ETV Bharat / state

Mamata Banerjee: ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা - বিজেপি

বুধবার উত্তর 24 পরগনার (North 24 Parganas) পারহাসনাবাদের খাঁপুরে একটি বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ওই বাড়ির বাসিন্দা নমিতা মণ্ডলের বাড়িতে ভাত চেয়ে খান তিনি ৷

Mamata Banerjee takes lunch with local village family in Khapur Hasnabad
Mamata Banerjee: ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা
author img

By

Published : Nov 30, 2022, 5:07 PM IST

Updated : Nov 30, 2022, 5:55 PM IST

খাঁপুর (সুন্দরবন), 30 নভেম্বর: জেলা সফরে বেরিয়ে জনসংযোগের কাজ সেরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বুধবার দুপুরে উত্তর 24 পরগনার (North 24 Parganas) পারহাসনাবাদের খাঁপুরে একটি বাড়িতে গিয়ে ভাত খেলেন তিনি ৷ নমিতা মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মুখ্যমন্ত্রী ভাত খেয়েছেন ৷

মঙ্গলবার উত্তর 24 পরগনার হাসনাবাদের (Hasnabad) এই অংশে যান মুখ্যমন্ত্রী ৷ ওইদিন সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ শীতবস্ত্রও বিলি করেন একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে ৷ বুধবার সকালে তিনি বেরিয়ে পড়েন স্থানীয় এলাকা পরিদর্শনে ৷

বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান পারহাসনাবাদের খাঁপুরে ৷ একেবারে প্রত্যন্ত এলাকা ৷ মুখ্যমন্ত্রী তো দূরঅস্ত, এখানে কোনও মন্ত্রীও আসেননি আজ পর্যন্ত ৷ ফলে হাতের কাছে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে পেয়ে অনেকেই এগিয়ে আসেন নিজেদের সমস্যার কথা জানাতে ৷ কেউ জলের দাবি জানান, তো কেউ বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্যের দাবি করেন ৷

স্থানীয় মানুষের এই অভাব অভিযোগের কথা শুনতে শুনতে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছান নমিতা মণ্ডলের বাড়িতে ৷ একসময় তামিলনাড়ুতে কাজ করে আসা নমিতার বাড়ির উঠোনে তখন শীতলপাটি বোনার কাজ চলছে ৷ কীভাবে সেই কাজ হচ্ছে, তা দেখে নিয়ে নিজেই চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷

ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা

এর পর নমিতা মণ্ডলের কাছে মুখ্যমন্ত্রী ভাত খেতে চান ৷ তার পর নমিতা তাঁর জন্য ভাত, কচুর তরকারি, ট্যাংরা মাছের তরকারি, রূপচাঁদা মাছের তরকারি নিয়ে আসেন ৷ সকলের সামনে বসেই খান মুখ্যমন্ত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও জেলা সফরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এভাবে মিশে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ তবে এভাবে কারও বাড়িতে গিয়ে ভাত চেয়ে খাওয়ার ঘটনা প্রথমবার ঘটল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পঞ্চায়েত ভোটের আগে এটা মমতার রাজনৈতিক কৌশল ৷ বিজেপি (BJP) নেতাদের প্রায়ই সাধারণ মানুষের বাড়িতে খেতে দেখা যায় ৷ সম্প্রতি জেলা সফরে গিয়ে বিভিন্ন বিজেপি নেতার বাড়িতে খেয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তবে সেক্ষেত্রে আগে থেকেই ঠিক থাকে কার বাড়িতে হবে খাওয়াদাওয়া ৷ কিন্তু এক্ষেত্রে আগে থেকে ঠিক না করে হঠাৎ মমতা সাধারণ নাগরিকের বাড়িতে ভাত খেয়ে দেখালেন যে এই মধ্যাহ্নভোজনের মধ্যে কোনও রাজনীতি নেই ৷

আরও পড়ুন: সড়ক ছেড়ে আচমকা লঞ্চে, ইছামতী উজিয়ে টাকি থেকে খাঁপুরে মমতা

খাঁপুর (সুন্দরবন), 30 নভেম্বর: জেলা সফরে বেরিয়ে জনসংযোগের কাজ সেরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বুধবার দুপুরে উত্তর 24 পরগনার (North 24 Parganas) পারহাসনাবাদের খাঁপুরে একটি বাড়িতে গিয়ে ভাত খেলেন তিনি ৷ নমিতা মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মুখ্যমন্ত্রী ভাত খেয়েছেন ৷

মঙ্গলবার উত্তর 24 পরগনার হাসনাবাদের (Hasnabad) এই অংশে যান মুখ্যমন্ত্রী ৷ ওইদিন সরকারি কর্মসূচিতে অংশ নেন ৷ শীতবস্ত্রও বিলি করেন একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে ৷ বুধবার সকালে তিনি বেরিয়ে পড়েন স্থানীয় এলাকা পরিদর্শনে ৷

বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে তিনি পৌঁছে যান পারহাসনাবাদের খাঁপুরে ৷ একেবারে প্রত্যন্ত এলাকা ৷ মুখ্যমন্ত্রী তো দূরঅস্ত, এখানে কোনও মন্ত্রীও আসেননি আজ পর্যন্ত ৷ ফলে হাতের কাছে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে পেয়ে অনেকেই এগিয়ে আসেন নিজেদের সমস্যার কথা জানাতে ৷ কেউ জলের দাবি জানান, তো কেউ বাড়ি তৈরির জন্য সরকারি সাহায্যের দাবি করেন ৷

স্থানীয় মানুষের এই অভাব অভিযোগের কথা শুনতে শুনতে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছান নমিতা মণ্ডলের বাড়িতে ৷ একসময় তামিলনাড়ুতে কাজ করে আসা নমিতার বাড়ির উঠোনে তখন শীতলপাটি বোনার কাজ চলছে ৷ কীভাবে সেই কাজ হচ্ছে, তা দেখে নিয়ে নিজেই চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ৷

ভাত চেয়ে খেলেন মমতা, আপ্লুত খাঁপুরের নমিতা

এর পর নমিতা মণ্ডলের কাছে মুখ্যমন্ত্রী ভাত খেতে চান ৷ তার পর নমিতা তাঁর জন্য ভাত, কচুর তরকারি, ট্যাংরা মাছের তরকারি, রূপচাঁদা মাছের তরকারি নিয়ে আসেন ৷ সকলের সামনে বসেই খান মুখ্যমন্ত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও জেলা সফরে গিয়ে সাধারণ মানুষের মধ্যে এভাবে মিশে যেতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ তবে এভাবে কারও বাড়িতে গিয়ে ভাত চেয়ে খাওয়ার ঘটনা প্রথমবার ঘটল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পঞ্চায়েত ভোটের আগে এটা মমতার রাজনৈতিক কৌশল ৷ বিজেপি (BJP) নেতাদের প্রায়ই সাধারণ মানুষের বাড়িতে খেতে দেখা যায় ৷ সম্প্রতি জেলা সফরে গিয়ে বিভিন্ন বিজেপি নেতার বাড়িতে খেয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তবে সেক্ষেত্রে আগে থেকেই ঠিক থাকে কার বাড়িতে হবে খাওয়াদাওয়া ৷ কিন্তু এক্ষেত্রে আগে থেকে ঠিক না করে হঠাৎ মমতা সাধারণ নাগরিকের বাড়িতে ভাত খেয়ে দেখালেন যে এই মধ্যাহ্নভোজনের মধ্যে কোনও রাজনীতি নেই ৷

আরও পড়ুন: সড়ক ছেড়ে আচমকা লঞ্চে, ইছামতী উজিয়ে টাকি থেকে খাঁপুরে মমতা

Last Updated : Nov 30, 2022, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.