হাবড়া, 8 নভেম্বর : ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন হাবড়ার এমএ ইংলিশ চায়েওয়ালি টুকটুকি দাস। তাঁর খবর পৌঁছে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও। রবিবার তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া পৌরসভায় ডেকে এদিন দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন বনমন্ত্রী। জানতে চান টুকটুকির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।
জ্যোতিপ্রিয়বাবুকে তরুণী জানিয়েছেন, চাকরি নয়, তিনি ব্যবসাই করতে চান ৷ কিন্তু কারও সহযোগিতা ছাড়া । টুকটুকির এই দৃঢ় সংকল্প মনে ধরেছে বনমন্ত্রীর । ব্যবসার জন্য টুকটুকিকে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন : MA English Chaiwali: ছক ভেঙে নতুন রাস্তায় তরুণী, এমএ পাশ ‘চায়েওয়ালি’র দোকানে ভিড় বাড়ছে
এদিন টুকটুকি দাসের সঙ্গে কথা বলে অভিভূত রাজ্যের বনমন্ত্রী৷ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "টুকটুকির কথা শুনে আমি আশ্চর্য হলাম। মেয়ে হয়েও ব্যবসা করে সে কিছু করতে চায়। আমরা বাঙালিরা ভাবি যদি কোনও মন্ত্রী, এমএলএ বা এমপিদের হাত ধরে একটি চাকরি পাওয়া যায়। কিন্তু টুকটুকি তাঁদের থেকে সম্পূর্ণ আলাদা। সে আমাকে জানিয়েছে একটা ব্যবসা করতে চায়। কিন্তু কারও সহযোগিতা ছাড়া। ও কোনও আর্থিক সাহায্য নেবে না, তবে আনুসাঙ্গিক সাহায্য আমরা করব। পৌরসভার পক্ষ থেকে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠানের আধুনিকীকরণ করা হবে। টুকটুকি চাইলে রাজ্য সরকারের বিভিন্ন মেলায় ওর দোকানকে আমরা মডেল করে নিয়ে যাব।" টুকটুকি জীবনে একদিন অনেক বড় হবে বলেও আশাবাদী মন্ত্রী ৷
পড়াশোনা করে চাকরি পেতে হবে, নইলে ভবিষ্যৎ অন্ধকার। এই ভাবনা থেকে বেরিয়ে নিজের চায়ের দোকান করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন হাবড়ার কৈপুকুরের বছর ছাব্বিশের টুকটুকি দাস। হাবড়ার 2 নম্বর স্টেশনে একটি ছোট ঘর নিয়ে ইতিমধ্যে তিনি খুলে ফেলেছেন নিজের চায়ের দোকান। যার নাম এমএ ইংলিশ চায়েওয়ালি। গত সপ্তাহের সোমবার অর্থাৎ 1 নভেম্বর থেকেই শুরু হয়েছে টুকটুকির চায়ের দোকানের পথ চলা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার পেয়ে জনপ্রিয়তা পেয়েছে এই দোকান।