ETV Bharat / state

বোমার শিল্প অর্জুনের থেকে ভালো কেউ জানে না: জ্যোতিপ্রিয় - দিলীপ ঘোষ

BJP নেতাদের পাগল বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এছাড়াও BJP দলকে পাগলের দল বলে কটাক্ষ করেন তিনি ৷ অর্জুন সিংকে বোমা বাঁধার শিল্পী বলে আক্রমণ করেন ৷

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Jan 11, 2020, 11:06 PM IST

হাবড়া, 11 জানুয়ারি: উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের যোগ দিয়ে BJP-কে আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP-র কয়েকজন নেতাকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারজনই হল বদ্ধ পাগল । আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম । না হলে পাগলাগারদে রেখে দেওয়া দরকার ।"

চলতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বলেন, "মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লাখ মানুষ হেঁটেছেন । দিলীপ ঘোষের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে । দিলীপ ঘোষ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না । ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক । তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাঁটতে পারবেন ।"

তিনি এই বিষয়ে আরও বলেন, "BJP একটা পাগলের দল । ওদের দলের BJP অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল । ওই দলের সব ক'টা নেতাই পাগল । আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভরতি করতাম । ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম । না হলে প্রত্যেককে পাগলা গারদে ভরতি করে দিতাম । আমরা ওদের নিয়ে ভাবিই না । পুলিশও ভাবে না । আমরা ওদের রাজনৈতিক নেতা বলেও মনে করি না । কর্মী বলেও মনে করি না । আমি মনে করি, পাগলদের পাগলাগারদ থেকে এনে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় । দিলীপ হল সে রকম একজন ।"

অন্যদিকে আজ নৈহাটির বিস্ফোরণ স্থান পরিদর্শনে যান BJP সাংসদ অর্জুন সিং ৷ তৃণমূলই সেখানে বোমা তৈরি করত বলে অভিযোগ তোলেন তিনি ৷ সামনে পৌরসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে জয়লাভ করতেই তৃণমূল এই বোমা মজুত রেখেছিল তা ব্যবহার করবে বলে অভিযোগ জানান তিনি ৷ প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বোমার বিষয়টই উনি খুব ভালো করে জানেন ৷ বোম যে কী শিল্প তা অর্জুন সিংয়ের থেকে ভালো কেউ জানে না ৷ ভারত পাকিস্তানের লড়াই হলে যে পরিমাণ বোমা পড়েছিল সেই পরিমাণ বোমা ফেলেছে অর্জুন ৷ কাঁকিনাড়া, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর, নোয়াপাড়া বিভিন্ন জায়গায় বোমা ফেলেছে ৷ তাই শিল্পটা উনি ভালো করে জানেন কী করে বোমা তৈরি করতে হয় ৷ কীভাবে বোমা মারতে হয় ৷ মিডিয়ায় যেগুলো দেখা গেছে সেগুলো কালিপটকা, বারুদ, চকোলেট বোমা, তুবড়ি ৷ ওখানে কোনও বোমা পাওয়া যায়নি ৷ ওগুলো ড্রামের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ৷ ওগুলোকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করার দরকার ছিল কিন্তু এক্ষেত্রে একসঙ্গে করে দেওয়া হয়েছে ৷ অর্জুনের থেকে বাংলায় বোমার শিল্প আর কেউ ভালো জানেন না ৷ উনি ওটাকে কুটির শিল্প বানিয়ে ফেলেছেন ৷ ওনার কাছে কত বেআইনি অস্ত্র আছে, কোথায় আছে তা উনি খুব ভালোই জানেন ৷ ওর মতো এত বড় অস্ত্রের শিল্পী আমি জীবনদশায় দেখিনি ৷ মুঙ্গের কাকে বলে উনি জানেন ৷ মুঙ্গেরে কোন গলি দিয়ে, কোথা থেকে অস্ত্র আনতে হবে উনি জানেন ৷ উনি নতুন করে আর কী বলবেন? নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপানো যাবে না ৷ অর্জুনবাবু আয়নায় ভালো করে মুখটা দেখুন ৷ তাহলেই বুঝতে পারবেন কী বলছেন আর কী দেখাচ্ছেন আমাদের ৷"

হাবড়া, 11 জানুয়ারি: উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের যোগ দিয়ে BJP-কে আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP-র কয়েকজন নেতাকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারজনই হল বদ্ধ পাগল । আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম । না হলে পাগলাগারদে রেখে দেওয়া দরকার ।"

চলতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বলেন, "মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লাখ মানুষ হেঁটেছেন । দিলীপ ঘোষের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে । দিলীপ ঘোষ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না । ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক । তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাঁটতে পারবেন ।"

তিনি এই বিষয়ে আরও বলেন, "BJP একটা পাগলের দল । ওদের দলের BJP অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল । ওই দলের সব ক'টা নেতাই পাগল । আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভরতি করতাম । ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম । না হলে প্রত্যেককে পাগলা গারদে ভরতি করে দিতাম । আমরা ওদের নিয়ে ভাবিই না । পুলিশও ভাবে না । আমরা ওদের রাজনৈতিক নেতা বলেও মনে করি না । কর্মী বলেও মনে করি না । আমি মনে করি, পাগলদের পাগলাগারদ থেকে এনে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় । দিলীপ হল সে রকম একজন ।"

অন্যদিকে আজ নৈহাটির বিস্ফোরণ স্থান পরিদর্শনে যান BJP সাংসদ অর্জুন সিং ৷ তৃণমূলই সেখানে বোমা তৈরি করত বলে অভিযোগ তোলেন তিনি ৷ সামনে পৌরসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে জয়লাভ করতেই তৃণমূল এই বোমা মজুত রেখেছিল তা ব্যবহার করবে বলে অভিযোগ জানান তিনি ৷ প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বোমার বিষয়টই উনি খুব ভালো করে জানেন ৷ বোম যে কী শিল্প তা অর্জুন সিংয়ের থেকে ভালো কেউ জানে না ৷ ভারত পাকিস্তানের লড়াই হলে যে পরিমাণ বোমা পড়েছিল সেই পরিমাণ বোমা ফেলেছে অর্জুন ৷ কাঁকিনাড়া, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর, নোয়াপাড়া বিভিন্ন জায়গায় বোমা ফেলেছে ৷ তাই শিল্পটা উনি ভালো করে জানেন কী করে বোমা তৈরি করতে হয় ৷ কীভাবে বোমা মারতে হয় ৷ মিডিয়ায় যেগুলো দেখা গেছে সেগুলো কালিপটকা, বারুদ, চকোলেট বোমা, তুবড়ি ৷ ওখানে কোনও বোমা পাওয়া যায়নি ৷ ওগুলো ড্রামের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ৷ ওগুলোকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করার দরকার ছিল কিন্তু এক্ষেত্রে একসঙ্গে করে দেওয়া হয়েছে ৷ অর্জুনের থেকে বাংলায় বোমার শিল্প আর কেউ ভালো জানেন না ৷ উনি ওটাকে কুটির শিল্প বানিয়ে ফেলেছেন ৷ ওনার কাছে কত বেআইনি অস্ত্র আছে, কোথায় আছে তা উনি খুব ভালোই জানেন ৷ ওর মতো এত বড় অস্ত্রের শিল্পী আমি জীবনদশায় দেখিনি ৷ মুঙ্গের কাকে বলে উনি জানেন ৷ মুঙ্গেরে কোন গলি দিয়ে, কোথা থেকে অস্ত্র আনতে হবে উনি জানেন ৷ উনি নতুন করে আর কী বলবেন? নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপানো যাবে না ৷ অর্জুনবাবু আয়নায় ভালো করে মুখটা দেখুন ৷ তাহলেই বুঝতে পারবেন কী বলছেন আর কী দেখাচ্ছেন আমাদের ৷"

Intro:মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রাঃ দিলীপকে হাসপাতালে ভর্তি করাতে চান জ্যোতিপ্রিয়

হাবড়াঃ দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারটেই হল বদ্ধ পাগল। আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম। না-হলে পাগলা গারদে রেখে দেওয়া দরকার। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই প্রতিক্রিয়া জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

গত বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হাবড়ায় সে ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাইলে জ্যোতিপ্রিয় বলেন, 'মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লক্ষ মানুষ হেঁটেছেন। দিলীপের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। দিলীপ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না। ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক। তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাটতে পারবেন।'

বিজেপির এই পদযাত্রাকে মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রা মনে করছেন কি না। সে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেছেন, 'ধুর বিজেপি একটা পাগলের দল। ওদের দলের বিজেপি অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল। ওই দলের সব ক'টা নেতাই পাগল। আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভর্তি করতাম। ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম। না হলে সব ক'টাকে পাগলা গারদে ভর্তি করে দিতাম।'

পুলিশ অনুমতি না দিলেও বিজেপি সেদিন পদযাত্রা করবেই। সরকার সে ব্যাপারে কী ভাবছে? জবাবে জ্যোতিপ্রিয় বলেন, 'আমরা ওদের নিয়ে ভাবিই না। পুলিশও ভাবে না। ওগুলো হল পাগল। আমরা ওদের রাজনৈতিক নেতাও মনে করি না। কর্মীও মনে করি না। আমি মনে করি, একটা পাগলকে পাগলকে পাগলা গারদ থেকে এনে ছেড়ে দিয়েছে রাস্তায়। দিলীপ হল সে রকম একটা।'Body:মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রাঃ দিলীপকে হাসপাতালে ভর্তি করাতে চান জ্যোতিপ্রিয়

হাবড়াঃ দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারটেই হল বদ্ধ পাগল। আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম। না-হলে পাগলা গারদে রেখে দেওয়া দরকার। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই প্রতিক্রিয়া জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

গত বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হাবড়ায় সে ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাইলে জ্যোতিপ্রিয় বলেন, 'মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লক্ষ মানুষ হেঁটেছেন। দিলীপের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। দিলীপ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না। ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক। তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাটতে পারবেন।'

বিজেপির এই পদযাত্রাকে মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রা মনে করছেন কি না। সে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেছেন, 'ধুর বিজেপি একটা পাগলের দল। ওদের দলের বিজেপি অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল। ওই দলের সব ক'টা নেতাই পাগল। আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভর্তি করতাম। ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম। না হলে সব ক'টাকে পাগলা গারদে ভর্তি করে দিতাম।'

পুলিশ অনুমতি না দিলেও বিজেপি সেদিন পদযাত্রা করবেই। সরকার সে ব্যাপারে কী ভাবছে? জবাবে জ্যোতিপ্রিয় বলেন, 'আমরা ওদের নিয়ে ভাবিই না। পুলিশও ভাবে না। ওগুলো হল পাগল। আমরা ওদের রাজনৈতিক নেতাও মনে করি না। কর্মীও মনে করি না। আমি মনে করি, একটা পাগলকে পাগলকে পাগলা গারদ থেকে এনে ছেড়ে দিয়েছে রাস্তায়। দিলীপ হল সে রকম একটা।'Conclusion:মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রাঃ দিলীপকে হাসপাতালে ভর্তি করাতে চান জ্যোতিপ্রিয়

হাবড়াঃ দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারটেই হল বদ্ধ পাগল। আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম। না-হলে পাগলা গারদে রেখে দেওয়া দরকার। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই প্রতিক্রিয়া জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

গত বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হাবড়ায় সে ব্যাপারে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাইলে জ্যোতিপ্রিয় বলেন, 'মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লক্ষ মানুষ হেঁটেছেন। দিলীপের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন। মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। দিলীপ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না। ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক। তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাটতে পারবেন।'

বিজেপির এই পদযাত্রাকে মুখ্যমন্ত্রীর পালটা পদযাত্রা মনে করছেন কি না। সে প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেছেন, 'ধুর বিজেপি একটা পাগলের দল। ওদের দলের বিজেপি অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল। ওই দলের সব ক'টা নেতাই পাগল। আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভর্তি করতাম। ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম। না হলে সব ক'টাকে পাগলা গারদে ভর্তি করে দিতাম।'

পুলিশ অনুমতি না দিলেও বিজেপি সেদিন পদযাত্রা করবেই। সরকার সে ব্যাপারে কী ভাবছে? জবাবে জ্যোতিপ্রিয় বলেন, 'আমরা ওদের নিয়ে ভাবিই না। পুলিশও ভাবে না। ওগুলো হল পাগল। আমরা ওদের রাজনৈতিক নেতাও মনে করি না। কর্মীও মনে করি না। আমি মনে করি, একটা পাগলকে পাগলকে পাগলা গারদ থেকে এনে ছেড়ে দিয়েছে রাস্তায়। দিলীপ হল সে রকম একটা।'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.