ETV Bharat / state

Cyber Crime in Bidhannagar: সাইবার প্রতারণার শিকার বিচারক, রাজস্থান থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

সাইবার প্রতারণার শিকার এবার বিচারক ৷ গতবছর অক্টোবরের ঘটনায় বিধাননগরের সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime in Bidhannagar) মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

author img

By

Published : Feb 18, 2023, 1:35 PM IST

Cyber Crime in Bidhannagar ETV BHARAT
Cyber Crime in Bidhannagar

বিধাননগর, 18 ফেব্রুয়ারি: এবার সাইবার প্রতারণার শিকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷ ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে হোটেল বুক করে প্রতারণার শিকার হন বিচারক সোমশুভ্র ঘোষাল (Judicial Magistrate Somsubhra Ghoshal Victims of Cyber Crime) ৷ এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে রাজস্থান থেকে মূল অভিযুুক্তকে গ্রেফতারও করেছে ৷ ধৃতের নাম প্রেম চাঁদ ৷ বিচারক সোমশুভ্র ঘোষাল কোন আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত রয়েছেন তা জানাতে চায়নি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগে বিধাননগর আদালতে ছিলেন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, 2022 সালের অক্টোবর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে একটি পাঁচতারা হোটেলের বুকিং করার চেষ্টা করেন ৷ কিন্তু, সেই সময়ই তাঁর কাছে সেই হোটেলের বুকিং প্রসিডিউরের জন্যে একজন ফোন করেন ৷ হোটেলে বুকিং করার জন্য বিচারককে টাকা জমা দিতে বলেন ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি ৷ সেই মতো বিচারককে অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয় ৷

বিচারক সোমশুভ্র ঘোষাল সেই ব্যাংক অ্যাকাউন্টে 92 হাজার টাকা ট্রান্সফার করে দেন ৷ কিছুদিন পর ওই হোটেলে নিজের বুকিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মাথায় হাত পড়ে তাঁর ৷ জানতে পারেন তাঁর নামে পাঁচতারা ওই হোটেলে কোনও রুম বুকিf করা হয়নি ৷ বিচারক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার ৷ এরপর বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, পাঁচতারা হোটেলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল ৷ এরপর টাকা কোন অ্যাকাউন্টে জমা পড়েছে, সেই সূত্র ধরে রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই ঘটনার মূল অভিযুক্ত প্রেম চাঁদকে গ্রেফতার করে পুলিশ ৷ গতকাল ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে অভিযুক্তকে ৷ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ভুয়ো ওয়েব সাইটটি সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা বন্ধ করে দিয়েছেন ৷

বিধাননগর, 18 ফেব্রুয়ারি: এবার সাইবার প্রতারণার শিকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷ ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে হোটেল বুক করে প্রতারণার শিকার হন বিচারক সোমশুভ্র ঘোষাল (Judicial Magistrate Somsubhra Ghoshal Victims of Cyber Crime) ৷ এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে রাজস্থান থেকে মূল অভিযুুক্তকে গ্রেফতারও করেছে ৷ ধৃতের নাম প্রেম চাঁদ ৷ বিচারক সোমশুভ্র ঘোষাল কোন আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত রয়েছেন তা জানাতে চায়নি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগে বিধাননগর আদালতে ছিলেন তিনি ৷

পুলিশ সূত্রে খবর, 2022 সালের অক্টোবর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে একটি পাঁচতারা হোটেলের বুকিং করার চেষ্টা করেন ৷ কিন্তু, সেই সময়ই তাঁর কাছে সেই হোটেলের বুকিং প্রসিডিউরের জন্যে একজন ফোন করেন ৷ হোটেলে বুকিং করার জন্য বিচারককে টাকা জমা দিতে বলেন ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি ৷ সেই মতো বিচারককে অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয় ৷

বিচারক সোমশুভ্র ঘোষাল সেই ব্যাংক অ্যাকাউন্টে 92 হাজার টাকা ট্রান্সফার করে দেন ৷ কিছুদিন পর ওই হোটেলে নিজের বুকিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে মাথায় হাত পড়ে তাঁর ৷ জানতে পারেন তাঁর নামে পাঁচতারা ওই হোটেলে কোনও রুম বুকিf করা হয়নি ৷ বিচারক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার ৷ এরপর বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, পাঁচতারা হোটেলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল ৷ এরপর টাকা কোন অ্যাকাউন্টে জমা পড়েছে, সেই সূত্র ধরে রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই ঘটনার মূল অভিযুক্ত প্রেম চাঁদকে গ্রেফতার করে পুলিশ ৷ গতকাল ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে অভিযুক্তকে ৷ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ভুয়ো ওয়েব সাইটটি সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা বন্ধ করে দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.