ETV Bharat / state

Bangaon Murder: অপহরণ করে ট্রাক চালককে খুন, গ্রেফতার 3 - Kidnapped Truck Driver Murdered

আন্তর্জাতিক এক ট্রাক চালককে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকায় । মৃতের নাম গৌড় দত্ত ৷ এই ঘটনায় তিনজনকে গ্রফতার করা হয়েছে (Kidnapped Truck Driver Murdered) ৷

Bangaon Murder News
বনগাঁয় ট্রাক চালককে খুন
author img

By

Published : Jul 7, 2022, 8:21 PM IST

বনগাঁ, 7 জুলাই: বাড়ি থেকে অপহরণ করে এক আন্তর্জাতিক ট্রাক চালককে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির নাম গৌড় দত্ত (52)। বাড়ি বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকায় (Kidnapped Truck Driver Murdered)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকা । পরিবারের দাবি তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম রশিদ মণ্ডল, মনোজ বৈদ্য ও রাকেশ কারিগর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গৌড়কে সিমলে এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌড়বাবু আগে সোনা পাচারের কাজ করত । বর্তমানে সে দুই নম্বরি কাজ ছেড়ে দিয়েছে । এদিন ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ গিয়েছিল । বিকেলের দিকে বাংলাদেশ থেকে বাড়ি ফেরার সময় বাংলাদেশে তাঁর কাছে একজন জোর করে কয়েকটি সোনার বিস্কুট দিয়েছিল । যা বাংলাদের চেকিং-এর সময় বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানেরা নিয়ে নেয় ৷ পরে তিনি বাড়ি ফিরে আসে ।

আরও পড়ুন : TMC leader killed: তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ 3 জনকে গুলি করে কুপিয়ে খুন ক্যানিং-এ

অভিযোগ, বাড়ি ফিরতেই কয়েকজন তার কাছে বিস্কুটগুলি নিতে আসে । বিস্কুট বাংলাদেশ বর্ডারের গার্ড রেখে দিয়েছে তাদের জানালে তারা বিশ্বাস করতে চায় না । পরবর্তীতে তারা গৌড়কে বাড়ি থেকে বাইকে করে তুলে নিয়ে যায় । তারা বলে যায় গাড়ি তল্লাশি করে দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে । এমনটা দাবি গৌড়ের স্ত্রী মুন্নি দত্তের ।

মুন্নিদেবী বলেন, "বাড়িতে ওকে (গৌড়) নিয়ে যাওয়ার পর থেকে ওর খোঁজ না পেয়ে বনগাঁ থানায় বিষয়টি জানায় । রাতে পুলিশ খবর দেয় অসুস্থ অবস্থায় গৌর বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । হাসপাতালে ওর মৃত্যু হয় ।" তিনি দাবি করেন, ওরা আমার স্বামীকে নিয়ে গিয়েছিল । ওরাই ওকে মেরে ফেলেছে ।

বনগাঁ, 7 জুলাই: বাড়ি থেকে অপহরণ করে এক আন্তর্জাতিক ট্রাক চালককে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির নাম গৌড় দত্ত (52)। বাড়ি বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকায় (Kidnapped Truck Driver Murdered)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকা । পরিবারের দাবি তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম রশিদ মণ্ডল, মনোজ বৈদ্য ও রাকেশ কারিগর ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে গৌড়কে সিমলে এলাকায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গৌড়বাবু আগে সোনা পাচারের কাজ করত । বর্তমানে সে দুই নম্বরি কাজ ছেড়ে দিয়েছে । এদিন ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ গিয়েছিল । বিকেলের দিকে বাংলাদেশ থেকে বাড়ি ফেরার সময় বাংলাদেশে তাঁর কাছে একজন জোর করে কয়েকটি সোনার বিস্কুট দিয়েছিল । যা বাংলাদের চেকিং-এর সময় বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানেরা নিয়ে নেয় ৷ পরে তিনি বাড়ি ফিরে আসে ।

আরও পড়ুন : TMC leader killed: তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ 3 জনকে গুলি করে কুপিয়ে খুন ক্যানিং-এ

অভিযোগ, বাড়ি ফিরতেই কয়েকজন তার কাছে বিস্কুটগুলি নিতে আসে । বিস্কুট বাংলাদেশ বর্ডারের গার্ড রেখে দিয়েছে তাদের জানালে তারা বিশ্বাস করতে চায় না । পরবর্তীতে তারা গৌড়কে বাড়ি থেকে বাইকে করে তুলে নিয়ে যায় । তারা বলে যায় গাড়ি তল্লাশি করে দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে । এমনটা দাবি গৌড়ের স্ত্রী মুন্নি দত্তের ।

মুন্নিদেবী বলেন, "বাড়িতে ওকে (গৌড়) নিয়ে যাওয়ার পর থেকে ওর খোঁজ না পেয়ে বনগাঁ থানায় বিষয়টি জানায় । রাতে পুলিশ খবর দেয় অসুস্থ অবস্থায় গৌর বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়েছে । হাসপাতালে ওর মৃত্যু হয় ।" তিনি দাবি করেন, ওরা আমার স্বামীকে নিয়ে গিয়েছিল । ওরাই ওকে মেরে ফেলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.