গাইঘাটা, 29 অগস্ট : রাজ্য থেকে চার সাংসদ মোদির মন্ত্রীসভায় স্থান পেয়েছে । বিভিন্ন মন্ত্রকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাঁরা । বাদল অধিবেশন শেষে সম্প্রতি রাজ্যে ফিরেছেন এই চার কেন্দ্রীয় মন্ত্রী । প্রত্যেককেই দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে । সেইমতোই শনিবার সন্ধ্যায় বনগাঁ সাংগঠনিক জেলার গাইঘাটা মণ্ডল-1-এর পক্ষ থেকে ঠাকুরনগর রেল পার্কিং এলাকায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয় ।
প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নিজের এলাকায় জনসমক্ষে উপস্থিত হন শান্তনু ঠাকুর ৷ সংবর্ধনা মঞ্চ থেকে তিনি বলেন, "রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা না করলে আমরা কি করে কাজ করব । সংবিধানের বাইরে গিয়ে তো আর জোর করে কাজ করতে পারি না । এতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট হয় ।"
আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নতুন আশায় বুক বাঁধছে মতুয়ারা
ঠাকুরনগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "ঠাকুরনগরের পাশাপাশি বনগাঁ লোকসভা এলাকায় উন্নয়ন হবে । কেউ রুখতে পারবে না । যা যা কথা দিয়েছি প্রত্যেকটা কথা রাখব । শুধু করোনা পরিস্থিতি কাটতে দিন । আমি যা কথা দিয়েছি তা ভুলিনি । ঠাকুরনগরের নাম শ্রীধাম ঠাকুরনগর হবে । ঠাকুরনগরে তিন নম্বর প্ল্যাটফর্ম-সহ বেশ কিছু জায়গায় রেলগেট হবে । কারণ, ঠাকুরনগর রেলগেটে সকালে প্রচুর ভিড় হয় । আমার কাছে সব খবর আছে ।" সিএএ (CAA) নিয়ে তিনি বলেন, "সিএএ খুব শীঘ্রই লাগু হবে । এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে ।"
আরও পড়ুন : মতুয়া ভোটে কর্তৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?