আমডাঙা (উত্তর 24 পরগনা), 27 ডিসেম্বর : মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা 2 বছরের শিশু (Lady Killed Her Child Due to Extramarital Affairs) ! আর সেই কারণেই সন্তানকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে (Lady Killed her 2 Years Child) ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার আমডাঙায় ৷ ঘটনায় খবর পেয়ে পুলিশ পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার করেছে ৷ অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ ৷ ঘটনায় মহিলার প্রেমিকের ভূমিকা তদন্ত করে দেখছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শিশুটিকে হত্যার পিছনে ওই যুবকের ইন্ধন রয়েছে ৷ ঘটনার পর থেকে পলাতক ওই যুবক ৷
পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগে আমডাঙার রাইপুর গ্রামে স্ত্রী ও 2 বছরের সন্তানকে নিয়ে ভাড়া আসেন এক ব্যক্তি ৷ ছোটখাটো কাজ করেই সংসার চালাতেন তিনি ৷ কিন্তু, অভাবের সংসারের নিত্য অশান্তি লেগেই থাকত দম্পতির মধ্যে ৷ এরই মধ্যে ওই মহিলার স্থানীয় এক যুবক জামালউদ্দিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় ৷ জানাজানি হতে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চরমে ওঠে ৷ রবিবার রাতেও এই নিয়ে অশান্তি হয় দম্পতির মধ্যে ।
গ্রামবাসীদের অভিযোগ তাঁদের সেই অশান্তির মাঝেই নিখোঁজ হয়ে যায় দু’বছরের শিশুটি (Lady Allegedly Killed her Child in North 24 Pargana) ৷ সোমবার সকালে নিখোঁজ ওই শিশুর দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখা যায় ৷ দেহটি পুকুরে উপুড় হয়ে ভাসছিল বলে জানান স্থানীয়রা ৷ খবর ছড়িয়ে পড়তেই সেখানে লোকজন ভীড় করতে শুরু করে ৷ শিশুটির মা-বাবাও সেখানে হাজির হন । তাদের দেখা মাত্রই ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে ৷ অভিযোগ করা হয়, নিজেদের অশান্তির জেরেই শিশুটিকে মেরে ফেলেছেন দম্পতি ৷ খবর পেয়ে ততক্ষণে পুলিশ ঘটনাস্থলে চলে আসে ৷ স্থানীয়দের অভিযোগ পেয়ে পুলিশ ওই দম্পতিকে আটক করে আমডাঙা থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : Pingla Child Murder : পরকীয়ায় কাঁটা, দু’বছরের মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার মা ও তাঁর প্রেমিক
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলা ও তাঁর স্বামী মিলিতভাবে শিশুটিকে খুন করেছেন ৷ এই ঘটনায় মহিলার প্রেমিক জামালউদ্দিনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা ৷ ঘটনায় দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৷ অন্যদিকে, মহিলার প্রেমিক জামালউদ্দিন ঘটনার পর থেকে পলাতক ৷ স্থানীয়দের অভিযোগ, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সংসার করতে চাইছিল মহিলা ৷ কিন্তু, 2 বছরের শিশুটি তাদের পথের কাঁটা হয়ে ছিল ৷ তাই তাকে খুন করা হয়েছে ৷ যদিও, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷