ETV Bharat / state

অনুপম হত্যা মামলা : মনুয়া ও অজিতের যাবজ্জীবন - barasat court

অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতের যাবজ্জীবন সাজা দিল আদালত ৷ সেইসঙ্গে 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত ৷ অনাদায়ে একবছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷

মনুয়া - ফাইল ছবি
author img

By

Published : Jul 26, 2019, 12:00 PM IST

Updated : Jul 26, 2019, 12:47 PM IST

বারাসত, 26 জুলাই : অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ গতকাল মনুয়া ও তার প্রেমিককে দোষীসাব্যস্ত করে বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ আজ বিচারক বৈষ্ণব সরকার মনুয়া ও অজিতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ৷ সেইসঙ্গে 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত ৷ অনাদায়ে একবছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷

গতকাল বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে সকাল সাড়ে 11টা নাগাদ মনুয়া ও তার প্রেমিক অজিতকে তোলা হয় ৷ অনুপম হত্যা মামলার তদন্ত চলাকালীন মোট 31 জন সাক্ষ্য দেন ৷ প্রথমে 27 জন ও পরে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় 478 পাতার চার্জশিট জমা পড়ে আদালতে ৷ সেইসঙ্গে ফরেনসিক রিপোর্টসহ বেশকিছু সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়ে ৷ সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু'হাজার পাতার রিপোর্ট বিচারপতি খতিয়ে দেখেই আজ দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন ৷ যদিও আদালতের রায়ে খুশি নন অনুপমের পরিবার ৷ আদালতের আজকের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের পরিজনরা ৷

এই সংক্রান্ত আরও খবর : মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে পথে সাধারণ মানুষ ; দেখুন ভিডিয়ো

অনুপম খুনের 26 মাস পরে এই মামলার রায় ঘোষণা হল আজ ৷ 2 মে 2017 সালে অনুপমকে খুন করে মনুয়া ও অজিত রায় ৷ খুনের 13 দিনের মাথায় পুলিশ বারাসত থেকে মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে ।

আরও পড়ুন : আজ অনুপম হত্যা মামলার রায়

বারাসত, 26 জুলাই : অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ গতকাল মনুয়া ও তার প্রেমিককে দোষীসাব্যস্ত করে বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ আজ বিচারক বৈষ্ণব সরকার মনুয়া ও অজিতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ৷ সেইসঙ্গে 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত ৷ অনাদায়ে একবছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷

গতকাল বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে সকাল সাড়ে 11টা নাগাদ মনুয়া ও তার প্রেমিক অজিতকে তোলা হয় ৷ অনুপম হত্যা মামলার তদন্ত চলাকালীন মোট 31 জন সাক্ষ্য দেন ৷ প্রথমে 27 জন ও পরে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় 478 পাতার চার্জশিট জমা পড়ে আদালতে ৷ সেইসঙ্গে ফরেনসিক রিপোর্টসহ বেশকিছু সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়ে ৷ সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু'হাজার পাতার রিপোর্ট বিচারপতি খতিয়ে দেখেই আজ দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন ৷ যদিও আদালতের রায়ে খুশি নন অনুপমের পরিবার ৷ আদালতের আজকের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের পরিজনরা ৷

এই সংক্রান্ত আরও খবর : মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে পথে সাধারণ মানুষ ; দেখুন ভিডিয়ো

অনুপম খুনের 26 মাস পরে এই মামলার রায় ঘোষণা হল আজ ৷ 2 মে 2017 সালে অনুপমকে খুন করে মনুয়া ও অজিত রায় ৷ খুনের 13 দিনের মাথায় পুলিশ বারাসত থেকে মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে ।

আরও পড়ুন : আজ অনুপম হত্যা মামলার রায়

Intro:অনুপম হত্যা মামলার রায়দান পিছোলো, ২৫ জুলাই রায়দান হতে পারে।

বারাসতঃ পিছিয়ে গেল অনুপম হত্যা মামলার রায়দান। বিচারক বৈষ্ণব সরকার আগামী ২৫ জুলাই মামলার সম্ভাব্য দিন ঘোষণা করেছেন। মামলার সরকারি কৌঁসুলি শ্যামলকান্তি দত্ত বলেন, 'মামলার রায়দানের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বিচারক আজ রায় দেননি। আগামী ২৫ জুলাই তিনি রায় ঘোষণা করবেন।'

রাজ্যে সবচেয়ে বেশি আলোচিত পরকীয়া খুনের হাই প্রোফাইল মামলার আজ রায়দান ছিল। ২০১৭ সালের ২ মে খুন হন অনুপম সিংহ। গত ২৩ মাস ধরে বারাসত আদালতে মামলা চলছে। প্রথমে ২৭ জন ও পরে আরও চারজন অতিরিক্ত মিলিয়ে মোট ৩১ জন সাক্ষী দিয়েছেন। ৪৭৮ পাতার প্রথম চার্জশিটের সঙ্গে পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যুক্ত হয়। পাশাপাশি রয়েছে ফেরনসিক-সহ আরও কয়েকটি রিপোর্ট। সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু'হাজার পাতার রিপোর্ট তৈরি হয়েছে। সমস্ত রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে রায়দান প্রক্রিয়া শেষ হয়নি বলে সোমবার মামলার রায়দান হয়নি বলে জানা গিয়েছে। এদিন সওয়া ১১টা নাগাদ দমদম সেন্ট্রাল জেল থেকে নিহত অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিকা অজিত রায়কে বারাসত আদালতে আনাহয়। সাদা ছাপ দেওয়া সালোয়ার কামিজ পরে ওড়নায় মুখ ঢেকে আদালতে আসে। হাতে বিপদতাড়িনীর লাল সুতো বাঁধা। অজিতের পরনে ছিল ফুল শার্ট ও জিনস। বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে তোলা হয়। হাই প্রোফাইল এই মামলায় বহু মানুষ আদালত চত্বরে ভিড় করেন। নিহত অনুপমের পক্ষে প্ল্যাকার্ড নিয়ে আদালত চত্বরে মনুয়া-অজিতের শাস্তির দাবি ওঠে। এজলাস থেকে বেরোনোর সময় মনুয়াকে উদ্দেশ্য করে মহিলারা 'মার মার' বলে চিৎকার করতে থাকেন। যদিও বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। Body:অনুপম হত্যা মামলার রায়দান পিছোলো, ২৫ জুলাই রায়দান হতে পারে।

বারাসতঃ পিছিয়ে গেল অনুপম হত্যা মামলার রায়দান। বিচারক বৈষ্ণব সরকার আগামী ২৫ জুলাই মামলার সম্ভাব্য দিন ঘোষণা করেছেন। মামলার সরকারি কৌঁসুলি শ্যামলকান্তি দত্ত বলেন, 'মামলার রায়দানের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বিচারক আজ রায় দেননি। আগামী ২৫ জুলাই তিনি রায় ঘোষণা করবেন।'

রাজ্যে সবচেয়ে বেশি আলোচিত পরকীয়া খুনের হাই প্রোফাইল মামলার আজ রায়দান ছিল। ২০১৭ সালের ২ মে খুন হন অনুপম সিংহ। গত ২৩ মাস ধরে বারাসত আদালতে মামলা চলছে। প্রথমে ২৭ জন ও পরে আরও চারজন অতিরিক্ত মিলিয়ে মোট ৩১ জন সাক্ষী দিয়েছেন। ৪৭৮ পাতার প্রথম চার্জশিটের সঙ্গে পরে সাপ্লিমেন্টারি চার্জশিট যুক্ত হয়। পাশাপাশি রয়েছে ফেরনসিক-সহ আরও কয়েকটি রিপোর্ট। সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু'হাজার পাতার রিপোর্ট তৈরি হয়েছে। সমস্ত রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে রায়দান প্রক্রিয়া শেষ হয়নি বলে সোমবার মামলার রায়দান হয়নি বলে জানা গিয়েছে। এদিন সওয়া ১১টা নাগাদ দমদম সেন্ট্রাল জেল থেকে নিহত অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার ও তার প্রেমিকা অজিত রায়কে বারাসত আদালতে আনাহয়। সাদা ছাপ দেওয়া সালোয়ার কামিজ পরে ওড়নায় মুখ ঢেকে আদালতে আসে। হাতে বিপদতাড়িনীর লাল সুতো বাঁধা। অজিতের পরনে ছিল ফুল শার্ট ও জিনস। বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে তোলা হয়। হাই প্রোফাইল এই মামলায় বহু মানুষ আদালত চত্বরে ভিড় করেন। নিহত অনুপমের পক্ষে প্ল্যাকার্ড নিয়ে আদালত চত্বরে মনুয়া-অজিতের শাস্তির দাবি ওঠে। এজলাস থেকে বেরোনোর সময় মনুয়াকে উদ্দেশ্য করে মহিলারা 'মার মার' বলে চিৎকার করতে থাকেন। যদিও বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। Conclusion:মামলার রায়দান পিছিয়ে যাওয়ায় অখুশি নিহত অনুপমের মা কল্পনা সিংহ ও বাবা জগদীশ সিংহ।
Last Updated : Jul 26, 2019, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.