বাগদা, 20 এপ্রিল : স্থানীয় প্রাথমিক স্কুলকে ভোটকেন্দ্র করতে হবে ৷ এই দাবিতে উত্তর 24 পরগনার বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের হরিনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী ৷ তাঁদের অভিযোগ, গ্রামে কোনও ভোটকেন্দ্র নেই ৷ 5 কিলোমিটার দূরে গ্রামবাসীদের ভোট দিতে যেতে হয় ৷ তাই হরিনগরে নির্বাচনী বুথ করতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা ৷
গ্রামবাসীরা জানিয়েছেন, খড়ের মাঠ গ্রামে 23 নম্বর বুথে হরিনগর ও খড়ের মাঠের ভোট হয় ৷ সেই বুথে প্রায় সাড়ে নশো ভোটার রয়েছেন ৷ তার মধ্যে 700-র বেশি ভোটার হরিনগর গ্রামের । তারা প্রায় 5 কিলোমিটার দূরের খড়ের মাঠ প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে যান । ভোটকেন্দ্রে যাতায়াতের কোনও পরিবহণের ব্যবস্থা নেই বলেও অভিযোগ । রাজনৈতিক দলগুলির তরফে ভোট দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, বহু গ্রামবাসী সেই গাড়িতে যেতে চান না ৷
আরও পড়ুন : শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে কমিশনে স্মারকলিপি তৃণমূলের
এই সমস্যার কথা দীর্ঘদিন প্রশাসনকে জানালেও, কেবল মৌখিক আশ্বাস ছাড়া সমস্যার কোনও সমাধান হয়নি ৷ তাই আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি হরিনগর প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাঁদের গ্রামে ৷ সেখানে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে ৷ তা না হলে ভোট দিতে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোটাররা ৷