শ্যামনগর, 8 জুলাই : ফের বোমাবাজি শ্যামনগরে ৷ গভীর রাতে খালি বাসের উপর বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ বাসের মালিক জানান, তাঁর কোনও রাজনৈতিক সংসর্গ নেই ৷ তাই এমন ঘটনার পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে ৷ ঘটনার পর এলাকায় আসে নোয়াপাড়া থানার পুলিশ ৷ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷
নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পিনকল এলাকায় বুধবার গভীর রাতে একটি বেসরকারি বাসের গায়ে বোমাবাজি করে পালায় দুষ্কৃতীরা ৷ এলাকায় সিসিটিভি রয়েছে ৷ তার ফুটেজে দেখা যাচ্ছে, একটি অটো করে ইছাপুরের দিক থেকে কিছু দুষ্কৃতী পিনকল মোড়ের কাছে আসে ৷ সেখানে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসে বোমা মেরে আবার ইছাপুরের দিকে চলে যায় ৷ ঘটনার পর নোয়াপাড়া থানা পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে । এই দুষ্কৃতীরা কে বা কারা তা এখনও জানা যায়নি ৷
বাস মালিক সঞ্জয়কুমার সাউ জানান, এই ঘটনার কারণ কী সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷ তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন ৷ তারপরও এমন ঘটনায় কী করে ঘটল তা বুঝতে পারছেন না তিনি ৷ এমন ঘটনার পর আতঙ্কে রয়েছেন বলেও জানান তিনি ৷ নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন : ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, সকালে উদ্ধার বোমা