ETV Bharat / state

Bengal Civic Poll 2022 : কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনা পৌরভোটের আসন বণ্টন বামেদের - বামেদের আসন বণ্টন

কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনার 25টি পৌরসভার (North 24 Parganas Municipality Election) ভোটের আসন বণ্টন করে নিল বামেরা (Left front finalises seat sharing without congress)। প্রার্থী তালিকায় তরুণ প্রজন্ম এবং মহিলাদের গুরুত্ব দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে ৷

North 24 Parganas news
কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনার পৌরভোটের জন্য আসন বণ্টন বামেদের
author img

By

Published : Feb 2, 2022, 9:50 AM IST

বারাসত, 2 ফেব্রুয়ারি: কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনা জেলার 25টি পৌরসভায় (North 24 Parganas Municipality Election) এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ফেলল জেলা বামফ্রন্ট । শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে জেলার 25টি পৌরসভার ভোটের আসন বণ্টনও করে নিলেন সিপিএম নেতৃত্ব । জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, 25টি পৌরসভায় মোট 646টি আসনের মধ্যে সিপিএম 493টি আসনে লড়াই করবে । সিপিআই লড়বে মোট 50টি আসনে । শরিক ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে 32টি আসনে । আরেক শরিক আরএসপি লড়বে মাত্র 9টি আসনে । বাকি 62টি আসন ফাঁকা রাখা হয়েছে বাম মনোভাবাপন্ন অন্য দলগুলির জন্য । সেখানে তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি যে কেউ দাঁড়ালে জেলা বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই বিষয়ে মঙ্গলবার বিকেলে বারাসতে সিপিএম জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বামফ্রন্টের তরফে । সেই সাংবাদিক সম্মেলনে জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী বলেন, "আসন বণ্টন নিয়ে শরিক দলগুলির সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসা হয়েছে । ঐকমত্যের ভিত্তিতেই 25টি পৌরসভায় ভোটের জন্য আসন বণ্টন হয়েছে বামেদের মধ্যে । সেই সমস্ত আসনে একদিকে যেমন তরুণ প্রজন্মকে প্রার্থী করতে জোর দেওয়া হয়েছে । অন্যদিকে তেমনই জোর দেওয়া হয়েছে মহিলা প্রার্থীর বিষয়েও । কয়েক দিনের মধ্যেই আমরা এই 646টি আসনে প্রার্থী ঘোষণা করব ৷"

আরও পড়ুন: Municipal Election 2022 : কমিশনে চিঠি পাঠিয়ে একদিনে পৌরভোটের ফল ঘোষণার দাবি বামেদের

তাঁর কথায়, পঞ্চায়েত আইনে পরিষ্কার বলা রয়েছে প্রতি পাঁচ বছর অন্তর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন হবে । কিন্তু তৃণমূল সরকার সংবিধানের ধার ধারে না । পৌরসভার নির্বাচন আটকে সেখানে প্রশাসক বসিয়ে আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা । তাই তৃণমূল ও বিজেপিকে রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।

বামেদের প্রার্থী তালিকায় এলাকার যুবক-যুবতী থেকে শুরু করে রেড ভলান্টিয়ারদের যে প্রাধান্য দেওয়া হবে, তারও ইঙ্গিত মিলেছে সিপিএম নেতার কথায় । এই বিষয়ে মৃণাল চক্রবর্তী বলেন, "প্রাকৃতিক দুর্যোগ আমফান থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে যে ভাবে রেড ভলান্টিয়ারের সদস্যরা আক্রান্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তা এককথায় অনবদ্য । তাই পৌরভোটে প্রায় 15 শতাংশ আসনে নতুন প্রজন্মকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংরক্ষিত আসন ছাড়াও অতিরিক্ত 6 শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করারও ভাবনা রয়েছে আমাদের । যে 62টি আসন ফাঁকা রাখা হয়েছে, সেখানে বাম মনোভাবাপন্ন দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হবে সাধারণ মানুষকে ৷"

আসন সমঝোতা বামেদের

সামনেই রাজ্যের পৌরনিগমের নির্বাচন (Bengal civic polls 2022)। তারপরই রাজ্যে প্রায় একশোরও বেশি পৌরসভার নির্বাচন হওয়ার কথা হয়েছে । এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে ওই সমস্ত পৌরসভার নির্বাচন 27 ফেব্রুয়ারি করতে চায় রাজ্য নির্বাচন কমিশন । সেই মতো রাজনৈতিক দলগুলিও বসে নেই । নিজের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত সবাই । আর আসন বণ্টন হোক ও প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে আপাতত এগিয়ে থাকছে বামেরা ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

বারাসত, 2 ফেব্রুয়ারি: কংগ্রেসকে ছাড়াই উত্তর 24 পরগনা জেলার 25টি পৌরসভায় (North 24 Parganas Municipality Election) এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ফেলল জেলা বামফ্রন্ট । শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে জেলার 25টি পৌরসভার ভোটের আসন বণ্টনও করে নিলেন সিপিএম নেতৃত্ব । জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, 25টি পৌরসভায় মোট 646টি আসনের মধ্যে সিপিএম 493টি আসনে লড়াই করবে । সিপিআই লড়বে মোট 50টি আসনে । শরিক ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে 32টি আসনে । আরেক শরিক আরএসপি লড়বে মাত্র 9টি আসনে । বাকি 62টি আসন ফাঁকা রাখা হয়েছে বাম মনোভাবাপন্ন অন্য দলগুলির জন্য । সেখানে তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি যে কেউ দাঁড়ালে জেলা বামফ্রন্টের তরফে সমর্থন জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই বিষয়ে মঙ্গলবার বিকেলে বারাসতে সিপিএম জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বামফ্রন্টের তরফে । সেই সাংবাদিক সম্মেলনে জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী বলেন, "আসন বণ্টন নিয়ে শরিক দলগুলির সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসা হয়েছে । ঐকমত্যের ভিত্তিতেই 25টি পৌরসভায় ভোটের জন্য আসন বণ্টন হয়েছে বামেদের মধ্যে । সেই সমস্ত আসনে একদিকে যেমন তরুণ প্রজন্মকে প্রার্থী করতে জোর দেওয়া হয়েছে । অন্যদিকে তেমনই জোর দেওয়া হয়েছে মহিলা প্রার্থীর বিষয়েও । কয়েক দিনের মধ্যেই আমরা এই 646টি আসনে প্রার্থী ঘোষণা করব ৷"

আরও পড়ুন: Municipal Election 2022 : কমিশনে চিঠি পাঠিয়ে একদিনে পৌরভোটের ফল ঘোষণার দাবি বামেদের

তাঁর কথায়, পঞ্চায়েত আইনে পরিষ্কার বলা রয়েছে প্রতি পাঁচ বছর অন্তর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচন হবে । কিন্তু তৃণমূল সরকার সংবিধানের ধার ধারে না । পৌরসভার নির্বাচন আটকে সেখানে প্রশাসক বসিয়ে আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা । তাই তৃণমূল ও বিজেপিকে রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী।

বামেদের প্রার্থী তালিকায় এলাকার যুবক-যুবতী থেকে শুরু করে রেড ভলান্টিয়ারদের যে প্রাধান্য দেওয়া হবে, তারও ইঙ্গিত মিলেছে সিপিএম নেতার কথায় । এই বিষয়ে মৃণাল চক্রবর্তী বলেন, "প্রাকৃতিক দুর্যোগ আমফান থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে যে ভাবে রেড ভলান্টিয়ারের সদস্যরা আক্রান্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তা এককথায় অনবদ্য । তাই পৌরভোটে প্রায় 15 শতাংশ আসনে নতুন প্রজন্মকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সংরক্ষিত আসন ছাড়াও অতিরিক্ত 6 শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করারও ভাবনা রয়েছে আমাদের । যে 62টি আসন ফাঁকা রাখা হয়েছে, সেখানে বাম মনোভাবাপন্ন দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হবে সাধারণ মানুষকে ৷"

আসন সমঝোতা বামেদের

সামনেই রাজ্যের পৌরনিগমের নির্বাচন (Bengal civic polls 2022)। তারপরই রাজ্যে প্রায় একশোরও বেশি পৌরসভার নির্বাচন হওয়ার কথা হয়েছে । এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে ওই সমস্ত পৌরসভার নির্বাচন 27 ফেব্রুয়ারি করতে চায় রাজ্য নির্বাচন কমিশন । সেই মতো রাজনৈতিক দলগুলিও বসে নেই । নিজের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত সবাই । আর আসন বণ্টন হোক ও প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে তৃণমূল ও বিজেপিকে পিছনে ফেলে আপাতত এগিয়ে থাকছে বামেরা ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.