বনগাঁ, 25 অক্টোবর: ব্যাঙ্কের গাফিলতিতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা মিলছে না বলে অভিযোগ তুলে বনগাঁয় বিক্ষোভে নামলেন মহিলারা ৷ অভিযোগের তির কানাড়া ব্যাঙ্কের একটি শাখার বিরুদ্ধে ৷ দু’বছর যাবৎ ওই ব্যাঙ্ক গ্রাহকদের সঠিক পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ ৷ তার জেরে ওই ব্যাঙ্কে ভাঙচুরও চালানো হয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷
সোমবার দুপুরে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখার কর্মী এবং ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা ৷ ব্যাঙ্কে ব্যাপক ভাঙচুরও চালানো হয় ৷ বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে নামিয়ে দেওয়া হয় শাটার ৷ গাছ ফেলে যশোর রোড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা ৷ প্রায় ঘণ্টাখানেক চলে এই অবরোধ ৷ তার জেরে সীমান্তমুখী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল ৷ তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷
আরও পড়ুন: Abhijit Sarkar Murder : অভিজিৎ সরকার খুনের তদন্তে ফের কাঁকুগাছিতে সিবিআই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ প্রকল্পের আওতায় বাড়ির মহিলাদের সরকারের কাছ থেকে টাকা পাওয়ার কথা ৷ তার জন্য ভুরি ভুরি আবেদন জমা পড়েছে ৷ কিন্তু কালুপুরবাসীর অভিযোগ, এলাকার অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও শুধু কানাড়া ব্যাঙ্কের ওই শাখায় অ্যাকাউন্ট রয়েছে যাঁদের, তাঁরাই টাকা পাচ্ছেন না ৷
ব্যাঙ্কের গাফিলতিতেই সরকারি প্রকল্পের টাকা মিলছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা ৷ তাঁদের দাবি, টাকা না মেলায় অঞ্চল অফিসে গিয়েছিলেন তাঁরা ৷ সেখানে পাসবুক আপডেট করে অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে বলা হয় তাঁদের ৷ সেই মতো সোমবার দুপুরে কানাড়া ব্যাঙ্কের ওই শাখায় পাসবুক আপডেট করাতে পৌঁছন অনেকে ৷ কিন্তু কিছু সমস্যা থাকায় পাসবুক আপডেট হচ্ছে না বলে ব্যাঙ্কের তরফে জানানো হয় ৷ তাতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা ৷
আরও পড়ুন: Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু
ব্যাঙ্কের তরফে যদিও সাফাই দিয়েছেন ম্যানেজার ৷ তাঁর দাবি, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাঁদের পাসবই আপডেট করে ন্যূনতম 100 টাকা জমা করতে বলা হয় পঞ্চায়েত থেকে ৷ তাতেই হুড়মুড়িয়ে পরিষেবা পেতে ছুটে আসেন কাতারে কাতারে মানুষ ৷ একসঙ্গে এত গ্রাহককে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই শাখাতে ৷ তা জানাতেই অশান্তি চরমে ওঠে ৷ যদি এই দাবি উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, আজ বলে নয়, দীর্ঘ দিন ধরে ওই ব্যাঙ্কের পরিষেবা খুব খারাপ ৷ গ্রাহকদের সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলেন না ব্যাঙ্কের কর্মীরা ৷ প্রায় দু’বছর ধরে পাসবুক আপডেট বন্ধ রয়েছে ৷
যদিও করোনার কারণে সরকারি নির্দেশেই পাসবুক আপডেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল বলে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ তাতেও বরফ গলেনি ৷ এর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ম্যানেজার জানান, আগামী দু’-তিন দিনের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা হবে ৷ বিক্ষোভকারী এবং ব্যাঙ্কের ম্যানেজার ও কর্মীদের মধ্যে মধ্যস্থতা করাতে এগিয়ে আসতে হয় পুলিশকে ৷ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷