ETV Bharat / state

Demonstration Headmistress : শিক্ষিকা-অশিক্ষক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ক‍্যাম্পাসেই ঘেরাও প্রধান শিক্ষিকা - Misbehave of teacher and non teaching staff demonstration headmistress in Barasat

স্কুলের সহ-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৷ এই অভিযোগে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখেন শিক্ষিকা, অশিক্ষক-কর্মীরা ৷ ঘটনাটি বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের (Demonstration Headmistress in Barasat) ।

Demonstration Headmistress
শিক্ষিকা-অশিক্ষক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
author img

By

Published : Jun 23, 2022, 11:05 PM IST

বারাসত, 23 জুন : শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অসহযোগিতার অভিযোগে বৃহস্পতিবার দিনভর স্কুল ক‍্যাম্পাসেই ঘেরাও হয়ে রইলেন প্রধান শিক্ষিকা । চলে বাকবিতণ্ডা, তুমুল হই হট্টগোলও । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সন্ধ্যায় প্রধান শিক্ষিকা-কে ঘেরাও মুক্ত করতে স্কুলে ছুটে আসতে হয় পুলিশকে । শেষে তাঁদের হস্তক্ষেপে স্কুল ক‍্যাম্পাস থেকে বাড়ি ফিরতে সমর্থ হন তিনি । ঘটনাটি বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের । যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা স্কুল শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ এনেছেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত ।

এদিনের ঘটনার সূত্রপাতের পিছনে ছিল অবশ্য অন্য কারণ । মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে টালবাহানা করছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা । এমনই অভিযোগ ছাত্রীর পরিবার থেকে শিক্ষিকাদের একাংশের । সেই অভিযোগের সঙ্গে শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের পুঞ্জিভূত ক্ষোভও যুক্ত হয় তাতে । এরপরই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন স্কুল শিক্ষিকাদের একাংশ । তাতে শামিল হন অশিক্ষক-কর্মী থেকে ছাত্রীর পরিবারও । সকলেই একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের বিরুদ্ধে ।

আরও পড়ুন : Murder Threat To Headmistress : প্রধান শিক্ষিকাকে খুন ও ছাত্রীদের ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার সহায়ক

বিক্ষোভের জেরে বৃহস্পতিবার নিজের ঘরেই আটকে পড়েন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত । তারই মধ্যে গন্ডগোলের খবর পেয়ে স্কুলে ছুটে আসেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সোমা চট্টোপাধ্যায় । অভিযোগ, এই বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা । বাকবিতণ্ডা এবং তুমুল হট্টগোলের জেরে অসুস্থ বোধ করতে শুরু করেন পরিচালন কমিটির সভাপতি । এর জেরে ক্ষোভ ছড়ায় শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের মধ্যে । প্রধান শিক্ষিকাকে কার্যত দিনভর ঘেরাও করে রাখা হয় স্কুল ক‍্যাম্পাসেই । তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ।

এদিকে, অভিযোগ-পালটা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ । কোনও সমাধান সূত্র না বেরনোয় এদিন প্রধান শিক্ষিকাকে ঘেরাও মুক্ত করতে এগিয়ে আসে পুলিশ-প্রশাসন । তাঁদের হস্তক্ষেপে শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরতে পারেন তিনি ৷

অন্যদিকে, পদ্ধতি মেনে মাধ্যমিক উত্তীর্ণ ওই পড়ুয়া যাতে নিজের স্কুলে ভর্তি হতে পারেন সেবিষয়ে প্রধান শিক্ষিকাকে উদ্যোগ নিতে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে । এমনই খবর সূত্র মারফত ।

বারাসত, 23 জুন : শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অসহযোগিতার অভিযোগে বৃহস্পতিবার দিনভর স্কুল ক‍্যাম্পাসেই ঘেরাও হয়ে রইলেন প্রধান শিক্ষিকা । চলে বাকবিতণ্ডা, তুমুল হই হট্টগোলও । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সন্ধ্যায় প্রধান শিক্ষিকা-কে ঘেরাও মুক্ত করতে স্কুলে ছুটে আসতে হয় পুলিশকে । শেষে তাঁদের হস্তক্ষেপে স্কুল ক‍্যাম্পাস থেকে বাড়ি ফিরতে সমর্থ হন তিনি । ঘটনাটি বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের । যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা স্কুল শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ এনেছেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত ।

এদিনের ঘটনার সূত্রপাতের পিছনে ছিল অবশ্য অন্য কারণ । মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে টালবাহানা করছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা । এমনই অভিযোগ ছাত্রীর পরিবার থেকে শিক্ষিকাদের একাংশের । সেই অভিযোগের সঙ্গে শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের পুঞ্জিভূত ক্ষোভও যুক্ত হয় তাতে । এরপরই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন স্কুল শিক্ষিকাদের একাংশ । তাতে শামিল হন অশিক্ষক-কর্মী থেকে ছাত্রীর পরিবারও । সকলেই একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের বিরুদ্ধে ।

আরও পড়ুন : Murder Threat To Headmistress : প্রধান শিক্ষিকাকে খুন ও ছাত্রীদের ধর্ষণের হুমকি, অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতার সহায়ক

বিক্ষোভের জেরে বৃহস্পতিবার নিজের ঘরেই আটকে পড়েন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত । তারই মধ্যে গন্ডগোলের খবর পেয়ে স্কুলে ছুটে আসেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সোমা চট্টোপাধ্যায় । অভিযোগ, এই বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করেন প্রধান শিক্ষিকা । বাকবিতণ্ডা এবং তুমুল হট্টগোলের জেরে অসুস্থ বোধ করতে শুরু করেন পরিচালন কমিটির সভাপতি । এর জেরে ক্ষোভ ছড়ায় শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের মধ্যে । প্রধান শিক্ষিকাকে কার্যত দিনভর ঘেরাও করে রাখা হয় স্কুল ক‍্যাম্পাসেই । তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ।

এদিকে, অভিযোগ-পালটা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ । কোনও সমাধান সূত্র না বেরনোয় এদিন প্রধান শিক্ষিকাকে ঘেরাও মুক্ত করতে এগিয়ে আসে পুলিশ-প্রশাসন । তাঁদের হস্তক্ষেপে শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরতে পারেন তিনি ৷

অন্যদিকে, পদ্ধতি মেনে মাধ্যমিক উত্তীর্ণ ওই পড়ুয়া যাতে নিজের স্কুলে ভর্তি হতে পারেন সেবিষয়ে প্রধান শিক্ষিকাকে উদ্যোগ নিতে বলা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে । এমনই খবর সূত্র মারফত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.