ETV Bharat / state

বারাসতে বারের নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোট, খাতাই খুলতে পারল না বিজেপি

author img

By

Published : Feb 2, 2021, 10:18 PM IST

বাম-কংগ্রেস জোটের 13 জন প্রার্থীর মধ্যে 8 জনই জয়ী হয়েছেন ৷ কিন্তু নির্বাচনে খাতা খুলতে পারেনি বিজেপি ৷

Bar Association, Barasat Court
বার অ্যাসিসিয়েশন বারাসত আদালত

বারাসত, 2 ফেব্রুয়ারি : বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোট ৷ কয়েকটি আসনে জিতে মান বাঁচিয়েছে তৃণমূল । এদিকে রাজ্যে প্রধান বিরোধীদল হিসেবে শক্তি বাড়লেও বারের নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি ।

আরও পড়ুন : দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, ডাক পেলেন শুভেন্দু-রাজীবও

ভোট প্রাপ্তির নিরিখে প্রত্যাশাটা ছিলই ৷ মঙ্গলবার গণনার শেষে বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করল বাম-কংগ্রেস জোটের প্রার্থীরাই । জোটের 13 জন প্রার্থীর মধ্যে মোট 8 জনই জয়ী হয়েছেন । অন্যদিকে, তৃণমূলের মোট পাঁচ জন প্রার্থী জয়ী হয়েছেন । বিজেপির কোনও প্রার্থীই জয়লাভ করতে পারেননি ।

আরও পড়ুন : মানুষ মমতার সঙ্গেই আছেন, বেহালায় পার্থ

আদালত সূত্রে জানা গিয়েছে, বারাসত বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সুহাস বসু ৷ সহসভাপতি নির্বাচিত হয়েছেন অমলকুমার মুখোপাধ্যায় । সাধারণ সম্পাদক হয়েছেন উমাপদ চট্টোপাধ্যায় । কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভাস্কর লাহিড়ী । এই চারজন বাম ও কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন । যুগ্ম সম্পাদক-সহ অন্য পদে দাঁড়ানো জোটের চার প্রার্থী জয়লাভ করেছেন । এবার বারাসত বার অ্যাসোসিয়েশনে মোট ভোটার 1,710 জন আইনজীবী । তাঁদের মধ্যে ভোট দেন 1,358 জন । মোট 13 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাম-কংগ্রেস জোট, তৃণমূল ও বিজেপির মোট 39 জন প্রার্থী । তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের জেলা সভাপতি শান্তময় বসু বলেন, "জয়ী প্রার্থীরা সকলেই বারাসত আদালতেরই আইনজীবী । আমরা সকল জয়ী সদস্যকে অভিনন্দন জানিয়েছি । "

আরও পড়ুন : সংস্কৃতি বিরোধী কোনও স্লোগান সমর্থন করে না দল : পার্থ

বারাসত, 2 ফেব্রুয়ারি : বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী বাম-কংগ্রেস জোট ৷ কয়েকটি আসনে জিতে মান বাঁচিয়েছে তৃণমূল । এদিকে রাজ্যে প্রধান বিরোধীদল হিসেবে শক্তি বাড়লেও বারের নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি ।

আরও পড়ুন : দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, ডাক পেলেন শুভেন্দু-রাজীবও

ভোট প্রাপ্তির নিরিখে প্রত্যাশাটা ছিলই ৷ মঙ্গলবার গণনার শেষে বারাসত আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়লাভ করল বাম-কংগ্রেস জোটের প্রার্থীরাই । জোটের 13 জন প্রার্থীর মধ্যে মোট 8 জনই জয়ী হয়েছেন । অন্যদিকে, তৃণমূলের মোট পাঁচ জন প্রার্থী জয়ী হয়েছেন । বিজেপির কোনও প্রার্থীই জয়লাভ করতে পারেননি ।

আরও পড়ুন : মানুষ মমতার সঙ্গেই আছেন, বেহালায় পার্থ

আদালত সূত্রে জানা গিয়েছে, বারাসত বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সুহাস বসু ৷ সহসভাপতি নির্বাচিত হয়েছেন অমলকুমার মুখোপাধ্যায় । সাধারণ সম্পাদক হয়েছেন উমাপদ চট্টোপাধ্যায় । কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভাস্কর লাহিড়ী । এই চারজন বাম ও কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন । যুগ্ম সম্পাদক-সহ অন্য পদে দাঁড়ানো জোটের চার প্রার্থী জয়লাভ করেছেন । এবার বারাসত বার অ্যাসোসিয়েশনে মোট ভোটার 1,710 জন আইনজীবী । তাঁদের মধ্যে ভোট দেন 1,358 জন । মোট 13 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাম-কংগ্রেস জোট, তৃণমূল ও বিজেপির মোট 39 জন প্রার্থী । তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের জেলা সভাপতি শান্তময় বসু বলেন, "জয়ী প্রার্থীরা সকলেই বারাসত আদালতেরই আইনজীবী । আমরা সকল জয়ী সদস্যকে অভিনন্দন জানিয়েছি । "

আরও পড়ুন : সংস্কৃতি বিরোধী কোনও স্লোগান সমর্থন করে না দল : পার্থ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.