ETV Bharat / state

বারাসতে গ্রিল ভেঙে চুরি সোনা ও নগদ টাকা - barasat

বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকায় বাড়ির তালা ভেঙে চুরি ৷ আলমারি থেকে 17 ভরি সোনা ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

চুরি সোনা ও নগদ টাকা
চুরি সোনা ও নগদ টাকা
author img

By

Published : Dec 17, 2019, 10:20 PM IST

বারাসত, 17 ডিসেম্বর : ছেলে, বউয়ের সঙ্গে গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজায় তালা নেই ৷ সন্দেহ হয় ননীগোপাল বারুইয়ের ৷ ঘরে ঢুকে দেখেন, শাবল দিয়ে ভাঙা হয়েছে দরজা ৷ আলমারি খোলা, সব এলোমেলো ৷ দেখেন নগদ টাকা বা সোনার গয়না কিছুই নেই বাড়িতে ৷ চুরি হয়ে গেছে সব ৷

ননীগোপাল বারুই বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকার বাসিন্দা ৷ পেশায় জীবন বিমা আধিকারিক ৷ গতকাল সকালে স্ত্রী রাখি বারুই ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ৷ ঘরে ফিরে দেখেন, তালা ভাঙা ৷ আলমারি খোলা ৷ জিনিসপত্র লণ্ডভণ্ড ৷ খোয়া গেছে প্রায় 17 ভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা ৷ রাখি বারুই বলেন, "দুষ্কৃতীরা সব মিলিয়ে 17 ভরি সোনার গয়না ও প্রায় 90 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ৷ আরও টাকা ছিল ৷ সব নিয়ে গেছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

ঘরে ফিরে দেখলেন খোয়া গেছে সোনা ও নগদ টাকা, জানালেন রাখি বারুই

পুলিশ সূত্রে খবর, ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠ করে পালাচ্ছে ৷ রাখি বারুই বলেন, "আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে ৷ পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ৷ তবু নিরপত্তাহীনতায় রয়েছি ৷"

বারাসত, 17 ডিসেম্বর : ছেলে, বউয়ের সঙ্গে গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজায় তালা নেই ৷ সন্দেহ হয় ননীগোপাল বারুইয়ের ৷ ঘরে ঢুকে দেখেন, শাবল দিয়ে ভাঙা হয়েছে দরজা ৷ আলমারি খোলা, সব এলোমেলো ৷ দেখেন নগদ টাকা বা সোনার গয়না কিছুই নেই বাড়িতে ৷ চুরি হয়ে গেছে সব ৷

ননীগোপাল বারুই বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকার বাসিন্দা ৷ পেশায় জীবন বিমা আধিকারিক ৷ গতকাল সকালে স্ত্রী রাখি বারুই ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ৷ ঘরে ফিরে দেখেন, তালা ভাঙা ৷ আলমারি খোলা ৷ জিনিসপত্র লণ্ডভণ্ড ৷ খোয়া গেছে প্রায় 17 ভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা ৷ রাখি বারুই বলেন, "দুষ্কৃতীরা সব মিলিয়ে 17 ভরি সোনার গয়না ও প্রায় 90 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ৷ আরও টাকা ছিল ৷ সব নিয়ে গেছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

ঘরে ফিরে দেখলেন খোয়া গেছে সোনা ও নগদ টাকা, জানালেন রাখি বারুই

পুলিশ সূত্রে খবর, ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠ করে পালাচ্ছে ৷ রাখি বারুই বলেন, "আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে ৷ পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ৷ তবু নিরপত্তাহীনতায় রয়েছি ৷"

Intro:দিনেদুপুরে গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরি বারাসতে

বারাসতঃ গ্রিল ভেঙে প্রায় ১৭ ভরি সোনা ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকায়। খোদ জেলা সদরে দিনেদুপুরে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, পেশায় জীবনবিমা আধিকারিক ননীগোপাল বারুই সোমবার সকালে স্ত্রী রাখি ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সন্ধের পর বাড়ি ফিরে তাঁরা দেখেন, ঘরের সব ক'টা আলমারি খোলা। ভিতরের জিনিসপত্র সব লন্ডভন্ড। ঘরের ভিতরে গিয়ে দেখেন, দরজার গ্রিল ভাঙা। দুষ্কৃতীরা চারটি আলমারি ভেঙে বেশ কয়েক ভরি সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিয়েছে। ননীগোপালবাবুর স্ত্রী রাখিদেবী বলেন, 'দুষ্কৃতীরা সব মিলিয়ে ১৭ ভরি সোনার গয়না ও গোনা ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। তার বাইরে আরও টাকা ছিল। সে সবও নিয়ে গিয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।'
সম্প্রতি বারাসত শহরে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠপাট করে চম্পট দিচ্ছে। রাখিদেবী বলেন, 'আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে। তবু নিরাপত্তাহীনতায় রয়েছি।' পুলিশ জানিয়েছে, চুরির তদন্ত শুরু হয়েছে।Body:দিনেদুপুরে গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরি বারাসতে

বারাসতঃ গ্রিল ভেঙে প্রায় ১৭ ভরি সোনা ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকায়। খোদ জেলা সদরে দিনেদুপুরে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, পেশায় জীবনবিমা আধিকারিক ননীগোপাল বারুই সোমবার সকালে স্ত্রী রাখি ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সন্ধের পর বাড়ি ফিরে তাঁরা দেখেন, ঘরের সব ক'টা আলমারি খোলা। ভিতরের জিনিসপত্র সব লন্ডভন্ড। ঘরের ভিতরে গিয়ে দেখেন, দরজার গ্রিল ভাঙা। দুষ্কৃতীরা চারটি আলমারি ভেঙে বেশ কয়েক ভরি সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিয়েছে। ননীগোপালবাবুর স্ত্রী রাখিদেবী বলেন, 'দুষ্কৃতীরা সব মিলিয়ে ১৭ ভরি সোনার গয়না ও গোনা ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। তার বাইরে আরও টাকা ছিল। সে সবও নিয়ে গিয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।'
সম্প্রতি বারাসত শহরে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠপাট করে চম্পট দিচ্ছে। রাখিদেবী বলেন, 'আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে। তবু নিরাপত্তাহীনতায় রয়েছি।' পুলিশ জানিয়েছে, চুরির তদন্ত শুরু হয়েছে।Conclusion:দিনেদুপুরে গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরি বারাসতে

বারাসতঃ গ্রিল ভেঙে প্রায় ১৭ ভরি সোনা ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকায়। খোদ জেলা সদরে দিনেদুপুরে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, পেশায় জীবনবিমা আধিকারিক ননীগোপাল বারুই সোমবার সকালে স্ত্রী রাখি ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সন্ধের পর বাড়ি ফিরে তাঁরা দেখেন, ঘরের সব ক'টা আলমারি খোলা। ভিতরের জিনিসপত্র সব লন্ডভন্ড। ঘরের ভিতরে গিয়ে দেখেন, দরজার গ্রিল ভাঙা। দুষ্কৃতীরা চারটি আলমারি ভেঙে বেশ কয়েক ভরি সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা লুঠ করে চম্পট দিয়েছে। ননীগোপালবাবুর স্ত্রী রাখিদেবী বলেন, 'দুষ্কৃতীরা সব মিলিয়ে ১৭ ভরি সোনার গয়না ও গোনা ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। তার বাইরে আরও টাকা ছিল। সে সবও নিয়ে গিয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।'
সম্প্রতি বারাসত শহরে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠপাট করে চম্পট দিচ্ছে। রাখিদেবী বলেন, 'আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে। তবু নিরাপত্তাহীনতায় রয়েছি।' পুলিশ জানিয়েছে, চুরির তদন্ত শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.