ETV Bharat / state

IPS অফিসারের বাড়িতে চুরি, দিল্লি থেকে গ্রেপ্তার বাবা-ছেলে - গ্রেপ্তার বাবা-ছেলে

প্রায় দেড় বছর পর IPS অফিসারের বাড়িতে চুরির অভিযোগে দিল্লির বাসিন্দা সুকদেব ও ছেলে মেহতা সিং-কে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ ।

IPS officer's house stolen
IPS অফিসারের বাড়িতে চুরি
author img

By

Published : Feb 12, 2020, 4:04 AM IST

বসিরহাট, 12 ফেব্রুয়ারি : এক IPS অফিসারের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা হাতানোর অভিযোগ ৷ দিল্লি থেকে গ্রেপ্তার করা হল বাবা ও ছেলেকে । ধৃতদের নাম সুকদেব সিং ও মেহেতা সিং ।

পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ধৃতিমান সরকার বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা । 2018 সালের 3 জুন তাঁর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছিল বলে থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ ঘটনার তদন্তে নামে । ঘটনার প্রায় দেড় বছর পর পুলিশ জানতে পারে, দিল্লির বাসিন্দা সুকদেব ও ছেলে মেহতা এই ঘটনার মূল পান্ডা ।

2016 সালে দিল্লিতে ট্রেনিংয়ে থাকার সময় শুকদেবের মেয়ের সঙ্গে ওই IPS অফিসারের সোশাল মিডিয়ায় পরিচয় হয়। তাদের মধ্যে নাকি সম্পর্ক গড়ে ওঠে । সিং পরিবারের অভিযোগ, ধৃতিমান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়ের সঙ্গে একাধিকবার সহবাস করেছেন। কিন্তু পরে তিনি বিয়ে করতে অস্বীকার করেন । সিং পরিবার তখন দিল্লি পুলিশে একটি অভিযোগ দায়ের করে । ধৃতিমানের কাছে 15 লাখ টাকা দাবি করে তারা । তা দিতে রাজি না হওয়ায় 2018 সালের 3 জুন সুকদেব ও মেহেতা ধৃতিমানের বসিরহাটের সংগ্রামপুরের বাড়িতে আসে । ভয় দেখিয়ে 5 লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ । বসিরহাট থানায় চুরির অভিযোগ দায়ের করা হয় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনাটি চুরির নয় । ভয় দেখিয়ে টাকা হাতানো হয়েছিল । সেটা করেছিল সুকদেব ও মেহেতা । সোমবার দিল্লি থেকে সুকদেব ও মেহেতাকে পুলিশ গ্রেপ্তার করে । ট্রানজ়িট রিমান্ডে মঙ্গলবার তাদের বসিরহাট থানায় আনা হয়েছে ।

বসিরহাট, 12 ফেব্রুয়ারি : এক IPS অফিসারের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা হাতানোর অভিযোগ ৷ দিল্লি থেকে গ্রেপ্তার করা হল বাবা ও ছেলেকে । ধৃতদের নাম সুকদেব সিং ও মেহেতা সিং ।

পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ধৃতিমান সরকার বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা । 2018 সালের 3 জুন তাঁর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছিল বলে থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ ঘটনার তদন্তে নামে । ঘটনার প্রায় দেড় বছর পর পুলিশ জানতে পারে, দিল্লির বাসিন্দা সুকদেব ও ছেলে মেহতা এই ঘটনার মূল পান্ডা ।

2016 সালে দিল্লিতে ট্রেনিংয়ে থাকার সময় শুকদেবের মেয়ের সঙ্গে ওই IPS অফিসারের সোশাল মিডিয়ায় পরিচয় হয়। তাদের মধ্যে নাকি সম্পর্ক গড়ে ওঠে । সিং পরিবারের অভিযোগ, ধৃতিমান বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়ের সঙ্গে একাধিকবার সহবাস করেছেন। কিন্তু পরে তিনি বিয়ে করতে অস্বীকার করেন । সিং পরিবার তখন দিল্লি পুলিশে একটি অভিযোগ দায়ের করে । ধৃতিমানের কাছে 15 লাখ টাকা দাবি করে তারা । তা দিতে রাজি না হওয়ায় 2018 সালের 3 জুন সুকদেব ও মেহেতা ধৃতিমানের বসিরহাটের সংগ্রামপুরের বাড়িতে আসে । ভয় দেখিয়ে 5 লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ । বসিরহাট থানায় চুরির অভিযোগ দায়ের করা হয় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনাটি চুরির নয় । ভয় দেখিয়ে টাকা হাতানো হয়েছিল । সেটা করেছিল সুকদেব ও মেহেতা । সোমবার দিল্লি থেকে সুকদেব ও মেহেতাকে পুলিশ গ্রেপ্তার করে । ট্রানজ়িট রিমান্ডে মঙ্গলবার তাদের বসিরহাট থানায় আনা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.