ETV Bharat / state

জ্যোতিপ্রিয় মূর্খ, মমতার বিরুদ্ধে রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ : অর্জুন - Mamata Banerjee

ভাটপাড়া পৌরসভা প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের পর অর্জুন সিং তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এক মূর্খ মন্ত্রীকে চেয়ারে বসিয়ে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে আর ওঁরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে । ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের ব্যাক টু প্যাভিলিয়ন হতে হয়েছে । ভাটপাড়া, ব্যারাকপুর-সহ সারা রাজ্যে 18 টা আসন তাঁরা ইতিমধ্যেই হারিয়েছে ।"

জ্যোতিপ্রিয় মূর্খ, মমতার বিরুদ্ধে রয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ : অর্জুন
author img

By

Published : Oct 17, 2019, 5:43 PM IST

Updated : Oct 17, 2019, 7:54 PM IST

ব্যারাকপুর, 17 অক্টোবর : উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মূর্খ বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ 0রয়েছে বলেও দাবি করেন তিনি ।

উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁর পর নৈহাটি পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । এবার তৃণমূলের পাখির চোখ ভাটপাড়া পৌরসভা । আজ একথাই স্পষ্ট করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি জানিয়েছিলেন ভাটপাড়া পৌরসভায় BJP-তে যাওয়া 21 জন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন । তাঁদের নিয়ে আগামী নভেম্বরই ভাটপাড়া পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে । ভাটপাড়া পৌরসভা তৃণমূল দখল করবে বলে দাবি করেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পর অর্জুন সিং তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক মূর্খ মন্ত্রীকে চেয়ারে বসিয়ে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে আর ওঁরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে । ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের ব্যাক টু প্যাভিলিয়ন হতে হয়েছে । ভাটপাড়া, ব্যারাকপুর-সহ সারা রাজ্যে 18 টা আসন ইতিমধ্যেই হারিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশে অর্জুন সিং বলেন, তাঁর কোনও লজ্জা নেই । জ্যোতিপ্রিয় নিজের আসনেই বিগত লোকসভা নির্বাচনে 27 হাজার ভোটে হেরেছেন বলেও কটাক্ষ করেন BJP সাংসদ । খাদ্যমন্ত্রীর দাবি 21 জন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে । জ্যোতিপ্রিয়র এই দাবিকেও নস্যাৎ করেছেন অর্জুনবাবু । সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলে দাবি করেন তিনি । অন্যদিকে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ভাটপাড়া পৌরসভার যে আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন সে ব্যাপারে অর্জুন সিং বলেন, "ভাটপাড়াতে কোনও আর্থিক দুর্নীতি হয়নি । 2015, 2016, 2017, 2018 সালে অডিট হয়েছে । তাতে কোনও দুর্নীতি ছিল না । কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে । সুতরাং এসব অভিযোগ তুলে কোনও লাভ নেই । সাধারণ মানুষ সঠিক সময়ে তাঁদের সঠিক জবাব দেবেন ।"

ব্যারাকপুর, 17 অক্টোবর : উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মূর্খ বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ 0রয়েছে বলেও দাবি করেন তিনি ।

উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁর পর নৈহাটি পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । এবার তৃণমূলের পাখির চোখ ভাটপাড়া পৌরসভা । আজ একথাই স্পষ্ট করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি জানিয়েছিলেন ভাটপাড়া পৌরসভায় BJP-তে যাওয়া 21 জন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন । তাঁদের নিয়ে আগামী নভেম্বরই ভাটপাড়া পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে । ভাটপাড়া পৌরসভা তৃণমূল দখল করবে বলে দাবি করেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পর অর্জুন সিং তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক মূর্খ মন্ত্রীকে চেয়ারে বসিয়ে দিয়েছেন । ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে আর ওঁরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে । ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রদের ব্যাক টু প্যাভিলিয়ন হতে হয়েছে । ভাটপাড়া, ব্যারাকপুর-সহ সারা রাজ্যে 18 টা আসন ইতিমধ্যেই হারিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশে অর্জুন সিং বলেন, তাঁর কোনও লজ্জা নেই । জ্যোতিপ্রিয় নিজের আসনেই বিগত লোকসভা নির্বাচনে 27 হাজার ভোটে হেরেছেন বলেও কটাক্ষ করেন BJP সাংসদ । খাদ্যমন্ত্রীর দাবি 21 জন কাউন্সিলর তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে । জ্যোতিপ্রিয়র এই দাবিকেও নস্যাৎ করেছেন অর্জুনবাবু । সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলে দাবি করেন তিনি । অন্যদিকে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ভাটপাড়া পৌরসভার যে আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন সে ব্যাপারে অর্জুন সিং বলেন, "ভাটপাড়াতে কোনও আর্থিক দুর্নীতি হয়নি । 2015, 2016, 2017, 2018 সালে অডিট হয়েছে । তাতে কোনও দুর্নীতি ছিল না । কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে । সুতরাং এসব অভিযোগ তুলে কোনও লাভ নেই । সাধারণ মানুষ সঠিক সময়ে তাঁদের সঠিক জবাব দেবেন ।"

Intro:Body:উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে মূর্খ বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি.....


উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁর পর এবার নৈহাটি পৌরসভা পুনর্দখল করে যথেষ্টই আত্মবিশ্বাসী তৃণমূলের পাখির চোখ এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিং এর গড় ভাটপাড়া পৌরসভা।আজ একথাই স্পষ্ট করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছিলেন ভাটপাড়া পৌরসভা বিজেপিতে যাওয়া 21 জন কাউন্সিলর ইতিমধ্যেই তৃণমূলের সাথে যোগাযোগ করেছে সেই সমস্ত কাউন্সিলরদের নিয়ে আগামী নভেম্বর মাসেই ভাটপাড়া পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ভাবে এর পরেই এই ভাটপাড়া পৌরসভা তৃণমূল করবে বলে দাবি করেছিলেন উত্তর 24 পরগনার তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা এই ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান কড়া ভাষায় আক্রমণ করেন জ্যোতিপ্রিয় মল্লিক কে। তিনি বলেন মমতা ব্যানার্জির সরকারে এমন এক মূর্খ মন্ত্রী কে চেয়ারে বসিয়ে দিয়েছেন। যেখানে ভারতীয় জনতা পার্টি রাজ্য দখল করতে যাচ্ছে সেখানে ওরা ভাটপাড়া পৌরসভা নিয়ে ভাবছে। এই ভাটপাড়া দখল করতে গিয়ে মমতা ব্যানার্জি, মদন মিত্র তার সঙ্গে সমস্ত পুলিশ প্রশাসন মাফিয়া মস্তান লাগিয়ে ভাটপাড়া থেকে ব্যাক টু পাভিলিয়ন হতে হয়েছে। ভাটপাড়া, ব্যারাকপুর সহ সারারাজ্যে আঠারোটা আসন তারা ইতিমধ্যেই হারিয়েছে।আগামী দিনেও এই রকমই হবে তৃণমূলের। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে অর্জুন সিং বলেন তার কোনো লজ্জা নেই। যেখানে নিজের আসনেই বিগত লোকসভা নির্বাচনে 27 হাজার ভোটে হেরেছে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে বড় বড় কথা বলেন। জ্যোতিপ্রিয়র দাবি 21 জন কাউন্সিলর তাদের সাথে যোগাযোগ করছে। 21 জন কেন 42 জনও তাদের সাথে নেই। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলে দাবি করেন অর্জুন বাব। অন্যদিকে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিক ভাটপাড়া পৌরসভার যে আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন সে ব্যাপারে অর্জুন সিং বলেন ভাটপাড়া তে কোনো আর্থিক দুর্নীতি হয়নি। 2015, 2016,2017, 2018 সালে অডিট হয়েছে। তাতে কোন দূর্নীতি ছিল না। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা ব্যানার্জির নামে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সুতরাং এসব অভিযোগ তুলে কোন লাভ নেই। সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক জবাব দিয়ে দেবে এদের।Conclusion:
Last Updated : Oct 17, 2019, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.