বসিরহাট, 29 জুলাই: অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বসিরহাটে (Gold Dealer Shot) ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটেছে মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েত এলাকায় ৷ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এলাকাবাসীর তৎপরতায় গ্রেফতার এক অভিযুক্ত ৷
জানা গিয়েছে, মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েত এলাকায় একটি সোনার দোকান রয়েছে স্বর্ণ ব্যবসায়ী দেবু কর্মকারের । প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সোনার দোকান বন্ধ করে কাদিহাটির বাড়িতে ফিরছিলেন । সেই সময়ে বাইকে করে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয় বলে অভিযোগ । হাঠাৎ এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবসায়ী আহত হননি । গুলির শব্দ এবং স্বর্ণ ব্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী বাইরে আসেন। দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করলে তাঁদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী ৷ উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ৷
আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী
ধৃত ওই দুষ্কৃতীর কাছ থেকে ধারালো অস্ত্র-সহ একটি পিস্তল উদ্ধার হয়েছে । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব্যবসায়ীকে খুন করতে অস্ত্রসস্ত্র মজুত করেছিল দুষ্কৃতীরা। তবে, কী কারণে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।