ব্যারাকপুর, 1 নভেম্বর: টিটাগড়ের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় বৈঠক ডেকে কড়া বার্তা দিল তৃণমূল।মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ছাড়াও বুধবারের বৈঠকে হাজির ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ ও দুই বিবাদমান কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডের সোনু সাউ ও 22 নম্বর ওয়ার্ডের বিকাশ সিং। এই ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না বলেও জানিয়ে বৈঠক শেষে দলের দুই কাউন্সিলরকে সতর্ক করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এর আগে দুই তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে ধমক দেন খড়দা থানার আইসি রাজকুমার সরকার।
বৈঠক শেষে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "একটা ছেলে মারা গিয়েছে, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। পুলিশকে আমরা অনুরোধ করেছি, স্বাধীনভাবে তদন্ত করে যারা দোষী তাদের গ্রেফতার করতে। আমরা চাই, যারা দোষী তারা গ্রেফতার হোক। দুই কাউন্সিলরকে ডেকে যা বলার বলে দেওয়া হয়েছে। দল এগুলো বরদাস্ত করবে না। অতএব তাঁরা যেন সংযত থাকেন, নিজেদের শুধরে নেন। সংশোধন না হলে দল চরম ব্যবস্থা নেবে।"
ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, "সবাইকে সংযত থাকতে হবে। দলের প্রতি নিষ্ঠা হতে হবে। দলের সম্মানের কথা ভাবতে হবে।ছোটখাটো যে কোনও ঘটনা দলকে বিব্রত করতে পারে। তাতে বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাবে। আমি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, টিটাগড়কে সমাজ বিরোধী মুক্ত করব। সেখানে যদি নিজেদের লোকেরাই মারামারি করে সেটাই সবচেয়ে খারাপ! এদিন দুই কাউন্সিলরকে ডেকে সতর্ক করা হল।এরপর কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"
দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের সংঘর্ষে দিনকয়েক আগে প্রাণ যায় তৃণমূলেরই এক কর্মীর ৷ আর এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার টিটাগড়ে ৷ খড়দা থানার আইসির ধমক খান খোদ শাসকদলেরই কাউন্সিলর ৷ মৃত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউ এবং 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। রবিবার দুপুরে পুরানিবাজারে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যেই ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেইসময় গুরুতর জখম হন তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হন বিকাশ সিংয়েরই আরও এক অনুগামী।
আরও পড়ুন: 2 লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় খড়দা থানার পুলিশ।সেদিন খড়দা থানার আইসির সঙ্গে উত্তপ্ত বাক্য বাক্য বিনিময় হয় তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের। এই সোনু সাউয়ের বিরুদ্ধেই অপর কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামীদের বাড়িতে তালা দিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কাউন্সিলরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে নেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান। বেশ কিছুক্ষণ ধরে উত্তপ্ত থাকার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।