বারাসত, 26 জুলাই : অনুপম হত্যা মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ৷ গতকাল মনুয়া ও তার প্রেমিককে দোষীসাব্যস্ত করে বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ আজ বিচারক বৈষ্ণব সরকার মনুয়া ও অজিতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ৷ সেইসঙ্গে 50 হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত ৷ অনাদায়ে একবছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷
গতকাল বিচারক বৈষ্ণব সরকারের এজলাসে সকাল সাড়ে 11টা নাগাদ মনুয়া ও তার প্রেমিক অজিতকে তোলা হয় ৷ অনুপম হত্যা মামলার তদন্ত চলাকালীন মোট 31 জন সাক্ষ্য দেন ৷ প্রথমে 27 জন ও পরে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় 478 পাতার চার্জশিট জমা পড়ে আদালতে ৷ সেইসঙ্গে ফরেনসিক রিপোর্টসহ বেশকিছু সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়ে ৷ সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু'হাজার পাতার রিপোর্ট বিচারপতি খতিয়ে দেখেই আজ দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন ৷ যদিও আদালতের রায়ে খুশি নন অনুপমের পরিবার ৷ আদালতের আজকের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের পরিজনরা ৷
এই সংক্রান্ত আরও খবর : মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে পথে সাধারণ মানুষ ; দেখুন ভিডিয়ো
অনুপম খুনের 26 মাস পরে এই মামলার রায় ঘোষণা হল আজ ৷ 2 মে 2017 সালে অনুপমকে খুন করে মনুয়া ও অজিত রায় ৷ খুনের 13 দিনের মাথায় পুলিশ বারাসত থেকে মনুয়া ও তার প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে ।
আরও পড়ুন : আজ অনুপম হত্যা মামলার রায়