ETV Bharat / state

নিমতায় মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাবেন মমতা - kill

তৃণমূল কর্মী নির্মল কুণ্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কাল নিমতা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল বিকেলে তাঁর বাড়িতে যাবেন তিনি ।

মমতা
author img

By

Published : Jun 5, 2019, 4:26 PM IST

Updated : Jun 5, 2019, 8:16 PM IST

কলকাতা, 5 জুন : লোকসভা নির্বাচনে দলের ফল খারাপ হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার দলকে সময় দেবেন । সেটা শুধু কথার কথাতেই না রেখে, কাজেও করে দেখাতে চাইছেন তিনি । গতকাল নিমতায় খুন হয়েছেন তৃণমূল কর্মী নির্মল কুণ্ডু । আগামীকাল বিকেলে তাঁর বাড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের কাজ শেষ করেই তাঁর নিমতা যাওয়ার কথা ।

সাধারণত দলীয় কোনও কর্মী খুন হলে তাঁর বাড়িতে যেতেন সংশ্লিষ্ট জেলা সভাপতি, সংশ্লিষ্ট জেলার মন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়রা । তবে, দলীয় কর্মী খুনের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া সাম্প্রতিক সময়ে দেখেনি দল । সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিমতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন নির্মলবাবু । দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপর গুলি চালায় । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলি তাঁর কপালে লাগে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এই সংক্রান্ত খবর : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় আটক দলের প্রাক্তন কর্মী

কলকাতা, 5 জুন : লোকসভা নির্বাচনে দলের ফল খারাপ হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবার দলকে সময় দেবেন । সেটা শুধু কথার কথাতেই না রেখে, কাজেও করে দেখাতে চাইছেন তিনি । গতকাল নিমতায় খুন হয়েছেন তৃণমূল কর্মী নির্মল কুণ্ডু । আগামীকাল বিকেলে তাঁর বাড়িতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের কাজ শেষ করেই তাঁর নিমতা যাওয়ার কথা ।

সাধারণত দলীয় কোনও কর্মী খুন হলে তাঁর বাড়িতে যেতেন সংশ্লিষ্ট জেলা সভাপতি, সংশ্লিষ্ট জেলার মন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়রা । তবে, দলীয় কর্মী খুনের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া সাম্প্রতিক সময়ে দেখেনি দল । সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিমতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন নির্মলবাবু । দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁর উপর গুলি চালায় । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলি তাঁর কপালে লাগে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এই সংক্রান্ত খবর : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় আটক দলের প্রাক্তন কর্মী

sample description
Last Updated : Jun 5, 2019, 8:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.