মুম্বই, 25 মে : কোরোনা সংক্রান্ত কোনও গুজব যাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তা নজরদারি চালাচ্ছিল মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল ৷ সেখানে তাদের নজরে আসে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের এক যুবতির ইনস্টাগ্রামে করা একটি পোস্ট ৷ সেখানে সে আত্মহত্যা করতে চলেছে বলে পোস্ট করে ৷ এরপর মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের তৎপরতায় জীবন বাঁচে সেই যুবতির৷
পোস্টটি নজরে আসতেই তৎপর হয় মহারাষ্ট্র সাইবার পুলিশ সেল ৷ পোস্টটির সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে জানা যায়, যুবতি ব্যারাকপুরের মাধোল এলাকার বাসিন্দা ৷ এরপর মহারাষ্ট্র পুলিশ ব্যারাকপুরের সাইবার সেলের সাব ইনস্পেক্টর সত্যজিৎ মণ্ডলকে পুরো বিষয়টি জানায় ৷ পশ্চিমবঙ্গ পুলিশ সঙ্গে সঙ্গেই যুবতির লোকেশন ট্রাক করে ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তারপর তাঁকে বুঝিয়ে আত্মহত্যা থেকে বিরত করে ৷
সোশাল মিডিয়ায় লাইভ করে আত্মহত্যার ঘটনা নতুন নয় ৷ এই ভাবে প্রাণ গেছে অনেকের ৷ কিন্তু যেভাবে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের তৎপরতায় ব্যারাকপুরের যুবতির প্রাণ বাঁচল তা বিরল ঘটনা ৷