ETV Bharat / state

বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মার, আটক তৃণমূল কর্মী - bjp worker allegedly beaten up by tmc

জানা গিয়েছে, তৃণমূল কর্মী উত্তম সরকারের সঙ্গে সোমা সরকারের টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পুরনো বিবাদ ছিল ।

বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মার
বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মার
author img

By

Published : Feb 2, 2021, 8:46 PM IST

বাগদা, 2 ফেব্রুয়ারি : বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ৷ আজ দুপুরে উত্তর 24 পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকায় ঘটনাটি ঘটে ৷ প্রহৃত বিজেপি নেত্রীর নাম সোমা সরকার ৷ তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য । অভিযুক্ত উত্তম সরকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী উত্তম সরকারের সঙ্গে সোমার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পুরনো বিবাদ ছিল । আজ দুপুরে এক প্রতিবেশী মহিলাকে নিয়ে বাগদা থানায় জরুরি একটি কাজে গিয়েছিলেন ওই মহিলা । ফেরার সময় রাস্তায় উত্তমের সঙ্গে তাঁর দেখা হয় । অভিযোগ, তখনই উত্তম তাঁর উপর চড়াও হয় । রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে । মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : ভয়ংকর খেলা হবে, স্লোগান দিয়ে বিতর্কে প্রাথমিক স্কুল কাউন্সিলের সভাপতি

হাসপাতালের বেডে শুয়ে প্রহৃত বিজেপি নেত্রী বলেন, "আমি বিজেপি করি । তাই আমার উপর তৃণমূলের রাগ ছিল । আমাকে আজ রাস্তায় ফেলে উত্তম সরকার ঘুসি-লাথি মারে । তাতে গুরুতর জখম হয়েছি ।" খবর পেয়ে বাগদা হাসপাতালে ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি মনস্পতি দেব । তিনি বলেন, "সোমা দলের হয়ে ভালো কাজ করছে । সেই আক্রোশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওকে আক্রমণ করেছে ৷ আমরা পুলিশকে জানিয়েছে । পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন শুরু করব ।"

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বাগদা ব্লক পশ্চিম চক্রের সভাপতি অঘোর হালদার বলেন, "একজন মহিলাকে মারধর করা হয়েছে শুনেছি । তবে ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ যে মারধর করেছে সে আমাদের দলের লোক নয় ৷ বিজেপি ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূলকে বদনাম করতে চাইছে ।" পুলিশ অভিযুক্ত উত্তম সরকারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মার

বাগদা, 2 ফেব্রুয়ারি : বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ৷ আজ দুপুরে উত্তর 24 পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকায় ঘটনাটি ঘটে ৷ প্রহৃত বিজেপি নেত্রীর নাম সোমা সরকার ৷ তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য । অভিযুক্ত উত্তম সরকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মী উত্তম সরকারের সঙ্গে সোমার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে পুরনো বিবাদ ছিল । আজ দুপুরে এক প্রতিবেশী মহিলাকে নিয়ে বাগদা থানায় জরুরি একটি কাজে গিয়েছিলেন ওই মহিলা । ফেরার সময় রাস্তায় উত্তমের সঙ্গে তাঁর দেখা হয় । অভিযোগ, তখনই উত্তম তাঁর উপর চড়াও হয় । রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে । মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।

আরও পড়ুন : ভয়ংকর খেলা হবে, স্লোগান দিয়ে বিতর্কে প্রাথমিক স্কুল কাউন্সিলের সভাপতি

হাসপাতালের বেডে শুয়ে প্রহৃত বিজেপি নেত্রী বলেন, "আমি বিজেপি করি । তাই আমার উপর তৃণমূলের রাগ ছিল । আমাকে আজ রাস্তায় ফেলে উত্তম সরকার ঘুসি-লাথি মারে । তাতে গুরুতর জখম হয়েছি ।" খবর পেয়ে বাগদা হাসপাতালে ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি মনস্পতি দেব । তিনি বলেন, "সোমা দলের হয়ে ভালো কাজ করছে । সেই আক্রোশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওকে আক্রমণ করেছে ৷ আমরা পুলিশকে জানিয়েছে । পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন শুরু করব ।"

অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বাগদা ব্লক পশ্চিম চক্রের সভাপতি অঘোর হালদার বলেন, "একজন মহিলাকে মারধর করা হয়েছে শুনেছি । তবে ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ যে মারধর করেছে সে আমাদের দলের লোক নয় ৷ বিজেপি ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূলকে বদনাম করতে চাইছে ।" পুলিশ অভিযুক্ত উত্তম সরকারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে মার

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.