ETV Bharat / state

খড়দহে দুষ্কৃতী তাণ্ডবে বোমাবাজি, আহত ৩

দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খড়দহ । ঘটনায় আহত হন ৩ জন । সোমবার সকালে খড়দহ শ্যামসুন্দর এলাকায় রাসখোলা ঘাটের কাছে দু'দল সমাজবিরোধীর মধ্যে বচসা বাধে ৷ সঙ্গে চলে বোমাবাজিও ।

KHARDAHA
খড়দহে দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজি, ঘটনায় আহত ৩ জন
author img

By

Published : Jun 7, 2021, 8:50 PM IST

খড়দহ, ৭ জুন: দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খড়দহ । ঘটনায় আহত হন ৩ জন । সোমবার সকালে খড়দহ শ্যামসুন্দর এলাকায় রাসখোলা ঘাটের কাছে দু'দল সমাজবিরোধীর মধ্যে বচসা বাধে ৷ সঙ্গে চলে বোমাবাজিও । ঘটনায় গোপাল, জুগ্নু, পণ্ডিত নামে আহত হন ৩ জন ।

এলাকায় তারা দুষ্কৃতী বলেই পরিচিত । ঘটনার ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় কাউন্সিলরের দাবি, অস্তিত্ব কায়েম রাখার জন্যই দু'দলের মধ্যে বোমাবাজি হয় । খড়দহ পুরনো বাজার থেকে গঙ্গার তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এরা । আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ।

খড়দহে দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজি, ঘটনায় আহত ৩ জন

আরও পড়ুন:যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন

গত কয়েকদিন ধরেই নানা অসামাজিক কাজকর্মের খবর আসছিল এলাকায় । আজ তা চরম আকার ধারণ করে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । খড়দহ পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

খড়দহ, ৭ জুন: দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল খড়দহ । ঘটনায় আহত হন ৩ জন । সোমবার সকালে খড়দহ শ্যামসুন্দর এলাকায় রাসখোলা ঘাটের কাছে দু'দল সমাজবিরোধীর মধ্যে বচসা বাধে ৷ সঙ্গে চলে বোমাবাজিও । ঘটনায় গোপাল, জুগ্নু, পণ্ডিত নামে আহত হন ৩ জন ।

এলাকায় তারা দুষ্কৃতী বলেই পরিচিত । ঘটনার ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় কাউন্সিলরের দাবি, অস্তিত্ব কায়েম রাখার জন্যই দু'দলের মধ্যে বোমাবাজি হয় । খড়দহ পুরনো বাজার থেকে গঙ্গার তীরবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে নানা রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এরা । আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা ।

খড়দহে দুষ্কৃতী তাণ্ডব-বোমাবাজি, ঘটনায় আহত ৩ জন

আরও পড়ুন:যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন

গত কয়েকদিন ধরেই নানা অসামাজিক কাজকর্মের খবর আসছিল এলাকায় । আজ তা চরম আকার ধারণ করে । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । খড়দহ পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.