ETV Bharat / state

পশ্চিমবঙ্গের পরিস্থিতি 'উদ্বেগজনক', আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা কেন্দ্রের : সূত্র - Home ministry

সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র । সূত্রের খবর, রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয়েছে ।

সন্দেশখালি
author img

By

Published : Jun 9, 2019, 5:48 PM IST

Updated : Jun 10, 2019, 12:49 AM IST

দিল্লি, 9 জুন : সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র । সূত্রের খবর, রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয়েছে । সেইসঙ্গে দোষী আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।

গতকাল তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি । হাটগাছি গ্রামে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে খবর । তৃণমূল ও BJP- র সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি আরও জটিল হয় কায়ুম মোল্লার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে BJP ।

দিল্লি, 9 জুন : সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র । সূত্রের খবর, রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয়েছে । সেইসঙ্গে দোষী আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।

গতকাল তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি । হাটগাছি গ্রামে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে খবর । তৃণমূল ও BJP- র সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি আরও জটিল হয় কায়ুম মোল্লার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে BJP ।


Bhopal (MP), May 01 (ANI): Bharatiya Janata Party (BJP) candidate from Bhopal parliamentary constituency, Pragya Thakur supported the demand for ban on Burqa in public by Shiv Sena. She said, "It must be done. If terrorists take advantage of it and it harms the country then we should keep the traditions aside. I think they will do this."
Last Updated : Jun 10, 2019, 12:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.