ETV Bharat / state

সল্টলেকে মেট্রো প্রজেক্টে উঁচু থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, সেফটি বেল্ট না থাকার অভিযোগ

সোমবার সল্টলেকে মেট্রো প্রজেক্টে উঁচু থেকে পড়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হল ৷ সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকদের অভিযোগ, কাজের জায়গায় সেফটি বেল্ট ছিল না ৷ বেল্ট ছাড়াই কাজ চলছিল বলে এই দুর্ঘটনা ৷ মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা ৷

সল্টলেকে মেট্রো প্রজেক্টে শ্রমিকের মৃত্যু
সল্টলেকে মেট্রো প্রজেক্টে শ্রমিকের মৃত্যু
author img

By

Published : May 10, 2021, 4:04 PM IST

সল্টলেক, 10 মে: সল্টলেকে মেট্রোর কারশেডে সোলার প্যানেলের কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে মৃত্যু হল এল ঠিকা কর্মীর । কোনও প্রকার সেফটি বেল্ট ছাড়াই চলছিল কাজ বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের ৷ মৃত ঠিকা কর্মীর নাম অজয় হীরা (36) । বাড়ি নদিয়ার ধুবুলিয়ায় । কর্মসূত্রে পরিবার নিয়ে সল্টলেকে থাকতেন তিনি ।

সোমবার সল্টলেকে সিটি সেন্টার এবং করুণাময়ী কারশেডে কাজ চলছিল । সেই সময় মেট্রোর লাইনের ধরে সোলার প্যানেল ঠিক করার সময় সেফটি বেল্ট না থাকায় পড়ে যান বছর ছত্রিশের অজয় হীরা । অন্যান্য ঠিকা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে নিয়ে আসেন । সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর উত্তর থানার পুলিশ । ঠিকা সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

সল্টলেকে মেট্রো প্রজেক্টে শ্রমিকের মৃত্যু, কাজের জায়গায় সেফটি বেল্ট না থাকার অভিযোগ ৷

মৃতের সহকর্মীরা ঠিকা সংস্থার কাছে তাঁর পরিবারের জন্য় ক্ষতিপূরণের দাবি তুলেছেন ৷ সনাতন বৈরাগী নামে এক ঠিকা শ্রমিক জানান, সেফটি বেল্ট ছাড়াই তাঁরা এদিন কাজ করছিলেন ৷ তাতেই এই দুর্ঘটনা ৷ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি ৷ মৃত অজয়ের বাড়িতে স্ত্রী এবং দুই বাচ্চা মেয়ে রয়েছে ৷ তাঁদের দায়িত্ব নিতে হবে এবং মৃত শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্যের দাবি করেছেন বাকি শ্রমিকরা ৷

আরও পড়ুন: অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

সল্টলেক, 10 মে: সল্টলেকে মেট্রোর কারশেডে সোলার প্যানেলের কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে মৃত্যু হল এল ঠিকা কর্মীর । কোনও প্রকার সেফটি বেল্ট ছাড়াই চলছিল কাজ বলে অভিযোগ অন্যান্য শ্রমিকদের ৷ মৃত ঠিকা কর্মীর নাম অজয় হীরা (36) । বাড়ি নদিয়ার ধুবুলিয়ায় । কর্মসূত্রে পরিবার নিয়ে সল্টলেকে থাকতেন তিনি ।

সোমবার সল্টলেকে সিটি সেন্টার এবং করুণাময়ী কারশেডে কাজ চলছিল । সেই সময় মেট্রোর লাইনের ধরে সোলার প্যানেল ঠিক করার সময় সেফটি বেল্ট না থাকায় পড়ে যান বছর ছত্রিশের অজয় হীরা । অন্যান্য ঠিকা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে নিয়ে আসেন । সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর উত্তর থানার পুলিশ । ঠিকা সংস্থার দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।

সল্টলেকে মেট্রো প্রজেক্টে শ্রমিকের মৃত্যু, কাজের জায়গায় সেফটি বেল্ট না থাকার অভিযোগ ৷

মৃতের সহকর্মীরা ঠিকা সংস্থার কাছে তাঁর পরিবারের জন্য় ক্ষতিপূরণের দাবি তুলেছেন ৷ সনাতন বৈরাগী নামে এক ঠিকা শ্রমিক জানান, সেফটি বেল্ট ছাড়াই তাঁরা এদিন কাজ করছিলেন ৷ তাতেই এই দুর্ঘটনা ৷ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি ৷ মৃত অজয়ের বাড়িতে স্ত্রী এবং দুই বাচ্চা মেয়ে রয়েছে ৷ তাঁদের দায়িত্ব নিতে হবে এবং মৃত শ্রমিকের পরিবারকে অর্থ সাহায্যের দাবি করেছেন বাকি শ্রমিকরা ৷

আরও পড়ুন: অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.