ETV Bharat / state

Shantanu Thakur calls meeting: সন্ধেয় ঠাকুরনগরে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি ছাড়া নিয়ে জল্পনা - বিজেপি ছাড়ছেন শান্তনু ঠাকুর

এবার কি বিজেপি ছাড়ছেন শান্তনু ঠাকুর (is Shantanu Thakur leaving bjp?)? সেই জল্পনাই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে জরুরি ভিত্তিতে রুদ্ধদ্বার বৈঠকে (Shantanu Thakur calls meeting) বসছেন তিনি ৷

is Shantanu Thakur leaving bjp? he called closed door meeting this evening
সন্ধেয় ঠাকুরনগরে রুদ্ধদ্বার বৈঠকে মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি ছাড়ছেন ?
author img

By

Published : Jan 4, 2022, 12:39 PM IST

Updated : Jan 4, 2022, 12:57 PM IST

ঠাকুরনগর, 4 জানুয়ারি: এবার কি তবে বিজেপি ছাড়তে চলেছেন শান্তনু ঠাকুর (is Shantanu Thakur leaving bjp?)? বিজেপির সমস্ত গ্রুপ ত্যাগ করার পর জরুরি ভিত্তিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ রুদ্ধদ্বার বৈঠক (closed door meeting) করতে চলেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Bongaon MP) ৷ আজ সন্ধে সাতটায় এই বৈঠক হওয়ার কথা ৷ এই খবর ছড়াতেই আরও বেশি করে তাঁর দল ছাড়ার জল্পনা দানা বেঁধেছে ৷ সূত্রের খবর, এই বৈঠকে (Shantanu Thakur called meeting) থাকতে পারেন তাঁর অনুগামী বিধায়কেরা ও মতুয়ারা । ইতিমধ্যে বৈঠকের জন্য ডাক পেয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার । ইটিভি ভারতকে নিজে সে কথা জানিয়েছেন তিনি ।

হরিণঘাটার বিধায়ক জানিয়েছেন, গতকাল রাতে শান্তনু ঠাকুর (Shantanu Thakur news) তাঁকে ফোন করে আজ সন্ধে সাতটার বৈঠকে থাকতে বলেছেন । তবে কী বিষয়ে বৈঠক হবে, তা তিনি খোলাসা করে বলেননি । অসীম সরকারের দাবি, তিনি জানেন না যে শান্তনু ঠাকুর বিজেপির সব গ্রুপ ছেড়ে দিয়েছেন ৷ বৈঠকে কারা থাকবেন সে কথাও তিনি জানেন না বলে দাবি করেছেন ।

আরও পড়ুন: Shantanu Thakur : বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, আন্দোলনের হুঁশিয়ারি

পাশাপাশি হরিণঘাটার বিধায়ক এও বলেন যে, "যারা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে ভাববে না এবং তাদের তাড়ানোর চেষ্টা করবে, আমি তাদের সঙ্গে নেই ।" তাঁর এই বক্তব্যে একটা কথা পরিস্কার যে, তিনিও বিজেপির প্রতি অসন্তুষ্ট । কারণ, বিজেপি এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন বাস্তবায়নের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ রাজ্যে চালু হয়নি সিএএ ।

আরও পড়ুন: মতুয়া ভোটে কর্তৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?

ঠাকুরনগর, 4 জানুয়ারি: এবার কি তবে বিজেপি ছাড়তে চলেছেন শান্তনু ঠাকুর (is Shantanu Thakur leaving bjp?)? বিজেপির সমস্ত গ্রুপ ত্যাগ করার পর জরুরি ভিত্তিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ রুদ্ধদ্বার বৈঠক (closed door meeting) করতে চলেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Bongaon MP) ৷ আজ সন্ধে সাতটায় এই বৈঠক হওয়ার কথা ৷ এই খবর ছড়াতেই আরও বেশি করে তাঁর দল ছাড়ার জল্পনা দানা বেঁধেছে ৷ সূত্রের খবর, এই বৈঠকে (Shantanu Thakur called meeting) থাকতে পারেন তাঁর অনুগামী বিধায়কেরা ও মতুয়ারা । ইতিমধ্যে বৈঠকের জন্য ডাক পেয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার । ইটিভি ভারতকে নিজে সে কথা জানিয়েছেন তিনি ।

হরিণঘাটার বিধায়ক জানিয়েছেন, গতকাল রাতে শান্তনু ঠাকুর (Shantanu Thakur news) তাঁকে ফোন করে আজ সন্ধে সাতটার বৈঠকে থাকতে বলেছেন । তবে কী বিষয়ে বৈঠক হবে, তা তিনি খোলাসা করে বলেননি । অসীম সরকারের দাবি, তিনি জানেন না যে শান্তনু ঠাকুর বিজেপির সব গ্রুপ ছেড়ে দিয়েছেন ৷ বৈঠকে কারা থাকবেন সে কথাও তিনি জানেন না বলে দাবি করেছেন ।

আরও পড়ুন: Shantanu Thakur : বিজেপি নেতা ‘খুনে’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মন্ত্রী শান্তনু, আন্দোলনের হুঁশিয়ারি

পাশাপাশি হরিণঘাটার বিধায়ক এও বলেন যে, "যারা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে ভাববে না এবং তাদের তাড়ানোর চেষ্টা করবে, আমি তাদের সঙ্গে নেই ।" তাঁর এই বক্তব্যে একটা কথা পরিস্কার যে, তিনিও বিজেপির প্রতি অসন্তুষ্ট । কারণ, বিজেপি এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন বাস্তবায়নের বিষয়ে কোনও পদক্ষেপ করেনি ৷ রাজ্যে চালু হয়নি সিএএ ।

আরও পড়ুন: মতুয়া ভোটে কর্তৃত্বই কি শান্তনুর মন্ত্রিত্বের চাবিকাঠি ?

Last Updated : Jan 4, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.