ETV Bharat / state

TMCs 21 July Rally: একুশে-সমাবেশে প্রথমবার মমতাবালার মতুয়া সংঘ, প্রকাশ্যে দুই পরিবারের তরজা

author img

By

Published : Jul 21, 2022, 9:07 AM IST

Updated : Jul 21, 2022, 10:39 AM IST

মমতাবালা ঠাকুরের নেতৃত্ব সর্বভারতীয় মতুয়া সংঘের ভক্তরা গতকাল রাতে ধর্মতলায় পৌঁছেছেন ৷ মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য অনেক কিছু করেছেন, দাবি মমতাবালার ৷ অন্য়দিকে সুব্রত ঠাকুর একে ব্যক্তিগত পছন্দ বলে পাশ কাটিয়েছেন (TMCs 21 July Rally) ৷

Matua devotees join TMC Rally
মমতাবালার নেতৃত্ব মতুয়া ভক্তরা

বনগাঁ, 21 জুলাই: মতুয়া ভক্তরা একুশের শহিদ দিবসে যোগদান করলেও এই প্রথম 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ'র পক্ষ থেকে তারা একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নিচ্ছে । বনগাঁ-শিয়ালদা লোকালে ডঙ্কা, পতাকা নিয়ে শহিদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন মতুয়া ভক্তরা । বুধবার রাতে তাঁদের ট্রেনে তুলে দিতে বনগাঁ স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ । যদিও কোনও মতুয়া ভক্ত সভায় যাচ্ছেন না, দাবি গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের ৷ তিনি শান্তনু ঠাকুরের 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে'র মহা-সংঘাধিপতি (Mamata Bala lead Matua faction joins 21 July TMC Sahid Diwas in Dharmatala) ।

মতুয়াবাড়ি সূত্রে জানা গিয়েছে, 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ' একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন । ফলে এখনও পর্যন্ত কোনও দিন তারা তৃণমূলের একুশের শহিদ সমাবেশে যোগদান করেনি । এই প্রথমবার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ' মতুয়াদের ব্যানারে ধর্মতলার শহিদ সমাবেশে হাজির হচ্ছেন ।

মমতাবালা ঠাকুর বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন ৷ এর আগে কোনও রাজনৈতিক দল মতুয়াদের জন্য কিছু করেনি ৷ তাই তৃণমূল নেত্রীর প্রতি মতুয়াদের আবেগ ও উৎসাহ রয়েছে ৷" তিনি জানান, মুখ্যমন্ত্রী মতুয়া পর্ষদ গঠন এবং হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছেন ৷ এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন । ফলে মতুয়া ভক্তরা একুশে জুলাইয়ে যে 13 জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সংঘের ভক্তরা তৃণমূলের একুশের জুলাই সমাবেশে

আরও পড়ুন: ঠাকুরনগরে হবে মিউজিয়াম, বাংলাদেশ থেকে এল গুরুচাঁদ ঠাকুরের পালঙ্ক

তিনি বলেন, "শুধু ঠাকুরনগর নয়, বনগাঁ, হাবরা, মসলন্দপুর ও স্বরূপনগর-সহ উত্তরবঙ্গ এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার এই সভায় আংশ নেবেন মতুয়া ভক্তরা ।"

এ নিয়ে নতুন করে ঠাকুরবাড়ির দুই পরিবারের তরজা প্রকাশ্যে এল । শান্তনু ঠাকুরের সর্বভারতীয় মহাসংঘের মহাসংঘাধিপতি তথা গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, "মতুয়ারা কোনও শহিদ সমাবেশে যাচ্ছেন বলে আমার জানা নেই । কারণ, এটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন । কেউ ব্যক্তিগতভাবে কোথাও চাইলে যেতেই পারেন ।"

আরও পড়ুন: পাঁচ মতুয়া বিধায়ককে তৃণমূলে আমন্ত্রণ মমতাবালার, পাল্টা কটাক্ষ সুব্রতর

বনগাঁ, 21 জুলাই: মতুয়া ভক্তরা একুশের শহিদ দিবসে যোগদান করলেও এই প্রথম 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ'র পক্ষ থেকে তারা একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নিচ্ছে । বনগাঁ-শিয়ালদা লোকালে ডঙ্কা, পতাকা নিয়ে শহিদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন মতুয়া ভক্তরা । বুধবার রাতে তাঁদের ট্রেনে তুলে দিতে বনগাঁ স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ । যদিও কোনও মতুয়া ভক্ত সভায় যাচ্ছেন না, দাবি গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের ৷ তিনি শান্তনু ঠাকুরের 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে'র মহা-সংঘাধিপতি (Mamata Bala lead Matua faction joins 21 July TMC Sahid Diwas in Dharmatala) ।

মতুয়াবাড়ি সূত্রে জানা গিয়েছে, 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ' একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন । ফলে এখনও পর্যন্ত কোনও দিন তারা তৃণমূলের একুশের শহিদ সমাবেশে যোগদান করেনি । এই প্রথমবার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ' মতুয়াদের ব্যানারে ধর্মতলার শহিদ সমাবেশে হাজির হচ্ছেন ।

মমতাবালা ঠাকুর বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন ৷ এর আগে কোনও রাজনৈতিক দল মতুয়াদের জন্য কিছু করেনি ৷ তাই তৃণমূল নেত্রীর প্রতি মতুয়াদের আবেগ ও উৎসাহ রয়েছে ৷" তিনি জানান, মুখ্যমন্ত্রী মতুয়া পর্ষদ গঠন এবং হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছেন ৷ এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন । ফলে মতুয়া ভক্তরা একুশে জুলাইয়ে যে 13 জন শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷

মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সংঘের ভক্তরা তৃণমূলের একুশের জুলাই সমাবেশে

আরও পড়ুন: ঠাকুরনগরে হবে মিউজিয়াম, বাংলাদেশ থেকে এল গুরুচাঁদ ঠাকুরের পালঙ্ক

তিনি বলেন, "শুধু ঠাকুরনগর নয়, বনগাঁ, হাবরা, মসলন্দপুর ও স্বরূপনগর-সহ উত্তরবঙ্গ এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার এই সভায় আংশ নেবেন মতুয়া ভক্তরা ।"

এ নিয়ে নতুন করে ঠাকুরবাড়ির দুই পরিবারের তরজা প্রকাশ্যে এল । শান্তনু ঠাকুরের সর্বভারতীয় মহাসংঘের মহাসংঘাধিপতি তথা গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, "মতুয়ারা কোনও শহিদ সমাবেশে যাচ্ছেন বলে আমার জানা নেই । কারণ, এটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন । কেউ ব্যক্তিগতভাবে কোথাও চাইলে যেতেই পারেন ।"

আরও পড়ুন: পাঁচ মতুয়া বিধায়ককে তৃণমূলে আমন্ত্রণ মমতাবালার, পাল্টা কটাক্ষ সুব্রতর

Last Updated : Jul 21, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.