ETV Bharat / state

লেকটাউনের পুজোর থিমে নবপত্রিকা - Saptami nabapatrika snan

সপ্তমীর সকালের নবপত্রিকাকে স্নান করিয়ে শুরু হয় মাতৃ আরাধনা ৷ নবপত্রিকা যে আসলে নয়টি উদ্ভিদের সমাহার, তা অনেকেরই অজানা । তাই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের থিম সেই সনাতন দুর্গাপুজোর রীতি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে ৷

লেকটাউন
author img

By

Published : Oct 7, 2019, 1:53 PM IST

Updated : Oct 7, 2019, 2:37 PM IST

লেকটাউন, 7 অক্টোবর: বাংলায় দুর্গাপুজো এখন মেগা কার্নিভাল৷ থিম পুজো আর সনাতন পুজোর টক্করে পুজোর রীতিনীতি ভুলতে বসেছে বাঙলি ৷ তাই এবার নবপত্রিকাকেই পুজোর থিম করেছে লেকটাউন অধিবাসীবৃন্দ ।

সপ্তমীর সকালের নবপত্রিকাকে স্নান করিয়ে শুরু হয় মাতৃ আরাধনা ৷ নবপত্রিকা যে আসলে নয়টি উদ্ভিদের সমাহার, তা অনেকেরই অজানা । তাই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের থিম সেই সনাতন দুর্গাপুজোর রীতি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে ৷

লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ প্রাঙ্গণে নবপত্রিকার নটি অধিষ্ঠাত্রী দেবীর মূর্তি রয়েছে । সেই সঙ্গে নবপত্রিকা উৎসর্গের কাহিনীর বর্ণনা রয়েছে মণ্ডপে । মণ্ডপ তৈরি হয়েছে কাগজ, কাপড় ও নানা ধরণের পাইপ দিয়ে ।

দেখুন প্রতিবেদন

পুজো কমিটি জানিয়েছে, মন্দার প্রভাব পড়েছে তাদের পুজোয় । বিজ্ঞাপনদাতাদের অনেকেই এবার পুজোয় বিজ্ঞাপন দেননি । তাই পুজোর বাজেট কাটছাঁট করতে হয়েছে । তবে কম বাজেটেও যে আকর্ষণীয় পুজোর আয়োজন করা যায়, তা দেখিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দ ৷ মণ্ডপে ভিড় হচ্ছে ভালোই ৷

লেকটাউন, 7 অক্টোবর: বাংলায় দুর্গাপুজো এখন মেগা কার্নিভাল৷ থিম পুজো আর সনাতন পুজোর টক্করে পুজোর রীতিনীতি ভুলতে বসেছে বাঙলি ৷ তাই এবার নবপত্রিকাকেই পুজোর থিম করেছে লেকটাউন অধিবাসীবৃন্দ ।

সপ্তমীর সকালের নবপত্রিকাকে স্নান করিয়ে শুরু হয় মাতৃ আরাধনা ৷ নবপত্রিকা যে আসলে নয়টি উদ্ভিদের সমাহার, তা অনেকেরই অজানা । তাই লেকটাউন অধিবাসীবৃন্দের এবারের থিম সেই সনাতন দুর্গাপুজোর রীতি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে ৷

লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ প্রাঙ্গণে নবপত্রিকার নটি অধিষ্ঠাত্রী দেবীর মূর্তি রয়েছে । সেই সঙ্গে নবপত্রিকা উৎসর্গের কাহিনীর বর্ণনা রয়েছে মণ্ডপে । মণ্ডপ তৈরি হয়েছে কাগজ, কাপড় ও নানা ধরণের পাইপ দিয়ে ।

দেখুন প্রতিবেদন

পুজো কমিটি জানিয়েছে, মন্দার প্রভাব পড়েছে তাদের পুজোয় । বিজ্ঞাপনদাতাদের অনেকেই এবার পুজোয় বিজ্ঞাপন দেননি । তাই পুজোর বাজেট কাটছাঁট করতে হয়েছে । তবে কম বাজেটেও যে আকর্ষণীয় পুজোর আয়োজন করা যায়, তা দেখিয়েছে লেকটাউন অধিবাসীবৃন্দ ৷ মণ্ডপে ভিড় হচ্ছে ভালোই ৷

Intro:

লেকটাউন, ৬ অক্টোবর: দুর্গাপুজো উৎসবে পরিণত হয়েছে বহুকাল। থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে পুজোর রীতিনীতি। তাই এবার দুর্গাপুজোর সপ্তমীর এক রিতিকেই তাদের থিম করেছে লেকটাউন অধিবাসীবৃন্দ। তাদের এবারের থিম নবপত্রিকা।




Body:সপ্তমীর সকালের কলাবউ স্নানের সময় প্রয়োজন হয় নবপত্রিকা। নবপত্রিকা আসলে নয়টি উদ্ভিদের সমাহার। যা উৎসর্গ করা হয় নয়টি দেবীকে। অনেকেরই হয়ত একথা অজানা। মণ্ডপের প্রাঙ্গনে নবপত্রিকা নটি অধিষ্ঠাত্রী দেবী ও নবপত্রিকা উৎসর্গের কাহিনীর বর্ণনা রয়েছে। মণ্ডপ তৈরি হয়েছে কাগজ, কাপড়, রেজিন ও নানান ধরণের পাইপ দিয়ে। থিমের সঙ্গে তাল মিলিয়ে দেবী এখানে শান্তি রূপেন সংস্থিতা।




Conclusion:উদ্যোক্তারা জানিয়েছেন মন্দার প্রভাব পড়েছে তাদের পুজোতেও। তার উপর জিএসটির ফাঁদে বিজ্ঞাপনদাতাদের মুখ ভাঁড়। তাই পুজোর বাজেট কাটছাঁট করতে হয়েছে। কম বাজেটেও ভালভাবে পুজোর আয়োজন করা যায় দাবী করলেন লেকটাউন অধিবাসীবৃন্দের আয়োজকরা। বাজেট কাটছাট হলেও মণ্ডপে ভিড় হচ্ছে বেশ ভালোই।
Last Updated : Oct 7, 2019, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.