ETV Bharat / state

TMC MLA Madan Mitra: 2026 বিধানসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চিত মদন - Kamarhati MLA Madan Mitra

ফের দলের প্রতি ক্ষোভ উগড়ে দিতে শোনা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ৷ 2026 এর বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার আভাস দিলেন তিনি ৷

Madan Mitra
কামারহাটির বিধায়ক মদন মিত্র
author img

By

Published : Aug 6, 2023, 3:15 PM IST

বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র

কামারহাটি, 6 অগস্ট: ফের বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ দলের বিরুদ্ধে পরোক্ষ ভাবেই ক্ষোভ উগরে দিলেন তিনি ৷ 2026 বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেল মদনের গলায় ৷ তিনি বলেন, "আমার ক্ষমতা খুবই সীমিত ৷ আমার তো আর ক'দিন ৷ এই তো হয়ে গেল 23-24 ৷ আর ক'দিন বাকি আছে ৷ আমার আর 26 এরপর দাঁড়াবার মত জায়গা থাকবে বলে মনে হয় না ৷ সৌগত দা নিশ্চয়ই 2024 ভোটে দাঁড়াবেন ৷"

শনিবার সোশাল মিডিয়ায় এ কথা বলেন মদন মিত্র ৷ তাঁর এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ কেন মদন মিত্র এ কথা বললেন ? তাহলে কি তিনি আঁচ পেয়ে গিয়েছেন 2026 সালের বিধানসভা ভোটে তিনি দল থেকে টিকিট পাচ্ছেন না ? নাকি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন । নাকি দলের প্রতি তাঁর ক্ষোভ বাড়ছে । এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূলের অন্দরমহলে ৷ বিধায়ক এ দিন বলেন, " আমাদেরই দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারছে ৷ আমরা তাদের ঘৃণা করি ৷" তাঁর কথায়, কিছু দালাল-চিটিংবাজ দলের মধ্যে ঢুকে নোংরামি ও অন্তর্ঘাত করছে ৷ মিথ্যা খবর দিয়ে দলকে নোংরা করার চেষ্টা করছে ৷ তবে তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন ৷ জানান, ভালো করে কাজ করলে পুরস্কার পাওয়া যাবে ৷

আরও পড়ুন: বিরোধীদের নোংরামিকে টিপে মারার হুঁশিয়ারি মদনের

কামারহাটির বিধায়ক আরও বলেন, "তৃণমূল ভালো লাগবে না করবেন না ৷ আমাদের দলেরই একাংশ সিপিএম বিজেপিকে তেল দিচ্ছে ৷ কোন নেতা মন্ত্রী সাংসদ এল কি এল না এটা বিষয় না ৷ মনে রাখবেন কর্মীরাই দলের সম্পদ ৷ বিপদ আসলে নেতা মন্ত্রী ছাদের ওপর উঠে যায় ৷ তখন কর্মীরাই দলকে বাঁচায় ৷ তাই দলটাকে বাঁচান ৷ দল বাঁচলে আমরা বাঁচব ৷ "

বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র

কামারহাটি, 6 অগস্ট: ফের বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ দলের বিরুদ্ধে পরোক্ষ ভাবেই ক্ষোভ উগরে দিলেন তিনি ৷ 2026 বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা গেল মদনের গলায় ৷ তিনি বলেন, "আমার ক্ষমতা খুবই সীমিত ৷ আমার তো আর ক'দিন ৷ এই তো হয়ে গেল 23-24 ৷ আর ক'দিন বাকি আছে ৷ আমার আর 26 এরপর দাঁড়াবার মত জায়গা থাকবে বলে মনে হয় না ৷ সৌগত দা নিশ্চয়ই 2024 ভোটে দাঁড়াবেন ৷"

শনিবার সোশাল মিডিয়ায় এ কথা বলেন মদন মিত্র ৷ তাঁর এই ভিডিয়ো ভাইরাল হতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ কেন মদন মিত্র এ কথা বললেন ? তাহলে কি তিনি আঁচ পেয়ে গিয়েছেন 2026 সালের বিধানসভা ভোটে তিনি দল থেকে টিকিট পাচ্ছেন না ? নাকি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন । নাকি দলের প্রতি তাঁর ক্ষোভ বাড়ছে । এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছে তৃণমূলের অন্দরমহলে ৷ বিধায়ক এ দিন বলেন, " আমাদেরই দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে ছোবল মারছে ৷ আমরা তাদের ঘৃণা করি ৷" তাঁর কথায়, কিছু দালাল-চিটিংবাজ দলের মধ্যে ঢুকে নোংরামি ও অন্তর্ঘাত করছে ৷ মিথ্যা খবর দিয়ে দলকে নোংরা করার চেষ্টা করছে ৷ তবে তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন ৷ জানান, ভালো করে কাজ করলে পুরস্কার পাওয়া যাবে ৷

আরও পড়ুন: বিরোধীদের নোংরামিকে টিপে মারার হুঁশিয়ারি মদনের

কামারহাটির বিধায়ক আরও বলেন, "তৃণমূল ভালো লাগবে না করবেন না ৷ আমাদের দলেরই একাংশ সিপিএম বিজেপিকে তেল দিচ্ছে ৷ কোন নেতা মন্ত্রী সাংসদ এল কি এল না এটা বিষয় না ৷ মনে রাখবেন কর্মীরাই দলের সম্পদ ৷ বিপদ আসলে নেতা মন্ত্রী ছাদের ওপর উঠে যায় ৷ তখন কর্মীরাই দলকে বাঁচায় ৷ তাই দলটাকে বাঁচান ৷ দল বাঁচলে আমরা বাঁচব ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.