ETV Bharat / state

বরানগরে যুবককে মারধর ব্যাঙ্ককর্মীদের, অভিযোগ নিল না পুলিশ - বরানগরের খবর

বরানগরের ব্যাঙ্কের ভেতরে রাজারহাটের যুবককে মারধরের অভিযোগ উঠল ব্যাঙ্কের কর্মীদের বিরুদ্ধে ৷ পুলিশ নাকি সেই অভিযোগ নিতে চায়নি ৷

man-beaten-inside-a-bank-by-the-employees-at-baranagar
বরানগরের ব্যাঙ্কের ভেতরে যুবককে মারধর কর্মীদের, অভিযোগ নিল না পুলিশ
author img

By

Published : Jun 3, 2021, 7:39 PM IST

বরানগর, 3 জুন : এক মাসের ইএমআই 2 বার কেন কাটা হল জানতে ব্যাঙ্কে গেলে গ্রাহককে মারধর করার অভিযোগ উঠল বরানগরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বিরুদ্ধে । রাজারহাট নারায়ণপুর এলাকার গাঁতি এলাকার বাসিন্দা বিপুল সাহুকে গতকাল ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, আজ নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । অগত্যা ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং সাইবার ক্রাইমের ই-মেইল আইডিতে অভিযোগ জানান আক্রান্ত ব্যক্তি ।

জানা গিয়েছে, বিপুল সাহু ইএমআইতে গতবছর একটি বাইক কিনেছিলেন । গত বছরের একটি ইএমআই দিতে পারেননি তিনি । তারপর এক মাসে দুটি ইএমআই-এর টাকা কেটে নেওয়া হয় । ইএমআই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সময় দেখা যায়, অতিরিক্ত এক মাসের ইএমআই কাটা হয়েছে । কেন এটা করা হল তা জানতে, বারবার ব্যাংকের শাখায় ফোন করেছেন তিনি । সদুত্তর মেলেনি । গতকাল ইএমআই অ্যাকাউন্ট বন্ধ করতে তিনি ব্যাংকে হাজির হন ।

এক মাসের ইএমআই-এর টাকা কেন অতিরিক্ত কেটে নেওয়া হল, তা জানার চেষ্টা করতে গেলে ব্যাঙ্কের কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে বলে অভিযোগ । আরও অভিযোগ, ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার তাঁকে কোনও সহযোগিতা করেননি । পাল্টা তাঁকে হুমকি দেওয়া হয় ব্যাঙ্কের ভেতরে । তিনি প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করেন ব্যাঙ্কের কর্মীরা । বাউন্সার ডেকে এনে মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: কর্মীদের টিকা দেওয়ার শর্তে 3 ঘণ্টা হোটেল-রেস্তরাঁ খোলায় ছাড় রাজ্যের

আক্রান্ত যুবক

এরপর আক্রান্ত বিপুল বরানগর থানায় গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । তিনি নিজে যে থানা এলাকার বাসিন্দা, সেই নারায়ণপুর থানায় গেলে সেখানেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

বরানগর, 3 জুন : এক মাসের ইএমআই 2 বার কেন কাটা হল জানতে ব্যাঙ্কে গেলে গ্রাহককে মারধর করার অভিযোগ উঠল বরানগরের একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের বিরুদ্ধে । রাজারহাট নারায়ণপুর এলাকার গাঁতি এলাকার বাসিন্দা বিপুল সাহুকে গতকাল ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । আরও অভিযোগ, আজ নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । অগত্যা ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং সাইবার ক্রাইমের ই-মেইল আইডিতে অভিযোগ জানান আক্রান্ত ব্যক্তি ।

জানা গিয়েছে, বিপুল সাহু ইএমআইতে গতবছর একটি বাইক কিনেছিলেন । গত বছরের একটি ইএমআই দিতে পারেননি তিনি । তারপর এক মাসে দুটি ইএমআই-এর টাকা কেটে নেওয়া হয় । ইএমআই অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সময় দেখা যায়, অতিরিক্ত এক মাসের ইএমআই কাটা হয়েছে । কেন এটা করা হল তা জানতে, বারবার ব্যাংকের শাখায় ফোন করেছেন তিনি । সদুত্তর মেলেনি । গতকাল ইএমআই অ্যাকাউন্ট বন্ধ করতে তিনি ব্যাংকে হাজির হন ।

এক মাসের ইএমআই-এর টাকা কেন অতিরিক্ত কেটে নেওয়া হল, তা জানার চেষ্টা করতে গেলে ব্যাঙ্কের কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে বলে অভিযোগ । আরও অভিযোগ, ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার তাঁকে কোনও সহযোগিতা করেননি । পাল্টা তাঁকে হুমকি দেওয়া হয় ব্যাঙ্কের ভেতরে । তিনি প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করেন ব্যাঙ্কের কর্মীরা । বাউন্সার ডেকে এনে মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: কর্মীদের টিকা দেওয়ার শর্তে 3 ঘণ্টা হোটেল-রেস্তরাঁ খোলায় ছাড় রাজ্যের

আক্রান্ত যুবক

এরপর আক্রান্ত বিপুল বরানগর থানায় গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । তিনি নিজে যে থানা এলাকার বাসিন্দা, সেই নারায়ণপুর থানায় গেলে সেখানেও অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.