ETV Bharat / state

দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে : অরবিন্দ মেনন

author img

By

Published : Aug 3, 2019, 4:50 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায় নাম হলেও দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ বললেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ৷

অরবিন্দ মেনন

বারাসত, 3 অগাস্ট : তাঁর নাম মমতা ৷ অথচ দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বললেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ৷

গতকাল বারাসত সরমা হলের সামনে দলের কর্মসূচিতে যোগ দিতে আসেন মেনন ৷ দলীয় সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন ৷ সঙ্গে ছিলেন জেলা ও রাজ‍্য স্তরের একাধিক নেতা । সেখানে তিনি বলেন, রাজ্যের মানুষ এখন BJP-কে সমর্থন করছেন ৷ তার প্রতিফলন হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনে ৷ আর 2021 সালে তৃণমূলকে হটিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে BJP ৷ মেননের কথায়, "আমরা লোকসভায় 18টি আসন পেয়েছি । 1 হাজার 100 ভোটে একটি আসনে হেরেছি ৷ পাঁচটি লোকসভায় এক লাখের কম ভোটে হেরেছি ৷ তাও চার থেকে পাঁচ শতাংশ ভোট তৃণমূল গুন্ডামি করে নিয়েছে । আমাদের দলের লোকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ৷ তা সত্ত্বেও মানুষ ঝুলি ভরে BJP-কে ভোট দিয়েছেন ৷ এর একটাই কারণ, মানুষ দিদিকে চাইছেন না ৷ রাজ্যের পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে BJP-র পক্ষে অনুকূল । বিভিন্ন জায়গায় এখন একটাই চর্চা চলছে, রাজ্যে ক্ষমতায় আসছে BJP ৷ তৃণমূল যাচ্ছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর

সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছে তৃণমূল ৷ তবে, তাতে কোনও লাভ হবে না মন্তব্য BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ৷ তাঁর কথায়, "দিদি বলছেন, দিদিকে বলো ৷ তাঁকে কি বলব ? তিনি শুনতে পাচ্ছেন না ৷ দিদিকে এখন একটাই কাজ করতে হবে ৷ দিদি ছাড়ো ৷ দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাক বিল নিয়ে সংসদের উভয় কক্ষেই বিরোধিতা করেছে তৃণমূল ৷" এনিয়ে মমতাকে কটাক্ষ করে মেনন বলেন, "একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ আর তিনিই মহিলাদের বিরুদ্ধে ৷ তাঁর দল সংসদে তাৎক্ষণিক তিন তালাক বিলের বিরোধিতা করেছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা এবং অভিযুক্ত BJP বিধায়ককে নিয়ে প্রশ্নের উত্তরে মেনন বলেন, "এই বিষয়ে দল ইতিমধ্যে বক্তব্য পেশ করেছে । অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । তিনি এখন দলের কেউ নন । CBI-র হাতে তদন্ত গেছে । এক সপ্তাহের মধ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে ৷ বিষয়টি এখানেই শেষ ৷" প্রসঙ্গত, রবিবার (28 জুলাই) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা ৷ গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷ অভিযোগকারিণীর মা এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানান । অভিযোগ, জেলে থাকলেও সেখানে থেকেই নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিলেন বিধায়ক ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার (31 জুলাই) গাড়ি দুর্ঘটনার তদন্তভার CBI-র হাতে তুলে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার (1 অগাস্ট) অভিযুক্ত বিধায়ককে বহিষ্কার করে BJP ৷

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে সরল উন্নাও মামলা, 7 দিনে দুর্ঘটনার তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

বারাসত, 3 অগাস্ট : তাঁর নাম মমতা ৷ অথচ দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বললেন BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন ৷

গতকাল বারাসত সরমা হলের সামনে দলের কর্মসূচিতে যোগ দিতে আসেন মেনন ৷ দলীয় সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন ৷ সঙ্গে ছিলেন জেলা ও রাজ‍্য স্তরের একাধিক নেতা । সেখানে তিনি বলেন, রাজ্যের মানুষ এখন BJP-কে সমর্থন করছেন ৷ তার প্রতিফলন হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচনে ৷ আর 2021 সালে তৃণমূলকে হটিয়ে এরাজ্যে ক্ষমতায় আসবে BJP ৷ মেননের কথায়, "আমরা লোকসভায় 18টি আসন পেয়েছি । 1 হাজার 100 ভোটে একটি আসনে হেরেছি ৷ পাঁচটি লোকসভায় এক লাখের কম ভোটে হেরেছি ৷ তাও চার থেকে পাঁচ শতাংশ ভোট তৃণমূল গুন্ডামি করে নিয়েছে । আমাদের দলের লোকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে ৷ তা সত্ত্বেও মানুষ ঝুলি ভরে BJP-কে ভোট দিয়েছেন ৷ এর একটাই কারণ, মানুষ দিদিকে চাইছেন না ৷ রাজ্যের পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে BJP-র পক্ষে অনুকূল । বিভিন্ন জায়গায় এখন একটাই চর্চা চলছে, রাজ্যে ক্ষমতায় আসছে BJP ৷ তৃণমূল যাচ্ছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : "দিদিকে বলো", চালু টোল ফ্রি নম্বর

সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য 'দিদিকে বলো' কর্মসূচি চালু করেছে তৃণমূল ৷ তবে, তাতে কোনও লাভ হবে না মন্তব্য BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ৷ তাঁর কথায়, "দিদি বলছেন, দিদিকে বলো ৷ তাঁকে কি বলব ? তিনি শুনতে পাচ্ছেন না ৷ দিদিকে এখন একটাই কাজ করতে হবে ৷ দিদি ছাড়ো ৷ দিদির মধ্যে মমতা ছাড়া সবকিছু রয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাক বিল নিয়ে সংসদের উভয় কক্ষেই বিরোধিতা করেছে তৃণমূল ৷" এনিয়ে মমতাকে কটাক্ষ করে মেনন বলেন, "একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ আর তিনিই মহিলাদের বিরুদ্ধে ৷ তাঁর দল সংসদে তাৎক্ষণিক তিন তালাক বিলের বিরোধিতা করেছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষিতার গাড়ি দুর্ঘটনা এবং অভিযুক্ত BJP বিধায়ককে নিয়ে প্রশ্নের উত্তরে মেনন বলেন, "এই বিষয়ে দল ইতিমধ্যে বক্তব্য পেশ করেছে । অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । তিনি এখন দলের কেউ নন । CBI-র হাতে তদন্ত গেছে । এক সপ্তাহের মধ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে ৷ বিষয়টি এখানেই শেষ ৷" প্রসঙ্গত, রবিবার (28 জুলাই) পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন উন্নাও গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা ৷ গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ৷ অভিযোগকারিণীর মা এই দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানান । অভিযোগ, জেলে থাকলেও সেখানে থেকেই নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছিলেন বিধায়ক ৷ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার (31 জুলাই) গাড়ি দুর্ঘটনার তদন্তভার CBI-র হাতে তুলে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার (1 অগাস্ট) অভিযুক্ত বিধায়ককে বহিষ্কার করে BJP ৷

এই সংক্রান্ত আরও খবর : দিল্লিতে সরল উন্নাও মামলা, 7 দিনে দুর্ঘটনার তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের

Intro:মমতা ছাড়া দিদি-র মধ্যে সব গুন‌ই আছে!"দিদিকে বলো" করে কিছু লাভ হবেনা। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বিজেপির পক্ষে।২০২১ সালে বিজেপি আসছে, তৃনমূল যাচ্ছে!বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অরবিন্দ মেনন।Body:রাজু বিশ্বাস,বারাসত:-"দিদিকে বলো", দিদিকে কি বলবে!দিদি শুনতে পারছেনা!দিদির এখন একটাই কাজ,দিদি ছাড়ো!"দিদিকে বলো" নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অরবিন্দ মেনন।আজ দুপুরে বারাসত সরমা হলের সামনে দলের একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপির এই কেন্দ্রীয় নেতা বলেন,"রাজ‍্যের এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে। বিভিন্ন জায়গায় এখন একটাই চর্চা চলছে,রাজ‍্যে বিজেপি ক্ষমতায় আসছে! তৃনমূল যাচ্ছে!লোকসভা নির্বাচনের উদাহরণ দিয়ে অরবিন্দ মেনন বলেন,"আমরা লোকসভায় ১৮ টি আসন পেয়েছি।এগারশো-র একটি আসনে হেরেছি!আট হাজারের একটি আসনে এগিয়ে!৫টি লোকসভায় এক লাখের কম ভোট পেয়ে হেরেছি!এর থেকেই পরিষ্কার, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বিজেপির পক্ষে"।লোকসভা নির্বাচনে কয়েকটি আসনে হারার কারন ব‍্যাখা করতে গিয়ে বিজেপির এই কেন্দ্রীয় নেতা তৃনমূলের সন্ত্রাসকেই দায়ি করেছেন। এবিষয়ে তিনি বলেন,"৪ থেকে ৫ শতাংশ ভোট তৃনমূল গুন্ডামি করে নিয়েছে। আমাদের দলের লোকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে!তা সত্বেও মানুষ ঝুলি ভরে বিজেপিকে ভোট দিয়েছে!এর একটাই কারন, মানুষ দিদিকে চাইছে না"! অরবিন্দ মেননের কথায়,"২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃনমূল যাচ্ছে, বিজেপি আসছে"!মমতা বাদ দিয়ে দিদির মধ্যে বাকি সব গুন রয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি!ইটের বদলে পাটকেল হবে কিনা, সেবিষয়ে প্রশ্ন করা হলে বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন বলেন,"নিশ্চয়!বিজেপি আসছে তৃনমূল যাচ্ছে।উন্নাও ধর্ষন কান্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,"এব‍্যাপারে দল ইতিমধ্যে বক্তব্য পেশ করেছে। অভিযুক্ত বিজেপি বিধায়ককে দল থেকে বহিস্কার করা হয়েছে।সে এখন দলের কেউ নন। সিবিআইয়ের হাতে তদন্ত গিয়েছে। একসপ্তাহের মধ্যে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে!বিষয়টি এখানেই শেষ!তিন তালাক বিল নিয়ে তৃনমূলের অবস্থানকে কটাক্ষ করে অরবিন্দ মেনন বলেন,"তিন তালাক বিলের বিরোধিতা করেছে তৃনমূল!দিদির এক মন্ত্রীর বক্তব্য ইতিমধ্যে সামনে এসেছে। সেখানে উনি তিন তালাকের বিরোধীতা করেছেন! দেশের কানুন ব্যবস্থা না মানার কথা বলেছেন।আবার আজকেই দিদির এক মহিলা সাংসদ পার্লামেন্টে এর পক্ষে বক্তব্য রেখেছেন।এরাজ‍্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা! তিনি মহিলাদের বিরুদ্ধে! আমাদের আনা বিলের বিরোধিতা করেছেন উনি(মুখ্যমন্ত্রী)!ন‍্যাশানাল মেডিকেল কমিশন বিল বিরোধীরা সমালোচনা করলেও একে গুরুত্ব দিতে নারাজ বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন,"এগুলো সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আপনাদের চিন্তা করতে হবেনা"। এদিকে, সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দেওয়ার পর ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বৃক্ষ রোপন করতেও দেখা যায় বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননকে।সেই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জী, সাধারন সম্পাদক তুহিন মন্ডল,রাজ‍্য নেতা বাপি মিত্র সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।Conclusion:দলীয় সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেওয়ার পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বৃক্ষ রোপন কমসূচিতেও যোগ দেন অরবিন্দ মেনন।তাঁর সঙ্গে ছিলেন জেলা ও রাজ‍্য স্তরের বিভিন্ন নেতারা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.