দিল্লি, 9 জুন : সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র । সূত্রের খবর, রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরও খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে বার্তা দেওয়া হয়েছে । সেইসঙ্গে দোষী আধিকারিকদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।
গতকাল তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি । হাটগাছি গ্রামে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে খবর । তৃণমূল ও BJP- র সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি আরও জটিল হয় কায়ুম মোল্লার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে BJP ।