বনগাঁ, 7 নভেম্বর : বাংলাদেশের রফতানিকৃত পার্কিং-এ দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । তুলোবোঝাই একাধিক গাড়ি পুড়ে গিয়েছে । শনিবার রাতে মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পেট্রাপোল (Petrapol Fire) সীমান্তের নরহরিপুরে পার্কিংয়ের 3 নম্বর জোনে । দমকলের 6টি ইঞ্জিন 5 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । মোট 9টি গাড়িতে আগুন লাগে । এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা । তবে কীভাবে এত বড় আগুন, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা ।
জানা গিয়েছে, বনগাঁ ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুরে বনগাঁ পৌরসভার পার্কিংয়ের তিন নম্বর জোনে বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিল বেশ কয়েকটি ভিন রাজ্যের তুলোবোঝাই ট্রাক । শনিবার রাতে স্থানীয়রা লক্ষ্য করেন, তুলোর গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে । তাঁরা খবর দেন বনগাঁ দমকল বিভাগে । খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা । তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ।
কিন্তু গাড়িতে তুলোবোঝাই থাকায় মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে যায় । আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর ছিল, যা নিয়ন্ত্রণ করতে গোবরডাঙা ও হাবরার দমকল থেকে আরও কয়েকটি ইঞ্জিন ডাকা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ ও বনগাঁ জেলা পুলিশের আধিকারিকেরা ।
আরও পড়ুন : BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন
গোপাল শেঠ বলেন, "পাকিং-এ তুলোবোঝাই গাড়িতে আগুন লেগে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গিয়েছে । তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে । আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য আমাদের বাড়তি সতর্ক হতে হবে ।"
প্রত্যক্ষদর্শীদের দাবি, "প্রথম দিকে দমকলের একটি ইঞ্জিন কাজ করছিল । দমকলের কর্মীরা আগের থেকে তৎপর হলে এত বড় ঘটনা হয়ত এড়ানো যেত ।"
আরও পড়ুন: Murder : দুর্গাপুরে তাসের আসরে যুবককে পিটিয়ে খুন
দমকল সূত্রে জানা গিয়েছে, দমকলের 6টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ সূত্রে খবর, এ দিন মোট 9টি গাড়িতে আগুন লেগেছে । যার মধ্যে পাঁচটি গাড়িতে তুলোবোঝাই ছিল । সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং চারটি গাড়ি আংশিক পুড়েছে । তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন: Chingrihata Accident : চিংড়িহাটা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু