বারাসত, 2 ফেব্রুয়ারি: কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনা জেলার 25টি পৌরসভায় (North 24 Parganas Municipality Election) এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ফেলল জেলা বামফ্রন্ট । শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে জেলার 25টি পৌরসভার ভোটের আসন বণ্টনও করে নিলেন সিপিএম নেতৃত্ব । জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, 25টি পৌরসভায় মোট 646টি আসনের মধ্যে সিপিএম 493টি আসনে লড়াই করবে । সিপিআই লড়বে মোট 50টি আসনে । শরিক ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে 32টি আসনে । আরেক শরিক আরএসপি লড়বে মাত্র 9টি আসনে । বাকি 62টি আসন ফাঁকা রাখা হয়েছে বাম মনোভাবাপন্ন অন্য দলগুলির জন্য । সেখানে তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি যে কেউ দাঁড়ালে জেলা বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এই বিষয়ে মঙ্গলবার বিকেলে বারাসতে সিপিএম জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বামফ্রন্টের তরফে । সেই সাংবাদিক সম্মেলনে জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী বলেন, "আসন বণ্টন নিয়ে শরিক দলগুলির সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসা হয়েছে । ঐকমত্যের ভিত্তিতেই 25টি পৌরসভায় ভোটের জন্য আসন বণ্টন হয়েছে বামেদের মধ্যে । সেই সমস্ত আসনে একদিকে যেমন তরুণ প্রজন্মকে প্রার্থী করতে জোর দেওয়া হয়েছে । অন্যদিকে তেমনই জোর দেওয়া হয়েছে মহিলা প্রার্থীর বিষয়েও । কয়েক দিনের মধ্যেই আমরা এই 646টি আসনে প্রার্থী ঘোষণা করব ৷"
আরও পড়ুন: Municipal Election 2022 : কমিশনে চিঠি পাঠিয়ে একদিনে পৌরভোটের ফল ঘোষণার দাবি বামেদের
তাঁর কথায়, পঞ্চায়েত আইনে পরিষ্কার বলা রয়েছে প্রতি পাঁচ বছর অন্তর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন হবে । কিন্তু তৃণমূল সরকার সংবিধানের ধার ধারে না । পৌরসভার নির্বাচন আটকে সেখানে প্রশাসক বসিয়ে আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা । তাই তৃণমূল ও বিজেপিকে রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।
বামেদের প্রার্থী তালিকায় এলাকার যুবক-যুবতী থেকে শুরু করে রেড ভলান্টিয়ারদের যে প্রাধান্য দেওয়া হবে, তারও ইঙ্গিত মিলেছে সিপিএম নেতার কথায় । এই বিষয়ে মৃণাল চক্রবর্তী বলেন, "প্রাকৃতিক দুর্যোগ আমফান থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে যে ভাবে রেড ভলান্টিয়ারের সদস্যরা আক্রান্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তা এককথায় অনবদ্য । তাই পৌরভোটে প্রায় 15 শতাংশ আসনে নতুন প্রজন্মকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংরক্ষিত আসন ছাড়াও অতিরিক্ত 6 শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করারও ভাবনা রয়েছে আমাদের । যে 62টি আসন ফাঁকা রাখা হয়েছে, সেখানে বাম মনোভাবাপন্ন দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হবে সাধারণ মানুষকে ৷"
সামনেই রাজ্যের পৌরনিগমের নির্বাচন (Bengal civic polls 2022)। তারপরই রাজ্যে প্রায় একশোরও বেশি পৌরসভার নির্বাচন হওয়ার কথা হয়েছে । এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে ওই সমস্ত পৌরসভার নির্বাচন 27 ফেব্রুয়ারি করতে চায় রাজ্য নির্বাচন কমিশন । সেই মতো রাজনৈতিক দলগুলিও বসে নেই । নিজের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত সবাই । আর আসন বণ্টন হোক ও প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে আপাতত এগিয়ে থাকছে বামেরা ৷
আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক