বারাসত, 23 অক্টোবর : কোরোনা পরিস্থিতিতে এবার অধিকাংশ পুজো মণ্ডপেই রাখা হচ্ছে মাস্ক, স্যানিটাইজ়ার ৷ তবে আরও একধাপ এগিয়ে বারাসত নবপল্লি কাঁঠালতলা দুর্গাপুজো মণ্ডপে থাকছে চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও । এমনকী ছোটো অক্সিজেন সিলিন্ডার সহ জরুরি পরিষেবার সমস্ত বন্দোবস্তই রাখা হচ্ছে সেখানে । পুজো কমিটির পাশাপাশি পুরো বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন COVID-19 ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির জেলার জয়েন্ট কো অর্ডিনেটর চিকিৎসক বিবর্তন সাহা ।
গতকালই কাঁঠালতলা দুর্গাপুজো কমিটির হাতে কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য অক্সিজেন সিলিন্ডার, থার্মাল গান, স্যানিটাইজ়ারসহ দশটি সরঞ্জমা তুলে দেওয়া হয়েছে । হাজির ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় সহ আরও অনেকে । কোরোনা আক্রান্তদের প্লাজ়মা দান করার জন্য স্বাস্থ্যকর্মী মানিক শ্যামলকে সংবর্ধিতও করা হয় ।
এ বিষয়ে পুজো কমিটির কর্মকর্তা তাপস দাস ও সুমন মজুমদার বলেন, পথশিশু ও দুঃস্থ মহিলাদের পাশে দাঁড়াতে তাদের হাতে নতুন বস্ত্রও তুলে দেওয়া হয়েছে । সংক্রমণ ঠেকাতে পুজোর ক'দিন মণ্ডপ স্যানিটাইজ়ও করা হবে ৷