বনগাঁ, 4 জানুয়ারি : বিজেপির রাজ্য কমিটিতে রদবদলের পর থেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গ্রুপ ত্যাগ করেছিলেন 5 মতুয়া বিধায়ক ৷ সোমবার পদ্ম শিবিরে মতুয়া অস্বস্তি বাড়িয়ে বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ত্যাগ করেন বনগাঁর বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুর ৷ আগামিদিনের রণকৌশল তৈরি করতে মঙ্গলের সন্ধ্যায় বিদ্রোহী বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছিলেন শান্তনু ঠাকুর ৷
গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর-সহ অসীম সরকার, অশোক কীর্তনীয়া, মুকুটমণি অধিকারীর মতো বিজেপি বিধায়কেরা হাজির ছিলেন এদিনের বৈঠকে। এঁদের সঙ্গে একজন মতুয়া প্রতিনিধি ছিলেন বলেও খবর ৷ তবে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে মতুয়া বিধায়কদের বৈঠকের যা নির্যাস, তাতে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়বে বৈ কমবে না ৷ বৈঠক শেষে মুকুটমণি অধিকারী জানান, কয়েকটি দাবি নিয়ে এদিনের এই বৈঠক হয়েছে (Matua MLAs several demands to Shantanu Thakur at closed door meeting)। সেগুলি হল :
1.বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন ৷
2.নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন ৷
3.নবদ্বীপ জোনের পর্যবেক্ষক পরিবর্তন ৷
4.রাজ্য বিজেপির সহ-সভাপতি নিয়োগ করতে হবে মতুয়া সম্প্রদায় ভুক্ত একজনকে ।
মতুয়া বিধায়কদের এই দাবিগুলি বিজেপির কাছে রাখবেন শান্তনু ঠাকুর। দাবি না মানা হলে আগামী দিনে তারা কোন পথে হাঁটবেন তা ঠিক করবেন শান্তনু ঠাকুর।