ETV Bharat / state

সন্ত্রাসের ব্র্যান্ড নেম তৃণমূল : কিরেণ রিজিজু - bjp

"দীনেশ ত্রিবেদী বাইরে ভদ্রলোক হলে কী হবে, তিনি তৃণমূল কংগ্রেসের কালচারের অংশ । যা সন্ত্রাসের সমার্থক ।" ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রচারে এসে বললেন BJP নেতা কিরেণ রিজিজু ।

কিরেণ রিজিজু (ফাইল ছবি)
author img

By

Published : Apr 20, 2019, 5:39 PM IST

Updated : Apr 20, 2019, 5:53 PM IST

ব্যারাকপুর, 20 এপ্রিল : "তৃণমূল-কংগ্রেসের কার্যকলাপ পশ্চিমবঙ্গ ও দেশের জন্য খারাপ ।" আজ ব্যারাকপুরে BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রচারে এসে একথা বললেন BJP নেতা কিরণ রিজিজু । অর্জুন সিংকে নিয়ে হুডখোলা গাড়িতে রোড শো করেন তিনি । পাশাপাশি অর্জুন সিংয়ের BJP-তে আসা প্রসঙ্গে বলেন, "অর্জুন সিং খুব ভালো মানুষ । তাই তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । এটা দেশের জন্যও খুব ভালো । কারণ তৃণমূল কংগ্রেস হল সন্ত্রাসের একটা ব্র্যান্ড নেম ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

তৃণমূলের তরফে অর্জুন সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে কিরেণ রিজিজু বলেন, "ত্রিবেদী বাইরে ভদ্রলোক হলে কী হবে, তিনি এখানে তৃণমূল কালচারের অংশ । যা সন্ত্রাসের সমার্থক ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

পশ্চিমবঙ্গের মানুষকে বিপ্লব চিন্তার শরিক জানিয়ে কিরেণ রিজিজু বলেন, "এখানে 34 বছরের বাম শাসনকে মানুষ ছুড়ে ফেলেছিল। বামেদের অপশাসন মানুষ সহ্য করেনি। তৃণমূল কেউ মানুষ ছুড়ে ফেলবে । কারণ তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করে । গোটা দেশ এখন নরেন্দ্র মোদিকেই সমর্থন করছে । তাই শুধু ব্যারাকপুরে নয়, এরাজ্যের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের পরাজয় হবে ।"

বাংলাদেশের দুই তারকার এই রাজ্যে প্রচারের বিরোধিতা করে বলেন, "গাজি নুর ও ফিরদৌসের বিরুদ্ধে বিদেশমন্ত্রকের দেশ ছাড়ার নির্দেশ একদম সঠিক । সরকারের নিয়ম অত্যন্ত সুস্পষ্ট। আমরা বিদেশিদের স্বাগত জানায় । কিন্তু কোনও আইন বিরুদ্ধ কাজকে সমর্থন করতে পারি না । বিদেশি নাগরিক যে কারণ দেখিয়ে ভিসা নিয়ে এই দেশে এসেছেন, তাঁর সেই কাজই করা উচিত। কিন্তু এই দুই বাংলাদেশি তারকা নিজেদের কাজ না করে ভোটপ্রচার করছিলেন । সেটা ঠিক নয় ।"

ব্যারাকপুর, 20 এপ্রিল : "তৃণমূল-কংগ্রেসের কার্যকলাপ পশ্চিমবঙ্গ ও দেশের জন্য খারাপ ।" আজ ব্যারাকপুরে BJP প্রার্থী অর্জুন সিংয়ের প্রচারে এসে একথা বললেন BJP নেতা কিরণ রিজিজু । অর্জুন সিংকে নিয়ে হুডখোলা গাড়িতে রোড শো করেন তিনি । পাশাপাশি অর্জুন সিংয়ের BJP-তে আসা প্রসঙ্গে বলেন, "অর্জুন সিং খুব ভালো মানুষ । তাই তিনি তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন । এটা দেশের জন্যও খুব ভালো । কারণ তৃণমূল কংগ্রেস হল সন্ত্রাসের একটা ব্র্যান্ড নেম ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

তৃণমূলের তরফে অর্জুন সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে কিরেণ রিজিজু বলেন, "ত্রিবেদী বাইরে ভদ্রলোক হলে কী হবে, তিনি এখানে তৃণমূল কালচারের অংশ । যা সন্ত্রাসের সমার্থক ।"

ভিডিয়োয় শুনুন কিরেণ রিজিজু বক্তব্য

পশ্চিমবঙ্গের মানুষকে বিপ্লব চিন্তার শরিক জানিয়ে কিরেণ রিজিজু বলেন, "এখানে 34 বছরের বাম শাসনকে মানুষ ছুড়ে ফেলেছিল। বামেদের অপশাসন মানুষ সহ্য করেনি। তৃণমূল কেউ মানুষ ছুড়ে ফেলবে । কারণ তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরি করে । গোটা দেশ এখন নরেন্দ্র মোদিকেই সমর্থন করছে । তাই শুধু ব্যারাকপুরে নয়, এরাজ্যের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের পরাজয় হবে ।"

বাংলাদেশের দুই তারকার এই রাজ্যে প্রচারের বিরোধিতা করে বলেন, "গাজি নুর ও ফিরদৌসের বিরুদ্ধে বিদেশমন্ত্রকের দেশ ছাড়ার নির্দেশ একদম সঠিক । সরকারের নিয়ম অত্যন্ত সুস্পষ্ট। আমরা বিদেশিদের স্বাগত জানায় । কিন্তু কোনও আইন বিরুদ্ধ কাজকে সমর্থন করতে পারি না । বিদেশি নাগরিক যে কারণ দেখিয়ে ভিসা নিয়ে এই দেশে এসেছেন, তাঁর সেই কাজই করা উচিত। কিন্তু এই দুই বাংলাদেশি তারকা নিজেদের কাজ না করে ভোটপ্রচার করছিলেন । সেটা ঠিক নয় ।"

রাজু বিশ্বাস,বারাসত:-একাধিক মামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের নির্দেশে নিজের জেলা পশ্চিম মেদিনীপুরে ঢোকাও নিষেধ রয়েছে তার।এবার সেই সিপিএমের একসময়ে দোর্দণ্ড প্রতাপ নেতা ও প্রাক্তন মন্ত্রী ভোটাধিকার প্রয়োগের জন্য আদালতের দ্বারস্থ হলেন।আজ দুপুরে বারাসত স্পেশাল কোর্টে প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের আবেদনের শুনানি ছিল।সেই শুনানিতে সশরীরে হাজির হন তিনি। তবে, সরকারি আইনজীবীর গরহাজিরায় সেই আবেদনের শুনানি হয়নি।ফলে, সুশান্ত ঘোষের ভোটাধিকার প্রয়োগের ভাগ্য ঝুলেই র‌ইল আদালতের ওপর। এনিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ‌ ক্ষোভ লুকিয়ে রাখেননি সিপিএমের এই প্রাক্তন মন্ত্রী। সুশান্ত ঘোষ বলেন, যেকোনো মামলায় সরকারি আইনজীবী না থাকলে তার ওপর প্রভাব তো পরে। এই কোর্টের যিনি সরকারি আইনজীবী ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন সরকারি আইনজীবীও নিয়োগ করা হয়নি। সরকারি আইনজীবী নিয়োগ করা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত।তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ দেশের সাংবিধানিক অধিকার। ২০১৪,ও ২০১৬ সালের নির্বাচনেও আদালতের নির্দেশে আমি ভোটাধিকার প্রয়োগ করেছি।তাই, এবারের নির্বাচনেও যাতে ভোট দিতে পারি, সেইজন্য আদালতের কাছে আবেদন করেছিলাম। কিন্তু, সরকারি আইনজীবী হাজির না থাকায় শুনানি হলনা।আশা করছি,এবার‌ও আদালতের নির্দেশে ভোট দিতে পারব। লোকসভা নির্বাচনে হিংসা ও সাংবাদিকদের আক্রান্ত হওয়া নিয়ে সুশান্ত ঘোষ বলেন, গোটা সমাজটাই এখন জাহান্নামে চলে গেছে। সাংবাদিকরাও সমাজের বাইরে নয়।সবার ওপর‌ই আঘাত নেমে আসছে।আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। কেউ রেহাই পাবেনা। আজকে সেই ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মত ব্যবহার করছে না রাজ্য সরকার।যার ফলে তারা থাকার পরেও বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। যেখানে দরকার নেই, সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। আবার যেখানে দরকার, সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে না। সুশান্ত ঘোষের কথায়, যেভাবে রাজ্য পুলিশের ওপর মানুষ রিয়াক্ট করছে, তাতে রাজ্য সরকার যদি এখনই আমল না দেয়, তাহলে এলাকায় এলাকায় পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সেই পরিস্থিতি গৃহযুদ্ধ তৈরি হওয়ার আশঙ্কাও করছেন সিপিএমের এই প্রাক্তন মন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ও বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে আক্রমণ করে সুশান্ত ঘোষ বলেন, উনি(মুখ্যমন্ত্রী) যাকে মা বলে ডাকতেন,তিনি এখন ওনার সৎ মা হয়েছেন। আর যে মা বলে ডাকত,যে সন্তান তিনি সৎ মায়ের সন্তান কিনা বলা মুশকিল। কে সৎমা,আর কে সৎ মায়ের সন্তান তা ভবিষ্যত‌ই বিচার করবে।তবে,তিনি ও উনি(মুখ্যমন্ত্রী) যা অপরাধ করেছেন,তা পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ক্ষমা করবে না।উনি(ভারতী ঘোষ)এখন জার্সি বদলে মাকে ছেড়ে দিয়ে বাবাকে ধরেছেন। সেখানেও মানুষ তাকে ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সুশান্ত ঘোষ বলেন, দেশে যতজন প্রধানমন্ত্রীর হয়েছেন, তারমধ্যে নিকৃষ্ট তম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। উনি চটকদারি কথাবার্তা ও মিথ্যা প্রতিশ্রুতি দিতে ভালোবাসেন।আর এই রাজ্যে ক্ষমতায় যিনি আছেন তার নাম মুখে আনতেও আমার রুচিতে বাধে।আদালত সূত্রে জানা গেছে, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের আবেদনের পরবর্তী দিন ধার্য হয়েছে ২৬ এপ্রিল।
Last Updated : Apr 20, 2019, 5:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.