ETV Bharat / state

Mamata Banerjee: সামসেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি - শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সামসেরনগরে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ সেই অনুষ্ঠানে বিতরণের জন্য শীতবস্ত্র না পৌঁছানোয় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee warns of strict action after winter wear reaches late for distribution in North 24 Parganas
Mamata Banerjee: সামশেরনগরে বিতরণের শীতবস্ত্র মঞ্চে না পৌঁছানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
author img

By

Published : Nov 29, 2022, 1:39 PM IST

Updated : Nov 29, 2022, 2:21 PM IST

সামশেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরে ৷ মঙ্গলবার এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বক্তব্য রাখতে গিয়ে আবার বসে পড়েন নিজের আসনে ৷ কয়েক হাজার শীতবস্ত্র মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে বিলি করার পাঠিয়েছিলেন ৷ কিন্তু অনুষ্ঠান মঞ্চে তা না পৌঁছানোয় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র না এলে তিনি অপেক্ষা করবেন বলেও জানান ৷ তিনি বলেন, ‘‘যতক্ষণ শীতবস্ত্র না আসবে আপনারা বসুন, আমিও বসলাম ৷’’

প্রশাসন সূত্রে খবর, ওই এলাকার মানুষের জন্য 15 হাজার শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তা তিনি জেলাশাসকের মাধ্যমে পাঠান ৷ জেলাশাসক সেগুলিকে সংশ্লিষ্ট বিডিও অফিসে পাঠিয়ে দেন ৷ কিন্তু সেখান থেকে অনুষ্ঠান মঞ্চে আর পাঠানো হয়নি ওই শীতবস্ত্র ৷ আর সেই নিয়েই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ কেন তা পাঠানো হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি ৷

মমতা বলেন, ‘‘এই ধরনের ব্যবহার আমি আশা করিনি ৷ আমি এই শীতবস্ত্রগুলি এনেছিলাম পুজোর উপহার হিসেবে ৷ সেগুলিকে এই মঞ্চ থেকেই দেওয়া উচিত ছিল ৷ সেগুলি কেন বিডিও অফিসে পাঠানো হল ?’’ এর পর উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা বসুন, আমিও বসলাম ৷ যতক্ষণ না পর্যন্ত ওই শীতবস্ত্রগুলি এখানে না নিয়ে আসা হচ্ছে ৷ আমি এখানে বসে থাকব ৷’’

এই বলেই মঞ্চে বসে পড়েন তিনি৷ ততক্ষণে প্রশাসনিক তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ওই শীতবস্ত্রগুলি মঞ্চে নিয়ে আসার জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রীকে এভাবে দেখে খুশি সাধারণ মানুষ ৷ চিৎকার করে, হাততালি দিয়ে তাঁরা সেই খুশি সভাস্থল থেকেই প্রকাশ করেন ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহুক্ষেত্রে দেখা যায় সরকারের কাজের জন্য আমাকে গালমন্দ শুনতে হয় ৷ আমি যেহেতু আপনাদের জন্য এনেছি, তাহলে কেন এমন হবে ?’’ একই সঙ্গে তিনি যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ৷ বিডিও এবং জেলাশাসকের উপর ক্ষোভও প্রকাশ করেন তিনি ৷

পরে অবশ্য একহাজার শীতবস্ত্র মঞ্চে নিয়ে আসা হয় ৷ মুখ্যমন্ত্রী সেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেন ৷ পাশাপাশি জানান, বাকি শীতবস্ত্রগুলি আগামিকাল, বুধবার দেওয়া হবে ৷ সেই জন্য শিবির করা হবে ৷ সেই শিবির থেকেই শীতবস্ত্র সংগ্রহ করতে বলে তিনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর চমক ! আজই নতুন 2 জেলার ঘোষণা ?

সামশেরনগর (উত্তর 24 পরগনা), 29 নভেম্বর: নজিরবিহীন ঘটনা ঘটল উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জের সামসেরনগরে ৷ মঙ্গলবার এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বক্তব্য রাখতে গিয়ে আবার বসে পড়েন নিজের আসনে ৷ কয়েক হাজার শীতবস্ত্র মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মধ্যে বিলি করার পাঠিয়েছিলেন ৷ কিন্তু অনুষ্ঠান মঞ্চে তা না পৌঁছানোয় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ শীতবস্ত্র না এলে তিনি অপেক্ষা করবেন বলেও জানান ৷ তিনি বলেন, ‘‘যতক্ষণ শীতবস্ত্র না আসবে আপনারা বসুন, আমিও বসলাম ৷’’

প্রশাসন সূত্রে খবর, ওই এলাকার মানুষের জন্য 15 হাজার শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তা তিনি জেলাশাসকের মাধ্যমে পাঠান ৷ জেলাশাসক সেগুলিকে সংশ্লিষ্ট বিডিও অফিসে পাঠিয়ে দেন ৷ কিন্তু সেখান থেকে অনুষ্ঠান মঞ্চে আর পাঠানো হয়নি ওই শীতবস্ত্র ৷ আর সেই নিয়েই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী ৷ কেন তা পাঠানো হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি ৷

মমতা বলেন, ‘‘এই ধরনের ব্যবহার আমি আশা করিনি ৷ আমি এই শীতবস্ত্রগুলি এনেছিলাম পুজোর উপহার হিসেবে ৷ সেগুলিকে এই মঞ্চ থেকেই দেওয়া উচিত ছিল ৷ সেগুলি কেন বিডিও অফিসে পাঠানো হল ?’’ এর পর উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা বসুন, আমিও বসলাম ৷ যতক্ষণ না পর্যন্ত ওই শীতবস্ত্রগুলি এখানে না নিয়ে আসা হচ্ছে ৷ আমি এখানে বসে থাকব ৷’’

এই বলেই মঞ্চে বসে পড়েন তিনি৷ ততক্ষণে প্রশাসনিক তরফে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ওই শীতবস্ত্রগুলি মঞ্চে নিয়ে আসার জন্য ৷ কিন্তু মুখ্যমন্ত্রীকে এভাবে দেখে খুশি সাধারণ মানুষ ৷ চিৎকার করে, হাততালি দিয়ে তাঁরা সেই খুশি সভাস্থল থেকেই প্রকাশ করেন ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহুক্ষেত্রে দেখা যায় সরকারের কাজের জন্য আমাকে গালমন্দ শুনতে হয় ৷ আমি যেহেতু আপনাদের জন্য এনেছি, তাহলে কেন এমন হবে ?’’ একই সঙ্গে তিনি যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ৷ বিডিও এবং জেলাশাসকের উপর ক্ষোভও প্রকাশ করেন তিনি ৷

পরে অবশ্য একহাজার শীতবস্ত্র মঞ্চে নিয়ে আসা হয় ৷ মুখ্যমন্ত্রী সেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেন ৷ পাশাপাশি জানান, বাকি শীতবস্ত্রগুলি আগামিকাল, বুধবার দেওয়া হবে ৷ সেই জন্য শিবির করা হবে ৷ সেই শিবির থেকেই শীতবস্ত্র সংগ্রহ করতে বলে তিনি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর চমক ! আজই নতুন 2 জেলার ঘোষণা ?

Last Updated : Nov 29, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.