বেলঘরিয়া, 9 জানুয়ারি : ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটির সাফুর রোডের একটি সোনার দোকানে ৷ দুষ্কৃতীদের গুলিতে আহত হন রাহুল গুপ্তা ৷ তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে করোনা পরিস্থিতির জন্য ফিরিয়ে দেয় হাসপাতাল (armed robbers opened fire in a jewellery shop) ৷
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ক্রেতা সেজে দোকানে এসে জিনিস কিনে টাকা মেটানোর সময় হঠাৎই গুলি চালায় আততায়ীরা । ৪টি গুলি লাগে রাহুল গুপ্তার । দুষ্কৃতীরা দোকানে লুট করে কিছু জিনিস নিয়ে চলে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ তৎক্ষণাৎ স্থানীয়রা আহতকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসেন । সেখান থেকে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু আহত ব্যক্তির পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালটিও রোগীকে ভর্তি করার ঝুঁকি নেয়নি ৷ এতে উত্তেজিত জনতা বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে তাণ্ডব চালায় ৷
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ কয়েকজন দুষ্কৃতী সোনার দোকানে রাহুল গুপ্তাকে গুলি করে ৷ তাঁর বয়স 35 ৷ এখন তিনি সুস্থ আছেন ৷
আরও পড়ুন : Dacoity in Kolkata : চারু মার্কেট থানা এলাকায় ডাকাতি, দুষ্কৃতীদের আঘাতে আহত বৃদ্ধ দম্পতি
অবশেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জখম রাহুল গুপ্তাকে । এই ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানা ও কামারহাটি আউট পোস্টের পুলিশ । এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি । তবে পুলিশ সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে অন্য কোনও ঘটনার যোগাযোগ রয়েছে । এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে ।