ETV Bharat / state

শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক - Cheating

দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।

অভিযুক্ত
author img

By

Published : Sep 3, 2019, 7:35 PM IST

বনগাঁ, 3 সেপ্টেম্বর: শুল্ক দপ্তরের অফিসার সেজে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা । বনগাঁ থানার পুলিশের জালে প্রতারক সুমন সাধু৷ তাঁর বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে জামিনে মুক্ত ছিল সুমন ।

দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ৷ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

বনগাঁ, 3 সেপ্টেম্বর: শুল্ক দপ্তরের অফিসার সেজে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা । বনগাঁ থানার পুলিশের জালে প্রতারক সুমন সাধু৷ তাঁর বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে জামিনে মুক্ত ছিল সুমন ।

দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে আদালতের মুহুরির পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে । ওই ব্যক্তি সুমনকে 20 হাজার টাকা দেয় বলে অভিযোগ ৷ টাকা নিয়ে সে গা ঢাকা দিয়েছিল ।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ ৷ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Intro:কাস্টম ও মুহুরি অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক।

বনগাঁঃ কখনও কাসেং অফিসার কখনও শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা। থানায় অভিযোগ দায়েরের পর প্রতারককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুমন সাধু৷ বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে একবার গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে সে জামিনে মুক্ত ছিল। দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে বনগাঁ আদালতের পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে। ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Body:কাস্টম ও মুহুরি অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক।

বনগাঁঃ কখনও কাসেং অফিসার কখনও শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা। থানায় অভিযোগ দায়েরের পর প্রতারককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুমন সাধু৷ বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে একবার গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে সে জামিনে মুক্ত ছিল। দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে বনগাঁ আদালতের পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে। ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Conclusion:কাস্টম ও মুহুরি অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক।

বনগাঁঃ কখনও কাসেং অফিসার কখনও শুল্ক দপ্তরের অফিসার পরিচয় দিয়ে কম দামে গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা। থানায় অভিযোগ দায়েরের পর প্রতারককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুমন সাধু৷ বাড়ি বনগাঁ থানার আমলাপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃত সুমন আগেও শুল্ক দফতরের আধিকারিক সেজে প্রতারণা করে একবার গ্রেফতার হয়েছিল৷ বর্তমানে সে জামিনে মুক্ত ছিল। দিন পনেরো আগে বনগাঁ মনিগ্রামের এক বাসিন্দার কাছে বনগাঁ আদালতের পরিচয় দিয়ে শুল্ক দপ্তরের আটক হওয়া গাড়ি কম দামে বিক্রির কথা বলে। ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ সোমবার রাতে মতিগঞ্জ এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.