ETV Bharat / state

লিফলেটে সরগরম বারাসত পৌরসভা - লিফলেটে সরগরম বারাসত পৌরসভা

সামনেই পৌর নির্বাচন ৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই লিফলেটে গরম বারাসত ৷ বারাসত পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন কয়েকজন যুবক ৷ পৌর পরিষেবা নিয়ে ক্ষিপ্ত সারারণ মানুষ ৷ পৌরপিতা পদে আরও ভালো নতুন মুখ চাই লেখা লিফলেট প্রচারে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েছে তৃণমূল ৷ তৃণমূলের দাবি এই অপ্রচার BJP-র ৷ যদিও BJP-র পক্ষ থেকে বলা হয় এই দুর্নীতির সাথে তারা যুক্ত নয়,এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ৷

leaflet against chairman of Barasat Municipality
লিফলেটে সরগরম বারাসত পৌরসভা
author img

By

Published : Mar 6, 2020, 9:58 AM IST

বারাসাত,6 মার্চ : পোস্টারে গরম বারাসতের পৌরভোট ৷ দুয়ারে কড়া নাড়ছে পৌরসভা নির্বাচন । কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পোস্টারে গরম বারাসত । শাসক তৃণমূল বা বিরোধী BJP, CPIM কোনও পক্ষই প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি । তার আগেই বারাসত পৌরসভার পৌরপিতা পদে নতুন মুখ চাই বলে পোস্টার পড়ল । 11 লাইনে লেখা একটা লিফলেট বারাসতের দক্ষিনপাড়া থেকে চাঁপাডালি পর্যন্ত অধিকাংশ বাড়িতে বিলি করা হয়েছে । কোথাও কোথাও দেওয়ালেও তা সেঁটে দেওয়া হয়েছে । কে বা কারা এই লিফলেট বাড়ি বাড়ি প্রচার করল, তা অবশ্য কিছু জানা যায়নি ।

বারাসত পৌরসভা তৃণমূলের দখলে । গত দশ বছর ধরে পৌরপিতা পদে রয়েছেন সুনীল মুখোপাধ্যায় । পৌরপিতা পদে আরও ভালো নতুন মুখ চাই লেখা লিফলেট প্রচারে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েছে তৃণমূল ।

লিফলেটে ছন্দ মিলিয়ে লেখা রয়েছে, "বলতে কোনও দ্বিধা নাই । বারাসত পৌরসভার পৌরপিতা পদে ভালো, নতুন মুখ চাই । এমন কোনও ব্যক্তি যাকে প্রয়োজনে পাশে পাই ।" বলছেন সবাই । বলছেন নতুন ভোটার বোন ও ভাই । আর দেরি না করে দিদিকে বলো তাই ।' তারপরেই লেখা রয়েছে, 'সঠিক মানুষ যেন হয় । 'অ' নয় 'স' নয় ।' লিফলেটের শেষের দু'টি লাইন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । পৌরসভার পৌরপিতা পদে রয়েছেন সুনীল । আর ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবে লিফলেটে লেখা 'অ' ও 'স' বলতে অশনি ও সুনীলকে বেঝানো হয়েছে বলে অনেকে মনে করছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু'দিন ধরে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েক জন যুবক বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করছেন ।

লিফলেট প্রসঙ্গে পৌরপিতা সুনীলবাবু বলেন, "এটা একেবারেই অবাস্তব । কোনও ভিত্তি নেই । অপপ্রচার ছাড়া কিছুই নয় । কারা এই লিফলেট বিলি করেছে, সেটা বলতে পারব না । তবে যারা এটা করেছে, তারা চায় না বারাসত পৌরসভা ভালোভাবে চলুক । বারাসতের সচেতন মানুষ এই ধরনের ভাবনা চিন্তায় পা দেবেন না ।'' সহ পৌরপিতা অশনি মুখোপাধ্যায় বলেন, ''যাদের রাজনৈতিক শিষ্টাচার নেই, তারাই এই কাজ করেছে । কে পৌরপিতা হবেন, সেটা দলের নেতৃত্ব ঠিক করেন ।''

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, ''ব্যক্তিগত আক্রমণে BJP বিশ্বাসী নয় । তবে যে লিফলেট বারাসতে প্রচার করা হয়েছে, তাতে যৌক্তিকতা রয়েছে । পৌর পরিষেবা নিয়ে বারাসতের মানুষ ক্ষিপ্ত । এটা তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ।''

বারাসাত,6 মার্চ : পোস্টারে গরম বারাসতের পৌরভোট ৷ দুয়ারে কড়া নাড়ছে পৌরসভা নির্বাচন । কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পোস্টারে গরম বারাসত । শাসক তৃণমূল বা বিরোধী BJP, CPIM কোনও পক্ষই প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি । তার আগেই বারাসত পৌরসভার পৌরপিতা পদে নতুন মুখ চাই বলে পোস্টার পড়ল । 11 লাইনে লেখা একটা লিফলেট বারাসতের দক্ষিনপাড়া থেকে চাঁপাডালি পর্যন্ত অধিকাংশ বাড়িতে বিলি করা হয়েছে । কোথাও কোথাও দেওয়ালেও তা সেঁটে দেওয়া হয়েছে । কে বা কারা এই লিফলেট বাড়ি বাড়ি প্রচার করল, তা অবশ্য কিছু জানা যায়নি ।

বারাসত পৌরসভা তৃণমূলের দখলে । গত দশ বছর ধরে পৌরপিতা পদে রয়েছেন সুনীল মুখোপাধ্যায় । পৌরপিতা পদে আরও ভালো নতুন মুখ চাই লেখা লিফলেট প্রচারে স্বাভাবিকভাবেই বিড়ম্বনায় পড়েছে তৃণমূল ।

লিফলেটে ছন্দ মিলিয়ে লেখা রয়েছে, "বলতে কোনও দ্বিধা নাই । বারাসত পৌরসভার পৌরপিতা পদে ভালো, নতুন মুখ চাই । এমন কোনও ব্যক্তি যাকে প্রয়োজনে পাশে পাই ।" বলছেন সবাই । বলছেন নতুন ভোটার বোন ও ভাই । আর দেরি না করে দিদিকে বলো তাই ।' তারপরেই লেখা রয়েছে, 'সঠিক মানুষ যেন হয় । 'অ' নয় 'স' নয় ।' লিফলেটের শেষের দু'টি লাইন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । পৌরসভার পৌরপিতা পদে রয়েছেন সুনীল । আর ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবে লিফলেটে লেখা 'অ' ও 'স' বলতে অশনি ও সুনীলকে বেঝানো হয়েছে বলে অনেকে মনে করছেন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু'দিন ধরে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েক জন যুবক বাড়ি বাড়ি এই লিফলেট বিলি করছেন ।

লিফলেট প্রসঙ্গে পৌরপিতা সুনীলবাবু বলেন, "এটা একেবারেই অবাস্তব । কোনও ভিত্তি নেই । অপপ্রচার ছাড়া কিছুই নয় । কারা এই লিফলেট বিলি করেছে, সেটা বলতে পারব না । তবে যারা এটা করেছে, তারা চায় না বারাসত পৌরসভা ভালোভাবে চলুক । বারাসতের সচেতন মানুষ এই ধরনের ভাবনা চিন্তায় পা দেবেন না ।'' সহ পৌরপিতা অশনি মুখোপাধ্যায় বলেন, ''যাদের রাজনৈতিক শিষ্টাচার নেই, তারাই এই কাজ করেছে । কে পৌরপিতা হবেন, সেটা দলের নেতৃত্ব ঠিক করেন ।''

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, ''ব্যক্তিগত আক্রমণে BJP বিশ্বাসী নয় । তবে যে লিফলেট বারাসতে প্রচার করা হয়েছে, তাতে যৌক্তিকতা রয়েছে । পৌর পরিষেবা নিয়ে বারাসতের মানুষ ক্ষিপ্ত । এটা তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.