বারাসত, 15 জানুয়ারি : শাসক দলের প্রস্তাব ওড়ালেন অধীর চৌধুরি ৷ পালটা তৃণমূল তুলে দিয়ে আগের মতো কংগ্রেসে মিশে যাওয়ার প্রস্তাব দিলেন । শুক্রবার বারাসত বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷ সেখানেই তৃণমূল নেতাদের প্রস্তাব প্রসঙ্গে বলেন, "দিদি তো জানেন কোথায় কখন যেতে হবে । কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল তৈরি হয়েছে । বুদ্ধিমানের কাজ হবে, তৃণমূল দলটা তুলে দিয়ে কংগ্রেসের সঙ্গে মিশে যাক । তাহলে তো সব ঝামেলা মিটে যাবে ৷ উনি তো সোনিয়া গান্ধিকে চেনেন । চলে গেলেই হয় ।"
আরও পড়ুন: তিনদিনের বৈঠকে যোগ দিতে বহরমপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা
কিছুদিন আগে বরানগরে দলীয় সভামঞ্চ থেকে বিজেপিকে রুখতে বাম ও কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় । তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ও বেশ কিছু সংবাদমাধ্যমে বাম-কংগ্রেসের সমর্থন নিয়ে বিজেপিকে রোখার ডাক দিয়েছিলেন । এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "কারা বলছেন ! যাঁরা একসময় দিদিকে গালাগাল দিতেন । এখন তাঁদেরকেই সামনে রাখা হয়েছে দলের ভাঙন ঠেকাতে । যেভাবে বানের মতো তৃণমূল দলের ভাঙন শুরু হয়েছে, ডিফেন্ড করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ! তবে এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই । যাঁরা বলছেন তাঁদের ব্যাপার ৷"
আরও পড়ুন: কৃষকদের মতামতকে গুরুত্ব না দিলে আন্দোলন থামবে না : অধীর চৌধুরি
ধর্মনিরপেক্ষতা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি অধীর ৷ তিনি বলেন, "আমরা তৃণমূলের মতো না ৷ যে আজ ধর্মনিরপেক্ষ, কাল নিরপেক্ষ, পরশু স্বৈরাচারী ।" অধীর চৌধুরি জানিয়ে দেন, "আমাদের লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে ।৷" তৃণমূল ধর্মনিরপেক্ষ জোটের ডাক দিলে সাড়া দেবেন ? এই প্রশ্নের উত্তরে বলেন, "তৃণমূল আমাদের ডাকবে কেন ? যারা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দলকে আমদানি করেছে তারা আগে নিজেদের সামলাক ৷ আমরা বরাবর ধর্মনিরপেক্ষ । এখনও ধর্মনিরপেক্ষ ৷"