হাবড়া, 4 জুলাই : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ৷ তার জন্য শ্বশুরকেই দায়ি করেছিল হাসান মণ্ডল ৷ আর সেই রাগ থেকেই গতরাতে ধারালো দা নিয়ে শ্বশুরবাড়িতে যায় সে ৷ তারপর শ্বশুর ইব্রাহিম মণ্ডলের উপর ওই দা দিয়ে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে সে ৷ একজন ইব্রাহিমকে বাঁচাতে গেলে তাঁকেও কোপাতে থাকে ৷ তারপর পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ফেলে ৷ পরে গণপিটুনিতে মৃত্যু হয় হাসানের ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার হাবড়া থানা এলাকার সোনাকেনিয়া গ্রামের ৷
হাসান মণ্ডলের (32) দেহটি রাতেই উদ্ধার করে পুলিশ ৷ তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ হাসানের পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷
দু'বছর আগে পৃথিবা পঞ্চায়েতের কুলতলার বাসিন্দা হাসানের সঙ্গে বিয়ে হয়েছিল সোনাকেনিয়ার বাসিন্দা রুবিনা খাতুনের ৷ হাবরার মারাকপুরে তার একটি মোবাইল দোকান রয়েছে ৷ স্থানীয়রা জানান, হাসানের মদ ও লটারির নেশা ছিল ৷ আর এই কারণে প্রায়ই শ্বশুর ইব্রাহিম মণ্ডলের কাছে টাকা নিত সে ৷ তা নিয়ে প্রায়ই গোলমাল হত ৷ পরিবারেও অশান্তি হত এই নিয়ে ৷ এর জেরেই বৃহস্পতিবার হাসান ও রুবিনার বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ কিন্তু, হাসানের সন্দেহ, তার বিবাহবিচ্ছেদের জন্য শ্বশুরের ভূমিকা রয়েছে ৷ আর তাই দা নিয়ে শ্বশুরবাড়িতে হামলা চালায় সে ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ধারালো দা নিয়ে শ্বশুরবাড়িতে যায় হাসান ৷ ইব্রাহিম বাড়ির বারান্দায় ঘুমোচ্ছিলেন ৷ হাসান ওই অবস্থায় ইব্রাহিমের ঘাড়ে, পিঠে ও হাতে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে ৷ তাঁর চিৎকারে ছুটে আসেন ইব্রাহিমের বৃদ্ধ বাবা সিরাজুল মণ্ডল ৷ ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনিও ৷ স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ সেই সময় পালানোর চেষ্টা করে হাসান ৷ কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলেন ৷ শুরু হয় গণপিটুনি ৷ তারপরই মৃত্যু হয় তার ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে হাসানের মৃতদেহটি উদ্ধার করে ৷
হাবড়া থানার IC গৌতম মিত্র জানান, "বিবাহবিচ্ছেদের আক্রোশ থেকেই হাসান তার শ্বশুর ও আর এক আত্মীয়কে কুপিয়েছে ৷ হাসান আগেও অপরাধমূলক কাজের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ৷ তাকে যারা পিটিয়ে মেরেছে, তাদের বিরুদ্ধেও একটি খুনের মামলা রুজু হয়েছে ৷"