ETV Bharat / state

ব্যর্থতা দলের নয়, যারা দল করে তাদের : কানাইয়া

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

author img

By

Published : May 23, 2019, 6:21 PM IST

Updated : May 23, 2019, 7:38 PM IST

কানাইয়ালাল আগরওয়াল

রায়গঞ্জ, 23 মে : মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারেননি বলেই হারতে হয়েছে, এই কথা কার্যত স্বীকার করে নিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

হার একপ্রকার নিশ্চিত মনে করে কানাইয়া বলেন, "রাজনীতিতে হার-জিত চলতেই থাকবে ।" দলের ব্যর্থতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ব্যর্থতা দলের হয় না । দল যারা করে তাদের হয় ।" ভোটের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "নেতৃত্বদের নিয়ে বসে এরকম ফলাফলের কারণ মূল্যায়ন করতে হবে ।" BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জবাব দিয়েছে মানুষ । এই দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এটা তাঁর বক্তব্য । কোনও সন্ত্রাস হয়নি । ফলাফল পর্যালোচনা করে দেখা হবে ।"

রায়গঞ্জ, 23 মে : মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারেননি বলেই হারতে হয়েছে, এই কথা কার্যত স্বীকার করে নিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

হার একপ্রকার নিশ্চিত মনে করে কানাইয়া বলেন, "রাজনীতিতে হার-জিত চলতেই থাকবে ।" দলের ব্যর্থতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ব্যর্থতা দলের হয় না । দল যারা করে তাদের হয় ।" ভোটের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "নেতৃত্বদের নিয়ে বসে এরকম ফলাফলের কারণ মূল্যায়ন করতে হবে ।" BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জবাব দিয়েছে মানুষ । এই দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এটা তাঁর বক্তব্য । কোনও সন্ত্রাস হয়নি । ফলাফল পর্যালোচনা করে দেখা হবে ।"

রায়গঞ্জ, ২৩ মে, প্রসুন মৈত্র : মানুষের কাছে আমরা সেভাবে পৌঁছাতে পারিনি তাই আমরা হেরে গেলাম, আগামীতে এই ফলাফল নিয়ে পর্যালোচনা করা হবে। রায়গঞ্জ গননা কেন্দ্র থেকে চলে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এমনটাই জানালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের পরাজিত তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ লোকসভা আসনে তৃনমুল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কে পরাজিত করে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। প্রার্থীর জয়ের আভাস পেতেই রায়গঞ্জ শহরে আনন্দ উৎসবে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা। একের পর এক রাউন্ডের গননা শেষ হতেই ব্যাবধান বাড়তে থাকে তৃনমূল আর বিজেপির মধ্যে। সপ্তম রাউন্ড শেষ হতেই বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর জয়ের পথ মসৃন হতে থাকে। আর এই খবর চাউর হতেই বিজেপি কর্মী সমর্থকেরা ভীড় জমান রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গননা কেন্দ্রের সামনে। শুরু হয় বিজেপির বিজয় উৎসব পালন। একে অপরকে গেরুয়া আবীরে রাঙানোর পাশাপাশি মিস্টিমুখ করানো হয়। শহর জুড়ে আনন্দ উৎসবে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। পরাজিত হয়ে তৃনমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল এর প্রতিক্রিয়া, " আমরা মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারিনি সেকারনেই এই ফল হয়েছে। ফলাফলের পর্যালোচনা করা হবে।
Last Updated : May 23, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.