ETV Bharat / state

বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী - two workers injured as miscreants attack on Tmc party office in Belghoria

গুলি চালনা এবং বোমবাজির জেরে উত্তপ্ত হল বেলঘরিয়া ৷ শনিবার রাতে 22 নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ তুললেন মদন মিত্র ৷ তাঁর অভিযোগ, ঘটনায় তাঁদের দু'জন কর্মী গুরুতর জখম হয়েছেন ৷ এলাকা সূত্রে অবশ্য খবর, প্রোমোটারি রাজের জেরেই এই অশান্তি ৷ এখনও পর্যন্ত পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে ৷

বেলঘরিয়ায় চলল গুলি
বেলঘরিয়ায় চলল গুলি
author img

By

Published : Jul 4, 2021, 10:20 AM IST

Updated : Jul 4, 2021, 11:34 AM IST

বেলঘরিয়া, 4 জুলাই : উত্তপ্ত হল বেলঘরিয়া ৷ চলল 5 রাউন্ড গুলি । জখম হয়েছেন দু'জন তৃণমূল কর্মী । শনিবার রাতে 22 নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ের মধ্যে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার পর এলাকায় পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ রবিবার সকালেও এলাকা থমথমে রয়েছে ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷

মদন মিত্রের অভিযোগ, গতকাল রাত পৌনে দশটা নাগাদ দেশপ্রিয় নগর ওল্ড নিমতা রোডের তৃণমূলে পার্টি অফিসে দু'জন তৃণমূল কর্মী বসেছিলেন ৷ সেই সময় 5টি বাইকে করে 10-12 জন দুষ্কৃতী এলাকায় ঢোকে ৷ মানস বর্ধন নামে তিরিশ-পঁয়ত্রিশ বছরের এক তৃণমূল কর্মীকে মারতে মারতে পার্টি অফিস থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ অন্য তৃণমূল কর্মীকেও মারধর করা হয় ৷ বন্দুকের বাঁট দিয়ে দু'জনের মাথাতেই আঘাত করা হয় ৷ শুধু তাই নয়, 5 রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা ওল্ড নিমতা রোড এবং নীলগঞ্জ রোড দিয়ে রথতলা দিয়ে যাওয়ার সময় রথতলা মোড়ে বোমাবাজি করে ৷ পরে স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ রফিক ও তার সঙ্গীকে বোমা-সহ আটক করে পুলিশ ৷ মদন জানান, জখম দুই তৃণমূল কর্মীকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাগরদত্ত হাসপাতালে ৷ পরে তাঁদের ইস্টার্ন বাইপাসে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ৷ নবীনপল্লি ঢোকার মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে ৷

শনিবার রাতে বেলঘরিয়ায় অশান্তির জন্য বিজেপিকে দায়ী করলেন মদন মিত্র ৷

ঘটনায় মদন মিত্র দুষ্কৃতী হামলার কথা বললেও দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, এই ঘটনায় বিজেপির কোনও যোগই নেই ৷ এটা মদনের নিজের লোকেদের নিজের মধ্যের গন্ডগোল ৷

স্থানীয় সূত্রে অভিযোগ, অশান্তি হয়েছে এলাকার প্রোমোটারি রাজের জেরে ৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলও এটাকে বলা চলে ৷ প্রোমোটারি রাজ কার দখলে থাকবে তা নিয়েই এই অশান্তি ৷ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের পুরানো নেতা বিভা নন্দনকাননের বাসিন্দা প্রোমোটার বাপ্পা সাহা এবং 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা এবং 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সমীরণ দাসের নেতৃত্বে বিভা নবীনপল্লি, মিলনপল্লি এবং নন্দনকানন এলাকায় জমি দখল চলছে ৷ পুকুর ভরাট করা এই জমি সিন্ডিকেট নিয়েই এলাকায় অশান্তি তৈরি হয়েছে ৷

শনিবার রাতে ঘটনার পর এলাকায় আসেন মদন মিত্র, বিশ্বজিৎ সাহা, সমীরণ দাসরা ৷ আসে পুলিশ বাহিনীও ৷ এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ আশপাশের বাড়ির লোকেরা বেরিয়ে পড়েন ৷

আরও পড়ুন : Kalyan Banerjee : মোদির শিষ্যদের তিরষ্কারের আবেদন জানাব স্পিকারকে, আক্রমণাত্মক কল্যাণ

বেলঘরিয়া, 4 জুলাই : উত্তপ্ত হল বেলঘরিয়া ৷ চলল 5 রাউন্ড গুলি । জখম হয়েছেন দু'জন তৃণমূল কর্মী । শনিবার রাতে 22 নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ের মধ্যে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার পর এলাকায় পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ রবিবার সকালেও এলাকা থমথমে রয়েছে ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷

মদন মিত্রের অভিযোগ, গতকাল রাত পৌনে দশটা নাগাদ দেশপ্রিয় নগর ওল্ড নিমতা রোডের তৃণমূলে পার্টি অফিসে দু'জন তৃণমূল কর্মী বসেছিলেন ৷ সেই সময় 5টি বাইকে করে 10-12 জন দুষ্কৃতী এলাকায় ঢোকে ৷ মানস বর্ধন নামে তিরিশ-পঁয়ত্রিশ বছরের এক তৃণমূল কর্মীকে মারতে মারতে পার্টি অফিস থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ অন্য তৃণমূল কর্মীকেও মারধর করা হয় ৷ বন্দুকের বাঁট দিয়ে দু'জনের মাথাতেই আঘাত করা হয় ৷ শুধু তাই নয়, 5 রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা ওল্ড নিমতা রোড এবং নীলগঞ্জ রোড দিয়ে রথতলা দিয়ে যাওয়ার সময় রথতলা মোড়ে বোমাবাজি করে ৷ পরে স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ রফিক ও তার সঙ্গীকে বোমা-সহ আটক করে পুলিশ ৷ মদন জানান, জখম দুই তৃণমূল কর্মীকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাগরদত্ত হাসপাতালে ৷ পরে তাঁদের ইস্টার্ন বাইপাসে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ৷ নবীনপল্লি ঢোকার মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে ৷

শনিবার রাতে বেলঘরিয়ায় অশান্তির জন্য বিজেপিকে দায়ী করলেন মদন মিত্র ৷

ঘটনায় মদন মিত্র দুষ্কৃতী হামলার কথা বললেও দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, এই ঘটনায় বিজেপির কোনও যোগই নেই ৷ এটা মদনের নিজের লোকেদের নিজের মধ্যের গন্ডগোল ৷

স্থানীয় সূত্রে অভিযোগ, অশান্তি হয়েছে এলাকার প্রোমোটারি রাজের জেরে ৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলও এটাকে বলা চলে ৷ প্রোমোটারি রাজ কার দখলে থাকবে তা নিয়েই এই অশান্তি ৷ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের পুরানো নেতা বিভা নন্দনকাননের বাসিন্দা প্রোমোটার বাপ্পা সাহা এবং 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা এবং 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর এবং পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সমীরণ দাসের নেতৃত্বে বিভা নবীনপল্লি, মিলনপল্লি এবং নন্দনকানন এলাকায় জমি দখল চলছে ৷ পুকুর ভরাট করা এই জমি সিন্ডিকেট নিয়েই এলাকায় অশান্তি তৈরি হয়েছে ৷

শনিবার রাতে ঘটনার পর এলাকায় আসেন মদন মিত্র, বিশ্বজিৎ সাহা, সমীরণ দাসরা ৷ আসে পুলিশ বাহিনীও ৷ এলাকায় আতঙ্ক ছড়ায় ৷ আশপাশের বাড়ির লোকেরা বেরিয়ে পড়েন ৷

আরও পড়ুন : Kalyan Banerjee : মোদির শিষ্যদের তিরষ্কারের আবেদন জানাব স্পিকারকে, আক্রমণাত্মক কল্যাণ

Last Updated : Jul 4, 2021, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.