হাবড়া, 17 ফেব্রুয়ারি: CAA, NRC, NPR ইশুতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত অব্যাহত ৷ এই প্রসঙ্গে ফের কেন্দ্রের BJP সরকারকে হুঁশিযারি দিলেন জ্যোতিপ্রিয মল্লিক ৷ খাদ্যমন্ত্রী তথা রাজ্যের তৃণমূল নেতা বললেন, ''গেরুয়া ফেট্টি বেঁধে বাংলার বুকে মস্তানি করতে দেব না ।'' রবিবার উত্তর 24 পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই হুঁশিয়ারি দিলেন জ্যোতিপ্রিয়বাবু । একইভাবে এদিন মঞ্চ থেকে BJP-কে আক্রমণের নিশানা করেন সাংসদ কাকলি ঘোষদস্তিদারও।
এদিন হাবড়ার দেশবন্ধু পার্কের মাঠে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড বিলি কর্মসূচির সূচনা হয়। ওই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''আমরা রাজ্যে NPR চালু করতে দিইনি । তারপরেও গলায় গেরুয়া ফেট্টি বেঁধে ব্যবসায়ীর দোকানে ঢুকে BJP কর্মীরা মস্তানি করেছিল । ওরা ওই ব্যবসায়ীর কাগজপত্র দেখতে চেয়েছিল । ওরা কোন হরিদাস পাল যে ওদের কাগজ দেখাতে হবে। ওটা উত্তরপ্রদেশে করুক । গলায় গেরুয়া ফেট্টি বেঁধে বাংলায় কাউকে মস্তানি করতে দেব না ।''
লোকসভা নির্বাচনের পর ভাটপাড়া পৌরসভা দখল করেছিল BJP । পৌরপ্রধান হন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং । যদিও সাত মাস পরে সেই পৌরসভা পুনর্দখল করে তৃণমূল । তারপরই পৌরসভার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল । এদিন খাদ্যমন্ত্রী বলেন, ''পৌরসভাকে গ্রান্টার রেখে অর্জুন সিংয়ের ভাইপো অনেক টাকা ঋণ নিয়েছে। সেই টাকা কোষাগারে জমা পড়েনি । সেই টাকা গেল কোথায়? অডিট করতে দেয়নি । কোন ফান্ডের টাকা কোথায় খরচ হয়েছে, তার কোনও হিসেবই পৌরসভায় নেই । আমরা সব তদন্ত করব ।''
সাংসদ কাকলি ঘোষদস্তিদারও BJP-কে নিশানা করেন । তিনি বলেন, ''কেন্দ্রে বিভাজনের সরকার । মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে।''ওই অনুষ্ঠান মঞ্চ থেকে হাবড়া পৌরসভার 24টি ওয়ার্ডের প্রায় তিন হাজার উপভোক্তার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হয় ।