্তার মোড়ে রাহুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের ঝগড়া হয়েছিল । সেই সময় ওকে মারধরও করা হয় । ফলে ঘটনার পরম্পরা থেকে মনে হচ্ছে রাহুলকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে । এই খুনের সঙ্গে পরিচিত কেউ জড়িত । খুনিদের কঠোর শাস্তি হোক, এটাই আমরা চাই ৷"

আরও পড়ুন: Kolkata Murder: থিয়েটার রোডের বৃদ্ধা খুনে ধৃত দুধকুমারের 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

অন্যদিকে, খুনের সঙ্গে ওই ঝগড়ার কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । খুনে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব‍্যক্তিগত কিংবা পুরানো কোনও শত্রুতার ঘটনাও । তাই সবদিক খতিয়ে দেখে ঘটনার রহস্য ভেদ করতে চাইছে দেগঙ্গা থানার পুলিশ ।

দেগঙ্গা, 7 মার্চ : সাতসকালে কলেজের পিছন থেকে মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ (Deganga Murder Case)। মৃত যুবকের নাম রাহুল মণ্ডল ৷ বয়স 21 বছর । এই ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের গলায় ও মুখে গভীর ক্ষত চিহ্ন রয়েছে । তা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে । তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ ।

জানা গিয়েছে, মৃত যুবকের বাড়ি দেগঙ্গার দক্ষিণ কাউকে পাড়ায় । রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি । তাঁর খোঁজে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করলেও কোনও সন্ধান মেলেনি ওই যুবকের । তারই মধ্যে সোমবার সকালে বাড়ির অদূরে বেড়াচাঁপা চন্দ্রকেতুগড় সহিদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের পিছনে যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায় ।

আরও পড়ুন: Murder Attempt in Bhangar : ভাঙড়ে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা

এলাকার লোকজন তা দেখতে পেয়ে খবর দেন পুলিশে । তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ । এদিকে এই খবর চাউর হতেই ভিড় বাড়তে থাকে ঘটনাস্থলে । ছড়ায় উত্তেজনা । পরে পুলিশ ভিড় সরিয়ে মৃত যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে । সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসত জেলা হাসপাতালে ।

রাহুল মণ্ডলের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

এবিষয়ে মৃত যুবকের বন্ধু সামিউদ্দিন জমাদার বলেন, "শনিবার বাদুড়িয়া রাস্তার মোড়ে রাহুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের ঝগড়া হয়েছিল । সেই সময় ওকে মারধরও করা হয় । ফলে ঘটনার পরম্পরা থেকে মনে হচ্ছে রাহুলকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে । এই খুনের সঙ্গে পরিচিত কেউ জড়িত । খুনিদের কঠোর শাস্তি হোক, এটাই আমরা চাই ৷"

আরও পড়ুন: Kolkata Murder: থিয়েটার রোডের বৃদ্ধা খুনে ধৃত দুধকুমারের 11 নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

অন্যদিকে, খুনের সঙ্গে ওই ঝগড়ার কোনও সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । খুনে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব‍্যক্তিগত কিংবা পুরানো কোনও শত্রুতার ঘটনাও । তাই সবদিক খতিয়ে দেখে ঘটনার রহস্য ভেদ করতে চাইছে দেগঙ্গা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.