বারাসত, 3 অগাস্ট : তাঁর নাম মমতা ৷ অথচ দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বললেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ৷
গতকাল বারাসত সরমা হলের সামনে দলের কর্মসূচিতে যোগ দিতে আসেন মেনন ৷ দলীয় সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন ৷ সঙ্গে ছিলেন জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতা । সেখানে তিনি বলেন, রাজ্যের মানুষ এখন BJP-কে সমর্থন করছেন ৷ তার প্রতিফলন হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনে ৷ আর 2021 সালে তৃণমূলকে হটিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে BJP ৷ মেননের কথায়, "আমরা লোকসভায় 18টি আসন পেয়েছি । 1 হাজার 100 ভোটে একটি আসনে হেরেছি ৷ পাঁচটি লোকসভায় এক লাখের কম ভোটে হেরেছি ৷ তাও চার থেকে পাঁচ শতাংশ ভোট তৃণমূল গুন্ডামি করে নিয়েছে । আমাদের দলের লোকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ৷ তা সত্ত্বেও মানুষ ঝুলি ভরে BJP-কে ভোট দিয়েছেন ৷ এর একটাই কারণ, মানুষ দিদিকে চাইছেন না ৷ রাজ্যের পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে BJP-র পক্ষে অনুকূল । বিভিন্ন জায়গায় এখন একটাই চর্চা চলছে, রাজ্যে ক্ষমতায় আসছে BJP ৷ তৃণমূল যাচ্ছে ৷"
এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর
সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছে তৃণমূল ৷ তবে, তাতে কোনও লাভ হবে না মন্তব্য BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ৷ তাঁর কথায়, "দিদি বলছেন, দিদিকে বলো ৷ তাঁকে কি বলব ? তিনি শুনতে পাচ্ছেন না ৷ দিদিকে এখন একটাই কাজ করতে হবে ৷ দিদি ছাড়ো ৷ দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাক বিল নিয়ে সংসদের উভয় কক্ষেই বিরোধিতা করেছে তৃণমূল ৷" এনিয়ে মমতাকে কটাক্ষ করে মেনন বলেন, "একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ আর তিনিই মহিলাদের বিরুদ্ধে ৷ তাঁর দল সংসদে তাৎক্ষণিক তিন তালাক বিলের বিরোধিতা করেছে ৷"
এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল
উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা এবং অভিযুক্ত BJP বিধায়ককে নিয়ে প্রশ্নের উত্তরে মেনন বলেন, "এই বিষয়ে দল ইতিমধ্যে বক্তব্য পেশ করেছে । অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । তিনি এখন দলের কেউ নন । CBI-র হাতে তদন্ত গেছে । এক সপ্তাহের মধ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে ৷ বিষয়টি এখানেই শেষ ৷" প্রসঙ্গত, রবিবার (28 জুলাই) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা ৷ গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷ অভিযোগকারিণীর মা এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানান । অভিযোগ, জেলে থাকলেও সেখানে থেকেই নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিলেন বিধায়ক ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার (31 জুলাই) গাড়ি দুর্ঘটনার তদন্তভার CBI-র হাতে তুলে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার (1 অগাস্ট) অভিযুক্ত বিধায়ককে বহিষ্কার করে BJP ৷
এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে সরল উন্নাও মামলা, 7 দিনে দুর্ঘটনার তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের