অশোকনগর, 21 নভেম্বর : পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল কয়েক বছর আগে । অবশেষে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর 24 পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি নিজে এলাকা ঘুরে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। আর এর জেরে খনিজ তেল উৎপাদন কেন্দ্র গড়ে তেলার স্বপ্ন আরও জোরাল হল।
কয়েক বছর ধরে অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গা ঘিরে ONGC পরীক্ষা -নিরীক্ষা শুরু করেছে । ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয় । পরীক্ষায় সবুজসংকেত পাওয়ার পর সরকারের কাছে 20 একর জমি চায় ONGC । ইতিমধ্যে কিছু জমি হাতেও পেয়ে গেছে তারা ।
এদিকে কেন্দ্রীয়মন্ত্রীর আসার খবরে তড়িঘড়ি পিচের রাস্তা তৈরির কাজ চলছে । অশোকনগর -নৈহাটি রোড থেকে একেবারে তৈল উত্তোলন কেন্দ্র পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তার কাজ খুব দ্রুত গতিতে চলছে। রাস্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, চলতি মাসের 24 তারিখের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে হবে বলে তাঁদের কাছে নির্দেশ রয়েছে।
যদিও অশোকনগরের বিধায়ক ধীমান রায় জানিয়েছেন, ONGC-র তরফে তাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। যখন জমির সমস্যা ছিল, তখন ONGC বেশ কয়েকবার যোগাযোগ করেছিল। এখন খনিজ তেল উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের আর কিছু জানানো হচ্ছে না। তবে আমার ধারণা, এখানে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাতে সরকার লাভবান হবে। এতদিন ধরে স্থানীয় যে সব চাষি জমি চাষ করতেন, তাঁদের যেন কর্মসংস্থান হয়। এখনও পর্যন্ত দুই বা তিন ফসলি জমি নেওয়া হয়েছে। তাদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।