ETV Bharat / state

বিধাননগর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ সব্যসাচীর

নিজেরই পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত ।

সব্যসাচী দত্ত
author img

By

Published : Jun 28, 2019, 6:11 AM IST

Updated : Jun 28, 2019, 1:21 PM IST

বিধাননগর, 28 জুন : নিজেরই পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত । অভিযোগ, টাকার লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে ।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত কৈখালী ও সংলগ্ন এলাকায় একাধিক পুকুর ভরাট ও বহু বেআইনি নির্মাণের অভিযোগের বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান । এরপর সাংবাদিকরা মেয়রকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইতিমধ্যেই ইঞ্জিনিয়ররা তদন্ত শুরু করেছেন । প্রাথমিক তদন্তে বেআইনি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে । বিষয়টি বিধাননগরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, অতিরিক্ত পুলিশ কমিশনার রণেন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ADG(আইনশৃঙ্খলা) ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে জানানো হয়েছে । পাশপাশি মেয়র জানান, বাগুইআটির IC-কে এই ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে ।

বেআইনি নির্মাণের বিষয়ে সব্যসাচী দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একটি ফ্ল্যাটের প্ল্যানের মেয়াদ তিন বছর থাকে । এর মধ্যে নির্মাণ শেষ না হলে নতুন প্ল্যান তৈরি করে কাজ শুরু করতে হয় । আমি 2015 সালের 16 অক্টোবর মেয়র পদে শপথ নিয়েছিলাম । তারপর থেকে আমি এই ধরনের কোনও প্ল্যানে আর সই করিনি । যে প্ল্যানগুলি বৈধ সেগুলির মেয়াদ ফুরিয়েছে । তাই নতুন প্ল্যান ছাড়া ওই নির্মাণগুলি করা যাবে না । অনেক ক্ষেত্রেই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সই জালের অভিযোগ রয়েছে । এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পুলিশকে জানিয়েছি । পুলিশ পুলিশের কাজ করছে।"

বিধাননগর, 28 জুন : নিজেরই পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত । অভিযোগ, টাকার লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে ।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত কৈখালী ও সংলগ্ন এলাকায় একাধিক পুকুর ভরাট ও বহু বেআইনি নির্মাণের অভিযোগের বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান । এরপর সাংবাদিকরা মেয়রকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, ইতিমধ্যেই ইঞ্জিনিয়ররা তদন্ত শুরু করেছেন । প্রাথমিক তদন্তে বেআইনি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে । বিষয়টি বিধাননগরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, অতিরিক্ত পুলিশ কমিশনার রণেন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ADG(আইনশৃঙ্খলা) ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে জানানো হয়েছে । পাশপাশি মেয়র জানান, বাগুইআটির IC-কে এই ঘটনার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে ।

বেআইনি নির্মাণের বিষয়ে সব্যসাচী দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "একটি ফ্ল্যাটের প্ল্যানের মেয়াদ তিন বছর থাকে । এর মধ্যে নির্মাণ শেষ না হলে নতুন প্ল্যান তৈরি করে কাজ শুরু করতে হয় । আমি 2015 সালের 16 অক্টোবর মেয়র পদে শপথ নিয়েছিলাম । তারপর থেকে আমি এই ধরনের কোনও প্ল্যানে আর সই করিনি । যে প্ল্যানগুলি বৈধ সেগুলির মেয়াদ ফুরিয়েছে । তাই নতুন প্ল্যান ছাড়া ওই নির্মাণগুলি করা যাবে না । অনেক ক্ষেত্রেই 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সই জালের অভিযোগ রয়েছে । এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য পুলিশকে জানিয়েছি । পুলিশ পুলিশের কাজ করছে।"

Intro:

বিধাননগর, ২৭ জুন: নিজের কাউন্সিলরের বিরুদ্ধে এবার বেআইনি নির্মাণে মদত দেওয়ার মত গুরুতর অভিযোগ আনলেন সব্যসাচী দত্ত। বিধাননগরের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরী, ভুয়ো প্ল্যানে আবাসন নির্মাণ, সহ একাধিক গুরুতর অভিযোগ আনলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। অভিযোগ টাকার লেনদেনের বিনিময় রাজারহাট গোপালপুর পৌরসভা আমলের প্লানে বেআইনী নির্মাণ চলছে রমরমিয়ে।

Body:বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ মারফত কৈখালী ও সংলগ্ন এলাকায় একাধিক পুকুর ভরাট ও বহু বেআইনি নির্মাণের অভিযোগের বিষয়টি সাংবাদিকদের গোচরে আনেন। মেয়র জানিয়েছেন ইতিমধ্যেই পুরসভার ইঞ্জিনিয়াররা পুরনিগমের তরফ থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে বেআইনি নির্মাণ চলছে এরকম অভিযোগের সত্যতা মিলেছে। মেয়র জানিয়েছেন ৭২ ঘন্টার মধ্যে তিনি পুকুর খুঁড়ে দেবেন। তিনি বিধাননগরের পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মিনা, অতিরিক্ত পুলিশ কমিশনার রনেন বন্দোপাধ্যায় এবং রাজ্যের এডিজি ল এন্ড অর্ডার এবং বিধান নগরের প্রাক্তন পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশের তরফ থেকে বাগুইআটির আই সি কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মেয়রের দাবি।

Conclusion:বেআইনি নির্মাণের বিষয়ে সব্যসাচী দত্ত কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই রাজারহাট গোপালপুর পুরসভা আমলের প্ল্যান দেখিয়ে কাজ চলছে। একটি ফ্ল্যাটের মেয়াদ প্লানের মেয়াদ তিন বছর থাকে। তিন বছরের মধ্যে নির্মাণ না হলে শেষ না হলে নতুন প্ল্যান এ কাজ করতে হয়। আমি 2015 সালের 16 ই অক্টোবর শপথ নিয়েছিলাম মেয়র পদে। পুরনিগমের আমলে এই ধরনের একটি প্ল্যানে সই করি নি। যদি প্ল্যান ঠিকঠাক থাকে সে ক্ষেত্রেও এই প্ল্যান গুলির মেয়াদ এখন ফুরিয়েছে ফলে নতুন প্ল্যান না নিয়ে গুলি করা যাবে না। অনেক ক্ষেত্রেই অভিযোগ রয়েছে সই জাল করে প্ল্যান তৈরি করা হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। পুলিশকে জানিয়েছে। পুলিশ পুলিশের কাজ করবে"।
Last Updated : Jun 28, 2019, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.