ETV Bharat / state

মতুয়াদের সঙ্গে নেচে ভোট প্রচার সারলেন কাকলি - dance

চৈত্রের কাঠফাটা রোদে মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার
author img

By

Published : Mar 24, 2019, 7:43 PM IST

Updated : Mar 24, 2019, 10:58 PM IST

হাবরা, 24 মার্চ : ভোটের এখনও দেড়মাসেরও বেশি বাকি। এদিকে প্রচার শুরু করে দিয়েছেন আগেভাগেই। চৈত্রের কাঠফাটা রোদে আজ মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

আজ হাবরার আক্রমপুরে মতুয়াদের একটি অনুষ্ঠানে হাজির হন কাকলি ঘোষদস্তিদার। সেখানে তাঁকে মতুয়া রীতিতে বরণ করা হয়। তিনি মতুয়াদের ডঙ্কা বাজানোর পাশাপাশি দু'হাত তুলে মতুয়া নৃত্যও করেন।

প্রচণ্ড গরমের মধ্যে প্রচার কতটা কষ্টকর ? এর জবাবে কাকলি বলেন, "আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। মানুষের কাজ করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমাদের কোনও অসুবিধা হয় না।"

মতুয়া মঞ্চে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবনকথাও আলোচনা করেন।

হাবরা, 24 মার্চ : ভোটের এখনও দেড়মাসেরও বেশি বাকি। এদিকে প্রচার শুরু করে দিয়েছেন আগেভাগেই। চৈত্রের কাঠফাটা রোদে আজ মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

আজ হাবরার আক্রমপুরে মতুয়াদের একটি অনুষ্ঠানে হাজির হন কাকলি ঘোষদস্তিদার। সেখানে তাঁকে মতুয়া রীতিতে বরণ করা হয়। তিনি মতুয়াদের ডঙ্কা বাজানোর পাশাপাশি দু'হাত তুলে মতুয়া নৃত্যও করেন।

প্রচণ্ড গরমের মধ্যে প্রচার কতটা কষ্টকর ? এর জবাবে কাকলি বলেন, "আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। মানুষের কাজ করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমাদের কোনও অসুবিধা হয় না।"

মতুয়া মঞ্চে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবনকথাও আলোচনা করেন।

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_24/03 /2019 টিটাগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর বিপুল অংকের টাকাসহ গ্রেপ্তার S. T. F. এর হাতে... টিটাগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাজির খানকে বিপুল অঙ্কের টাকা সহ গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে তার কাছে এলো তা নিয়ে সদুত্তর দিতে পারেনি নাজির খান। রেল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল অঙ্কের টাকা নিয়ে কলকাতায় আসছে নাজির খান। সেই অনুযায়ী উত্তর প্রদেশ থেকে দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা আসা মাত্রই রেল পুলিশ আটক করে নাজির খান কে। তার কাছ থেকে 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এরপর রেল পুলিশ নাজির খান কে এস টি এফ এর হাতে তুলে দেয়। লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে এই তৃণমূল কাউন্সিলর এর কাছ থেকে এত টাকা কোথা থেকে আসছিল, এই টাকার উৎস কোথায় এবং কি খাতে এই টাকা ব্যবহার হতো তার কোন সদুত্তর দিতে পারেনি এই তৃণমূল কাউন্সিলর। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে টিটাগড় পৌরসভার পৌর প্রধান প্রশান্ত চৌধুরী জানান তার এব্যাপারে কিছু জানা নেই তবে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এই নাজির খানের এলাকায় দুধের ব্যবসা ছাড়াও মুর্শিদাবাদের বিড়ি ব্যবসা রয়েছে। তাই ব্যবসায়িক কারণে বেশিরভাগ সময় এলাকার বাইরেই থাকত নাজির। তাই তার সাথে তেমন কোনো যোগাযোগ থাকত না। কিন্তু এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল সে।ব্যবসায়ী হিসেবে এই পরিমাণ টাকা তার কাছে থাকা অসম্ভব নয়। সম্ভবত চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি মনে করেন।
Last Updated : Mar 24, 2019, 10:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.