ETV Bharat / state

রাজীব কুমারের তৈরি মামলায় হাজিরা দেব কেন ? প্রশ্ন কুণালের - Saradha Scam case

রাজীব কুমারের তৈরি মামলা নিয়ে নৈতিকতার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ । তাঁর বক্তব্য, যে তদন্তকারীর বিরুদ্ধে তদন্ত চলছে তাঁর তৈরি মামলা নিয়ে এগোনোটা বোধ হয় নৈতিকভাবে ঠিক নয় ।

Kunal Ghosh
কুণাল ঘোষ
author img

By

Published : Dec 2, 2019, 8:01 PM IST

Updated : Dec 2, 2019, 10:28 PM IST

বারাসত, 2 ডিসেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা । জেল থেকে ছাড়া পেলেও মাঝেমধ্যেই সেই মামলাগুলিতে হাজিরা দিতে বিভিন্ন আদালতে যেতে হয় তাঁকে । এবিষয়ে আজ ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ । রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ বলেন, "এই মামলাগুলি তৈরি করেছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তো তদন্ত চলছে । তাহলে তাঁর তৈরি করা মামলায় আমি দিনের পর দিন হাজিরা দেব কেন ? কেন এই হয়রানি ?" পাশাপাশি এই হয়রানি থেকে বাঁচতে মামলাগুলির দৈনিক শুনানির জন্য তাঁর আইনজীবী আদালতে আবেদন করেছেন বলে জানান কুণাল ।

সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একটিতে হাজিরা দিতে আজ বারাসত আদালতে আসেন কুণাল । সেখানে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, " এই মামলাগুলি এগোতে পারে না । কারণ এই মামলা তৈরি করেছিল SIT । যার নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তদন্ত চলছে । তাই তাঁর তৈরি করা মামলাগুলোর বিচার নিয়ে এগোনোটা বোধ হয় নৈতিকভাবে ঠিক হচ্ছে না । কিন্তু আদালতের বিরুদ্ধে আমার এখনও পর্যন্ত কোনও বক্তব্য নেই । বিশেষ আদালতে মামলা চলছে । আমি নিশ্চিতভাবে মনে করি, যেখানে রাজীব কুমারের বিরুদ্ধেই তদন্ত চলছে, সেখানে তাঁর তৈরি করা মামলায় আমি এখানে দিনের পর দিন কেন হাজিরা দেব ? কেন হয়রান হব ?"

কেন হয়রানি হচ্ছেন কুণাল ঘোষ ? ভিডিয়োয় শুনুন বক্তব্য...

তিনি এই মামলাগুলির দৈনিক শুনানির দাবি জানিয়ে বলেন, "রাজীব কুমারের বিরুদ্ধে মামলা চলাকালীন যদি আমাকে আসতে হয় তাহলে মামলাগুলির দৈনিক শুনানি করতে হবে । আমার আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন । ফলে এই মামলাগুলি স্থগিত থাকুক । আগে রাজীব কুমারের ফয়সালা হোক । তারপর তিনি কার বিরুদ্ধে তদন্ত করেছেন তার বিচার হবে ।"

অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর তৃণমূলের নেতিবাচক দিকগুলো সংশোধন করার ফলেই বিধানসভা উপনির্বাচনে সাফল্য এসেছে বলে জানালেন কুণাল । তিনি বলেন, "মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ ও দিদিকে বলো কর্মসূচির মতো পদক্ষেপই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ।"

বারাসত, 2 ডিসেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা । জেল থেকে ছাড়া পেলেও মাঝেমধ্যেই সেই মামলাগুলিতে হাজিরা দিতে বিভিন্ন আদালতে যেতে হয় তাঁকে । এবিষয়ে আজ ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ । রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ বলেন, "এই মামলাগুলি তৈরি করেছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তো তদন্ত চলছে । তাহলে তাঁর তৈরি করা মামলায় আমি দিনের পর দিন হাজিরা দেব কেন ? কেন এই হয়রানি ?" পাশাপাশি এই হয়রানি থেকে বাঁচতে মামলাগুলির দৈনিক শুনানির জন্য তাঁর আইনজীবী আদালতে আবেদন করেছেন বলে জানান কুণাল ।

সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একটিতে হাজিরা দিতে আজ বারাসত আদালতে আসেন কুণাল । সেখানে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, " এই মামলাগুলি এগোতে পারে না । কারণ এই মামলা তৈরি করেছিল SIT । যার নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তদন্ত চলছে । তাই তাঁর তৈরি করা মামলাগুলোর বিচার নিয়ে এগোনোটা বোধ হয় নৈতিকভাবে ঠিক হচ্ছে না । কিন্তু আদালতের বিরুদ্ধে আমার এখনও পর্যন্ত কোনও বক্তব্য নেই । বিশেষ আদালতে মামলা চলছে । আমি নিশ্চিতভাবে মনে করি, যেখানে রাজীব কুমারের বিরুদ্ধেই তদন্ত চলছে, সেখানে তাঁর তৈরি করা মামলায় আমি এখানে দিনের পর দিন কেন হাজিরা দেব ? কেন হয়রান হব ?"

কেন হয়রানি হচ্ছেন কুণাল ঘোষ ? ভিডিয়োয় শুনুন বক্তব্য...

তিনি এই মামলাগুলির দৈনিক শুনানির দাবি জানিয়ে বলেন, "রাজীব কুমারের বিরুদ্ধে মামলা চলাকালীন যদি আমাকে আসতে হয় তাহলে মামলাগুলির দৈনিক শুনানি করতে হবে । আমার আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন । ফলে এই মামলাগুলি স্থগিত থাকুক । আগে রাজীব কুমারের ফয়সালা হোক । তারপর তিনি কার বিরুদ্ধে তদন্ত করেছেন তার বিচার হবে ।"

অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর তৃণমূলের নেতিবাচক দিকগুলো সংশোধন করার ফলেই বিধানসভা উপনির্বাচনে সাফল্য এসেছে বলে জানালেন কুণাল । তিনি বলেন, "মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ ও দিদিকে বলো কর্মসূচির মতো পদক্ষেপই বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কারণ ।"

Intro:যার বিরুদ্ধে তদন্ত চলছে,তার দায়িত্বে সারদা মামলায় তৈরি সিটের তদন্তের কোনো গুরুত্ব নেই। আগে এর ফয়সলা হোক। তারপর আমাদের বিরুদ্ধে মামলা চলতে পারে। সারদা মামলায় আজ দুপুরে বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এভাবেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- যার বিরুদ্ধে তদন্ত চলছে,তার দায়িত্বে সারদা মামলায় তৈরি সিটের তদন্তের কোনও গুরুত্ব নেই।আগে তার ফয়সলা হোক। তারপর আমাদের বিরুদ্ধে মামলা চলতে পারে। সারদা মামলায় আজ দুপুরে বারাসাত বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এভাবেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ। এবিষয়ে তিনি বলেন," সারদা মামলা আর এগোতে পারেনা।কারন, এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটের মাথায় ছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার।এখন তো তার বিরুদ্ধেই তদন্ত চলছে। অভিযোগ,তদন্তকারী সেই অভিজ্ঞ ব্যক্তি মামলার তথ্য বিকৃত ও প্রভাব খাটিয়েছেন। সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে সেই কথা জানিয়েছে। মামলায় প্রভাব খাটানোর অভিযোগে যার বিরুদ্ধেই এখন তদন্ত চলছে,তার দায়িত্বে সিটের তদন্ত মামলায় কেন দিনের পর দিন আদালতে এসে হাজিরা ও হয়রানি পোহাতে হবে,তা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।তার কথায়," আদালতের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। সেই জন্য আইনজীবীর মাধ্যমে আজ বিশেষ আদালতের বিচারকের কাছে আমি আবেদন করেছি,যে মামলা দীর্ঘায়িত না করে প্রতিদিন মামলার শুনানি করা হোক। আদালতের মুখোমুখি হয়ে প্রমাণ করে দেব, আমি কোনও অন্যায় করিনি। আমি সম্পুর্নভাবে নির্দোষ।রাজীব কুমারের জামিন খারিজ নিয়ে সিবিআই এর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, কে কোথায় গেছে সেই নিয়ে আমি কিছু বলবনা।তবে, সিবিআই সুপ্রিম কোর্টেই রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছে,সারদা মামলায় প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করেছেন।তারা ফলকনামা দিয়ে এটাও জানিয়েছে, মামলায় তদন্ত করার পরিবর্তে রাজীব কুমার কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছে।তাই আমি মনে করি রাজীব কুমারের তদন্ত মামলা স্থগিত করে আগে ওর ফয়সলা হোক।তারপর মামলা চলতে দেওয়া যেতে পারে। উপ নির্বাচনে তৃণমূলের সাফল্যকে ইতিবাচক দিক বলে উল্লেখ করে তিনি বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের নেতিবাচক দিকগুলো সংশোধন করার ফলেই এই সাফল্য এসেছে।"দিদিকে বলো"- কর্মসূচিও জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছে।সরকারি অনুষ্ঠানে হাসনাবাদের বিডিও-র মুখে মুখ্যমন্ত্রীর শ্রুতি নিয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন,"তিনি কোন অবস্থায় কি প্রসঙ্গে ওই কথা বলেছেন তা আমার জানা নেই।তবে,বিগত দিনে কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন তুষার তালুকদার তার নিজের ঘরে জ্যোতি বসুর ছবি টাঙিয়ে মুখ্যমন্ত্রীকে মনীষী বলেছেন। এর চেয়ে বড় কিছু আর হতে পারেনা।Conclusion:তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কমিশনার হলেই কি নিজের ঘরে মুখ্যমন্ত্রী ছবি টাঙ্গাতে পারে। এর চেয়ে আর বড় কিছু হতে পারেনা।
Last Updated : Dec 2, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.