ETV Bharat / state

কোরোনা-জরুরি অবস্থায় প্রৌঢ়া পরিচারিকাকে বাড়ি থেকে তাড়ালেন দম্পতি

author img

By

Published : Apr 1, 2020, 3:07 PM IST

কোরোনার জেরে কাজ ছাড়িয়ে দিলেন গৃহকর্তা। যান চলাচল বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিলেন তিনি। পরে এক স্থানীয় যুবকের সাহায্যে বাড়ি ফেরেন ওই পরিচারিকা। বনগাঁও থানার রেলবাজার এলাকার ঘটনা।

bongaon corona
কোরোনা জরুরি অবস্থায় প্রৌঢ়া পরিচারিকাকে বাড়ি থেকে তাড়ালেন দম্পতি

বনগাঁঃ, ১ এপ্রিল : প্রতিবাদী যুবকের চেষ্টায় ঘরে ফিরলেন পরিচারিকা। কোরোনা জরুরি অবস্থায় ওই পরিচারিকাকে বাড়ি থেকে গৃহকর্তা তাড়িয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় ফিরতে পারছিলেন না ওই পরিচারিকা।

জানা গিয়েছে যে ওই পরিচারিকার নাম শিলা দে (৫০)। তাঁর বাড়ি বনগাঁ থানার রেলবাজার আরএস মাঠ এলাকায়। কয়েক বছর ধরে বরানগরের বনহুগলি এলাকার অমিতাভ দত্ত ও কেয়া দত্ত নামে এক দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন। ওই দম্পতি অবসরপ্রাপ্ত কর্মী। কোরোনা নিয়ে দেশে লকডাউন জারি হতেই ওই দম্পতি তাঁকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু যানবাহন বন্ধ থাকায় তিনি ক'দিন পরে ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ওই দম্পতি তা মানতে চাননি। জোর করে তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন ওই দম্পতি।

কোরোনা জরুরি অবস্থায় প্রৌঢ়া পরিচারিকাকে বাড়ি থেকে তাড়ালেন দম্পতি

শিলা জানিয়েছেন, দিন দুয়েক আগে ওই দম্পতি তাঁকে বাড়ি ফিরে যেতে বললে বিষয়টি ফোন করে অসুস্থ স্বামীকে জানান। খবর পেয়ে মঙ্গলবার বনগাঁর রেলবাজারে যুবক পার্থ সাহা গাড়ি ভাড়া করে শিলার স্বামী তাপস দে-কে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। অভিযোগ, ওই দম্পতি মহিলার ফিরে আসার গাড়ি ভাড়া দিতেও অস্বীকার করেন। পার্থ নিজের খরচেই তাঁকে ফিরিয়ে আনেন। পার্থ বলেন, 'কোরোনা আতঙ্কের মধ্যে ওনারা তাঁকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কী হতে পারে?"

বনগাঁঃ, ১ এপ্রিল : প্রতিবাদী যুবকের চেষ্টায় ঘরে ফিরলেন পরিচারিকা। কোরোনা জরুরি অবস্থায় ওই পরিচারিকাকে বাড়ি থেকে গৃহকর্তা তাড়িয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু যান চলাচল বন্ধ থাকায় ফিরতে পারছিলেন না ওই পরিচারিকা।

জানা গিয়েছে যে ওই পরিচারিকার নাম শিলা দে (৫০)। তাঁর বাড়ি বনগাঁ থানার রেলবাজার আরএস মাঠ এলাকায়। কয়েক বছর ধরে বরানগরের বনহুগলি এলাকার অমিতাভ দত্ত ও কেয়া দত্ত নামে এক দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করছিলেন। ওই দম্পতি অবসরপ্রাপ্ত কর্মী। কোরোনা নিয়ে দেশে লকডাউন জারি হতেই ওই দম্পতি তাঁকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু যানবাহন বন্ধ থাকায় তিনি ক'দিন পরে ফিরবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ওই দম্পতি তা মানতে চাননি। জোর করে তাঁকে কাজ থেকে ছাড়িয়ে দেন ওই দম্পতি।

কোরোনা জরুরি অবস্থায় প্রৌঢ়া পরিচারিকাকে বাড়ি থেকে তাড়ালেন দম্পতি

শিলা জানিয়েছেন, দিন দুয়েক আগে ওই দম্পতি তাঁকে বাড়ি ফিরে যেতে বললে বিষয়টি ফোন করে অসুস্থ স্বামীকে জানান। খবর পেয়ে মঙ্গলবার বনগাঁর রেলবাজারে যুবক পার্থ সাহা গাড়ি ভাড়া করে শিলার স্বামী তাপস দে-কে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। অভিযোগ, ওই দম্পতি মহিলার ফিরে আসার গাড়ি ভাড়া দিতেও অস্বীকার করেন। পার্থ নিজের খরচেই তাঁকে ফিরিয়ে আনেন। পার্থ বলেন, 'কোরোনা আতঙ্কের মধ্যে ওনারা তাঁকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কী হতে পারে?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.